Tanvir Ahmod Khan

Tanvir Ahmod Khan আমি চির তরে দুরে চলে যাবো
তবু - আমারে দেবো না ভুলিতে;
তবু আমারে দেবো না ভুলিতে........

21/06/2025

ভালোবাসার উদাহরন দেখতে চান?

-- সেই মধ্যবিত্ত পরিবারটির দিকে তাকান,যেখানে রোজ
খুশি থাকার নাটক চলে।

-- আসল ভালোবাসা সেটাই,যখন বাবার পকেটের শেষ কুড়ি টাকা ছেলেটার
হাতে দিয়ে বলে, 'কষ্ট করে কলেজে হেটে যাবি না'।
-- সেটাই প্রকৃত ভালোবাসা,যখন মা প্লেটের শেষ মাংসের
টুকরোটা ছেলের
পাতে দিয়ে বলে,'মাংস খেতে একদম ভালো লাগে না'
-- সেটাই প্রকৃত ভালোবাসা,যখন ভাই তার ছোট বোনটিকে বলে চিন্তা করিস না,'বেতন পেলেই তোর জন্য জামা কিনে দেব'!
-- ভালোবাসা তখনই পরিপূর্ণ, যখন এটা নেই,সেটা নেই বলে সারাদিন
ঝগড়া শেষে স্বামি স্ত্রী পাশাপাশি শুয়ে যখন স্ত্রী বলে,'আসলে আমার কিছু লাগবে না'
আমি ভালোবাসার ভিন্ন মানে খুজি।তোমাদের কাছে ভালোবাসা মানে শুধু
প্রেমিক প্রেমিকার উত্তপ্ত চুম্বন।তোমরা ভালোবাসা দেখ কিশোরির
উরন্ত চুলে,সদ্য ফোটা গোলাপের মত
দুটি গোলাপি গালে।আর আমি ভালোবাসা খুজি একজন মজুরের
০৮ টাকায় কেনা নুনের প্যাকেটে।
-- যে বোন তার ০৬ মাসের শিশুটিকে কোলে নিয়ে সারাদিন ইট
ভাঙ্গে,ভালোবাসা সেখানেই খুজে পাই।

-- সারাদিন কষ্ট করে যখন কোন রিক্সাচালক একটা মাঝারি সাইজের
রুই কিনে বাড়িতে গিয়ে বলে,'খুব সস্তা পেলাম,তাই কিনলাম।
স্ত্রী হেসে বলে,'টাকা নষ্ট করার কি দরকার ছিল'?সেখানেই পূর্ণ
ভালোবাসা আমার চোখে পরে।
তোমাদের ভালোবাসা ভেজালে পূর্ন,আমার দেখা ভালোবাসা খাদহীন,একদম খাটি।
এমন ভালোবাসাও সবাই খুজেঁ পায় না।অন্য
দৃষ্টিভঙ্গি দিয়ে খুজুঁন,আপনি খাঁটি ভালোবাসার অগনিত দৃষ্টান্ত দেখতে পাবেন।

26/05/2025
25/05/2025

একটা সুন্দর সম্পর্ক ঠিক পানির মত!!
বর্ণ
গন্ধ
স্বাদ
আকার
কিছু নেই...
তবুও জীবনের জন্য সবচে মূল্যবান . ♥♥ !!

স্যার, পদত্যাগ নয়; বরং আপনি সরকার প্রধান হয়ে বিপ্লবী সরকার গঠন করুন। আপনি পদত্যাগ করলে দেশ আবার একটি চরম অস্হিতিশীল অবস্...
23/05/2025

স্যার, পদত্যাগ নয়; বরং আপনি সরকার প্রধান হয়ে বিপ্লবী সরকার গঠন করুন।

আপনি পদত্যাগ করলে দেশ আবার একটি চরম অস্হিতিশীল অবস্হায় পতিত হবে। দেশে আবার ফ্যাসিজমের কালো অধ্যায়ে ফিরে আসবে।

তাই আপনি শক্ত হাতে হাল ধরুন। আমরা আপনার সাথে আছি।

মহান মে দিবসে মেহনতি মানুষের মঙ্গল  ও আন্তরিক অভিনন্দন রহিলো!!!
01/05/2025

মহান মে দিবসে মেহনতি মানুষের মঙ্গল ও আন্তরিক অভিনন্দন রহিলো!!!

Shout out to my newest followers! Excited to have you onboard! ইফতেখার আহমেদ রাসেল04Md Hasanর Kazi Mahfuza, Rubel Bapery...
30/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! ইফতেখার আহমেদ রাসেল04Md Hasanর Kazi Mahfuza, Rubel Bapery71Sohel Bhuyainasক্রাইমপেট্রল বাংলাদেশ3:Afroza Sahin Bithi, Kaber Ahmead11দুনিয়ার কারাগারapJahangir Alam23Amarbangla Amarohফেলে আশা দিন গুলো00মমিনুর রশীদ মিল্লাতরাSinggar Riarl Khan, Md Khan36Md Monzur AlomAfনুরুল ইসলাম নুরুল ইসলাম00MD Liakot Ali04MD Sumon MD Sumon@[Asad Vibo03Mustafizur Rahmanর Mofizor Rohman Suman62Ahasanul KabiranArman Arman@[মোঃ মোস্তফা কামাল048:Amarbangla Amar], ফেলে আশা দিন গুলো, মমিনুর রশীদ মিল্লাত, Singgar Riarl Khan, Md Khan, Md Monzur Alom, নুরুল ইসলাম নুরুল ইসলাম, MD Liakot Ali, MD Sumon MD Sumon, Asad Vibo, Mustafizur Rahman, Mofizor Rohman Suman, Ahasanul Kabir, Arman Arman, মোঃ মোস্তফা কামাল

ছবিটির মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে যদি আপনি বুঝতে পারেন।
30/04/2025

ছবিটির মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে যদি আপনি বুঝতে পারেন।

রিভেঞ্জ অফ ন্যাচার' বলে একটা কথা আছে, দুই সপ্তাহের ব্যবধানে এমন একটা রিভেঞ্জ দেখতে পাবো হয়তো কেউ কল্পনাও করেনি!!প্রথম ছব...
30/04/2025

রিভেঞ্জ অফ ন্যাচার' বলে একটা কথা আছে, দুই সপ্তাহের ব্যবধানে এমন একটা রিভেঞ্জ দেখতে পাবো হয়তো কেউ কল্পনাও করেনি!!

প্রথম ছবিটা দুই সপ্তাহ আগের- হবিগঞ্জ বর্ডার থেকে বি*এসএফ দুই কৃষককে ধরে নিয়ে যায়, বিএসএফের পাশাপাশি উগ্র ভার'তীয় জনগণ তাদেরকে মা*র*ধর করেছিল।!!!

দ্বিতীয় ছবিটা আজকের- সীমান্ত পেরিয়ে ম*স্তানি করতে এসে ধরা। একজন বি*এসএফ সদস্য জান বাঁচাতে বাংলাদেশি কৃষককে ধরে আছে আরেক বি*এসএফ সদস্য বি*জিবির জ*ওয়ানের মা*র খেয়ে পা ধরে মাফ চাচ্ছে।!!!

প্রথম পিকে সেদিন মুরুব্বির সাথে নির্মম বর্বরতা দেখে চোখ ভিজে গিয়েছিলো আজ সেই পানি আনন্দে পরিনিত হয়েছে কা*ফে*র*মু*শ*রি*কদের পতন সুনিশ্চিত স্যালুট বাংলার নও জওয়ানরা আমাদের গর্ব আমাদের ফোর্স

সাবাশ Border Guard Bangladesh!!

বলতে গিয়ে ভালবাসিহোঁচট খাওয়া, একটু কাশি।আবার ঘুরে তাকিয়ে দূরেঢোক গেলা আর বোকা হাসি।হাতটা ধরে টেনে নিয়েচোখের দিকে একটু চে...
29/04/2025

বলতে গিয়ে ভালবাসি
হোঁচট খাওয়া, একটু কাশি।
আবার ঘুরে তাকিয়ে দূরে
ঢোক গেলা আর বোকা হাসি।
হাতটা ধরে টেনে নিয়ে
চোখের দিকে একটু চেয়ে
বললাম যখন “বলবে কিছু?”
ঢোক গিলে জানিয়ে দিলে,
“ঘুরছে মাথা, আজকে আসি?”

বিক্রেতা বললো, পুরাই ১০০ লিচু আছে ভাই! লিচ্চিন্তে নেন! আমি গুনে দেখলাম, লিচু হইলো  ৯০টা! বিক্রেতা এবার তার সহকারিরে বললো...
28/04/2025

বিক্রেতা বললো, পুরাই ১০০ লিচু আছে ভাই! লিচ্চিন্তে নেন!
আমি গুনে দেখলাম, লিচু হইলো ৯০টা!
বিক্রেতা এবার তার সহকারিরে বললো, ভাইয়েরে ১২টা লিচু দিয়া দে! ২টা লিচু বেশি দে! সবার লগে ব্যবসা করি না! এইটা ভালোবাসা!
১২টা লিচু দেয়ার পর আবার গোনা দিলাম! এইবার হলো ৯৮টা!
বিক্রেতা এবার সহকারিরে ঝা/ ড়ি দিয়া নিজেই ৪টা লিচু আবার ব্যাগে দিয়ে হাসি মুখে বললো, লিচু ভালো লাগলে আবার আইসেন ভাই!
আমি ১০২টা লিচু নিয়ে বাসায় এলাম! কী মনে করে আবার দিলাম একটা গোনা! এবার লিচু হলো ৯৪টা! পলিথিন ব্যাগটাও চেক করলাম! না কোথাও ছিড়ে নাই!

সবার হিসেব মিলে, আমার হিসেব মিলেনা 🙂

এর একমাত্র সমাধান কি?

Address

রামমালা রোড, চেম্বার অব কমার্স সংলগ্ন, কুমিল্লা।
Comilla
৩৫০০

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Ahmod Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanvir Ahmod Khan:

Share