Famous RAZ

Famous RAZ Assalamulaykum. Allah is Almighty ❤️
(15)

02/09/2025

পরিস্থিত যেমনই হোক নামাজ ছাড়া যাবে না!
ইনশাআল্লাহ।

02/09/2025

~কল্পনাতে তাকে দেখি, বাস্তবে করি আশা হবে না তাকে পাওয়া,কারন ''সে আমার না পাওয়া এক তরফা ভালোবাসা 😅❤️‍🩹

02/09/2025

শুভ সন্ধা সবাইকে

02/09/2025

শুভ দুপুর সবাইকে

গোপন রাখুন এই বিষয়গুলো:১. ঘুরে বেড়ান – কাউকে কিছু না বলে।২. টাকা উপার্জন করুন – কাউকে না বলে।৩. সঙ্গী খুঁজুন – কাউকে না ...
02/09/2025

গোপন রাখুন এই বিষয়গুলো:

১. ঘুরে বেড়ান – কাউকে কিছু না বলে।

২. টাকা উপার্জন করুন – কাউকে না বলে।

৩. সঙ্গী খুঁজুন – কাউকে না বলে।

৪. খুশি থাকুন – কাউকে কিছু না বলে।

৫. আপনার স্বপ্ন পূরণ করুন – কাউকে না বলে।

استعينوا على إنجاح الحوائج بالكتمان، فإن كل ذي نعمة محسود

"প্রয়োজন পূরণে গোপনীয়তা অবলম্বন করো, কারণ প্রতিটি নিয়ামতেরই হিংসুক থাকে।"

বাংলাদেশের সবচেয়ে বেশি উপজেলা রয়েছে কুমিল্লা জেলায়।সর্বোচ্চ প্রবাসীর জেলাও কুমিল্লা।মোট বাংলাদেশী প্রবাসীদের শতকরা প্...
02/09/2025

বাংলাদেশের সবচেয়ে বেশি উপজেলা রয়েছে কুমিল্লা জেলায়।

সর্বোচ্চ প্রবাসীর জেলাও কুমিল্লা।

মোট বাংলাদেশী প্রবাসীদের শতকরা প্রায় নয় ভাগ মানুষ কুমিল্লা জেলা থেকে গিয়েছে বলে দৈনিক ইনকিলাব পত্রিকায় রিপোর্ট হয়েছিল।

সতেরো উপজেলা এবং একটি সিটি কর্পোরেশন।

নদীর নামে দুটি উপজেলা রয়েছে পাশাপাশি মেঘনা এবং তিতাস।

১৯৬০ সাল পর্যন্ত কুমিল্লার নাম ছিল ত্রিপুরা।

১৯৮৪ সালে কুমিল্লা ভেঙে ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর জেলা সৃষ্টি করা হয়।

প্রায় ৬২ লাখ মানুষের জেলা।
১১টি সংসদীয় আসন রয়েছে।

জেলার সবচেয়ে বড় এবং সবচেয়ে উত্তরের উপজেলা হচ্ছে মুরাদনগর। সেখানকার কোম্পানিগঞ্জ বাজারে আমি নাজিব মাহফুজ খান গাজীপুর জেলা থেকে ভ্রমণে এসেছিলাম ২০২১ সালে।

মুরাদনগরের ঐতিহ্যবাহী গ্রামীণ হাট রামচন্দ্রপুর বাজার নিয়ে কিছুদিন আগেই এই পেইজেই পোস্ট করেছিলাম।
FB Page -Nazib Mahfuz khan

দাউদকান্দির গৌরীপুর চৌরাস্তা থেকে বেশ কয়েকবার তিতাস উপজেলার বাতাকান্দি হয়ে হোমনায় যাওয়া হয়েছিল।

এরপর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কড়‌ইকান্দি ফেরিঘাট থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে নারায়ণগঞ্জ আড়াইহাজারের বিশনন্দী ঘাট।

সেখান থেকে নরসিংদী মাধবদীর সিএনজি চলাচল করে।
মহাসড়কে সামান্য কয়েক কিলোমিটার গেলেই পাঁচদোনা মোড়।

পাঁচদোনা থেকে নরসিংদীর ঘোড়াশাল হয়ে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গীর মহাসড়ক রয়েছে। ঐ মোড় থেকে কাপাসিয়ার রাণীগঞ্জ বাজারে সিএনজি চলাচল করে নিয়মিত।

চাঁদপুর জেলা থেকেও দাউদকান্দির গৌরীপুর চৌরাস্তায় গিয়েছিলাম গত বছর।তখন রাস্তার অবস্থা ভালো ছিলনা।

আরেকবার নারায়ণগঞ্জ থেকে লঞ্চে চাঁদপুর মতলবের ষাটনল নেমে উত্তর দিকে গিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রবেশ করি।এরপর চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর থেকে হোমনা সড়কে উত্তর-পূর্বে যেতে যেতে গৌরীপুর-হোমনা‌ সড়কের ছিনাইয়া মোড়ে গিয়ে উঠি। অতঃপর হোমনা-কড়‌ইকান্দি হয়ে বিশনন্দী।

প্রথমবার যখন সদরঘাট থেকে চাঁদপুর যাই ফিরতি পথে দক্ষিণ মতলব-উত্তর মতলব হয়ে সড়কপথে দাউদকান্দি গিয়েছিলাম।দুই মতলবের মাঝে ধনাগোদা নদী।ফেরী চলাচল করে তখন।২০১৫ সালের কথা।

সামনে একবার দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে মুরাদনগর যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় এক বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞানের ক্লাস নিতে সপ্তাহে একদিন কুমিল্লা শহরে যেতাম।

আসল মাতৃভান্ডারের স্বাদ তখন‌ই প্রথম পাই।এরপরেও যাওয়া হয়েছে কুমিল্লা সিটির মনোহরপুরের সেই ভাণ্ডারে‌।

ধর্মসাগর দিঘীর সৌন্দর্যে মোহিত হয়েছিলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে অবস্থিত।

ময়মমতি বিহার এবং লালমাই পাহাড় এলাকায় প্রথম গিয়েছিলাম ২০০৫ সালে।ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় ভৈরবের বন্ধুদের সাথে তাদের ছাত্র কল্যাণ সমিতির পিকনিকে।

আমার আম্মার শৈশব স্মৃতিময় প্রাথমিক বিদ্যালয়ে যেতে চাই ময়নামতি এলাকার একটা স্কুলে।

যেতে চাই আম্মাকে নিয়েই একসময়।তার আগে খোঁজে বের করতে হবে আমাকে।।নামটা এই মুহূর্তে মনে নাই।নানা তখন কুমিল্লা সেনানিবাসে সৈনিক হিসেবে চাকরি করতেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ওয়ার সিমেট্রিতে দুইবার গিয়েছিলাম।দেখার মত জায়গা।

১৭ উপজেলার মাঝে এখনো ১০ উপজেলার পদধূলি নেওয়া হয়নি। আগামী তিন/চার মাসের মধ্যে আশাকরি সবগুলো উপজেলায় যাওয়া হয়ে উঠবে ইনশাআল্লাহ।

02/09/2025

শুভ সকাল 🌅

01/09/2025

শুভ রাত্রি সবাইকে

01/09/2025

এই পৃথিবীতে সব মানুষ যদি লেখা পড়া করেন আর কৃষি কাজ ছেড়ে দেন, কেমন হবে?

01/09/2025

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও , প্লিজ। না পেলে অভিমান করতাম। ইদানিং শুধু বলি। যেটা ভালো মাবুদ, সেটাই করো, আত্মা প্রশমিত হোক আমার। ইয়া আল্লাহ

01/09/2025

আসসালামু আলাইকুম
সবাইকে সন্ধার শুভেচ্ছা

01/09/2025

শুভ বিকেল সবাইকে

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Famous RAZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share