Hanzalar Maa

Hanzalar Maa সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় প্রতি?

🌿 জেন্টেল পেরেন্টিং কী?Gentle Parenting হলো এমন একটি প্যারেন্টিং পদ্ধতি যেখানে শিশুকে ভয়, চিৎকার বা শাস্তি দিয়ে নয়—বরং ভ...
12/10/2025

🌿 জেন্টেল পেরেন্টিং কী?

Gentle Parenting হলো এমন একটি প্যারেন্টিং পদ্ধতি যেখানে শিশুকে ভয়, চিৎকার বা শাস্তি দিয়ে নয়—
বরং ভালোবাসা, বোঝাপড়া, ধৈর্য, এবং সম্মান দিয়ে বড় করা হয়।

এটা এমন এক approach যেখানে বাবা-মা নিজেকে শিশুর শিক্ষক নয়, বরং গাইড বা সহযোগী হিসেবে রাখেন। শাস্তি নয়, শিশুর আচরণের মূল কারণ বোঝা ও তাকে শেখানোই এর মূল উদ্দেশ্য।

🌿 কেন জেন্টেল পেরেন্টিং করা উচিত

১. বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলে:
বাচ্চা তার মায়ের-বাবার কাছে নিরাপদ, ভালোবাসায় ঘেরা ও বোঝাপড়া পায়।

২. বাচ্চা আত্মনিয়ন্ত্রণ শেখে:
ভয় নয়, নিজের অনুভূতি বুঝে আচরণ করতে শেখে (যেমন: রাগ এলে কি করবে, কিভাবে বলবে)।

৩. আত্মবিশ্বাসী ও ইমোশনালি স্টেবল হয়:
বড় হয়ে আত্মসম্মানবোধ ও সহানুভূতিশীল মনোভাব তৈরি হয়।

৪. চিৎকার বা মারধরের ক্ষতি কমায়:
মানসিক ট্রমা, ভয়, লজ্জা বা সম্পর্কের দূরত্ব তৈরি হয় না।

৫. দীর্ঘমেয়াদে শান্তিপূর্ণ পরিবার তৈরি হয়।

👨‍👩‍👦 কার জন্য প্রযোজ্য

নবজাতক থেকে শুরু করে যে কোনো বয়সের শিশুর জন্য।

বিশেষ করে ০–৮ বছর বয়সে সবচেয়ে কার্যকর, কারণ তখন শিশুর ব্যক্তিত্ব ও মানসিক ভিত্তি গড়ে ওঠে।

বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি — যারা শিশুর লালনপালনে অংশ নেয়, তাদের সবার জন্যই প্রযোজ্য।

আমি একজন নতুন মা এবং আমাদের জেনারেশন এ জেন্টেল পেরেন্টিং জিনিস টা আস্তে আস্তে পরিচিতি পাচ্ছে।  তাই আমিও চাইছি আগের সব চি...
09/10/2025

আমি একজন নতুন মা এবং আমাদের জেনারেশন এ জেন্টেল পেরেন্টিং জিনিস টা আস্তে আস্তে পরিচিতি পাচ্ছে। তাই আমিও চাইছি আগের সব চিরাচরিত নিয়ম থেকে নিজেকে সরিয়ে এনে এই নতুন নিয়মে নিজেকে এবং বাচ্চাকে তৈরি করতে।

জানি এটা খুব সহজ কিছু হবে নাহ তবে চেষ্টা করবো, সেই সাথে আমাদের সফলতা এবং ব্যর্থতার গল্প গুলো আপনাদের সাথে শেয়ার করবো। এতে করে আমাদের মা - ছেলের মেমোরি তৈরি হবে এবং মানুষ ও এসব ব্যাপার গুলো থেকে কিছু শিখতে পারবে।

আপনাদের কি মনে হয় এটা খুব ভালো ডিসিশন নেওয়া হয়েছে? আমি কি কি সমস্যায় পড়তে পারি এবং কি কি করা উচিত কারো আইডিয়া থাকলে শেয়ার করবেন।

অফিসিয়ালি লাড্ডু মা তার লাড্ডু কে খোজে পেয়েছে এবং আমি নতুন মা হয়েছি।  তারিখ : 2/05/25সময় : ২:৩০ এমস্থান : কুমিল্লা মেডিক...
07/05/2025

অফিসিয়ালি লাড্ডু মা তার লাড্ডু কে খোজে পেয়েছে এবং আমি নতুন মা হয়েছি।
তারিখ : 2/05/25
সময় : ২:৩০ এম
স্থান : কুমিল্লা মেডিকেল সেন্টার
রুম নাম্বার : ৪০৩
সিজারিয়ান বাবু।

সবাই দোয়া করবেন।

10/02/2025

মেয়েদের জন্মের পর থেকেই সম্পর্ক বদলাতে শুরু করে একেক সময়ে একেক নামে।
আমিও তার ব্যতিক্রম ছিলাম নাহ। জন্ম হয়েছিলো বাবা মার পরিবারে মেয়ে হয়ে তারপর হলাম কারো বোন। এভাবেই চলছিলো সবকিছু তারপর হঠাৎ করে সময়ের তালে গা ভাসিয়ে হয়ে গেলাম কারো প্রেমিকা। হাজার চড়াই উৎরাই পার করে সেই প্রেমিকের ঘরের বউ হয়ে গেলাম।

তারপর আসলো একটা মেয়ের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের স্বাদ নেওয়ার পালা, আল্লাহর অশেষ রহমতে আমি হয়ে গেলাম এক জনের বউ থেকে মা আলহামদুলিল্লাহ 🥰🥰🥰🥰

আমার জীবনের সবচেয়ে সেরা অপেক্ষার ফল ছিলো এটা। জীবনে অনেকের জন্য, অনেক কিছুর জন্য অপেক্ষা করেছি কিন্তু এতোটা ভালো লাগা কখনও কাজ করে নি বরং রাগ হতো অপেক্ষা করা লাগলে কিন্তু এই ৫০ সেকেন্ড আমার কাছে ছিলো এক অদ্ভুত অনুভূতি, মনে হচ্ছিল আরো অপেক্ষা করি দেখি কি হয়। একটা মেয়ে তার চোখের সামনে দেখছে তার মা হবার জার্নি কি সুন্দর এই অনুভূতি তাই নাহ???

সবাই আমার জন্য দোয়া করবেন।

Address

Comilla
1212

Alerts

Be the first to know and let us send you an email when Hanzalar Maa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hanzalar Maa:

Share

Category