Female outfit by Amatullah

Female outfit by Amatullah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Female outfit by Amatullah, Digital creator, Comilla, Chittagong Division, Comilla.

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚
25/08/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚

✨🌸 Welcome to My New Page 🌸✨আসসালামু আলাইকুম,এটি আমার নতুন পেজ যেখানে আমি বাচ্চা ও মেয়েদের জন্য বিভিন্ন ডিজাইনের জামা সে...
22/08/2025

✨🌸 Welcome to My New Page 🌸✨

আসসালামু আলাইকুম,
এটি আমার নতুন পেজ যেখানে আমি বাচ্চা ও মেয়েদের জন্য বিভিন্ন ডিজাইনের জামা সেলাই করি।

👗 সালোয়ার-কামিজ
👗 গাউন / ম্যাক্সি
👗 কেজুয়াল ও ফ্যান্সি জামা

✨ প্রতিটি কাজ যত্নসহকারে এবং আপনার মাপ অনুযায়ী নিখুঁতভাবে তৈরি করা হয়।
✨ মানসম্মত কাজ, সুলভ দাম ও সময়মতো ডেলিভারি – এটাই আমাদের প্রতিশ্রুতি।

🙏 আমার এই নতুন যাত্রায় আপনাদের ভালোবাসা ও সহযোগিতা চাই।
লাইক 👍 শেয়ার ↗️ এবং ফলো 🔔 করে পাশে থাকবেন।

আল্লাহুম্মাগফিরলী ওয়ারহা'মনী ওয়াহদিনি ওয়া আ'ফিনি ওয়ারযুকনী! আমীন!
22/08/2025

আল্লাহুম্মাগফিরলী ওয়ারহা'মনী ওয়াহদিনি ওয়া আ'ফিনি ওয়ারযুকনী! আমীন!

19/08/2025

মোবাইল ব্যবহার সম্পর্কে নাসিহাহ 💔

📌এক মিনিটের ১০ আমল—আরববিশ্বের অন্যতম আলেম ড. মুহাম্মদ বিন ইব্রাহিম আল-হামাদ প্রণীত من مطوية أفضل طريقة لاغتنام الدقيقة ‘...
19/08/2025

📌এক মিনিটের ১০ আমল—

আরববিশ্বের অন্যতম আলেম ড. মুহাম্মদ বিন ইব্রাহিম আল-হামাদ প্রণীত من مطوية أفضل طريقة لاغتنام الدقيقة ‘এক মিনিটকে কাজে লাগানোর সর্বোত্তম উপায়’ শীর্ষক লিফলেট থেকে দশটি আমল পেশ করা হলো। আল্লাহ্‌র ইচ্ছায় এক মিনিটে আপনি আমলগুলোর যেকোনো একটি করতে পারেন।

এই আমলগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই আপনাকে তেমন কিছু করতে হবে না। এগুলোর জন্য আপনার পবিত্রতার প্রয়োজন নেই, ক্লান্তি বা কায়িক শ্রম নেই। বরং আপনি এ আমলগুলো করতে পারেন যখন আপনি পায়ে হেঁটে চলছেন অথবা গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন অথবা শুয়ে আছেন অথবা দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন অথবা কারও জন্য অপেক্ষা করছেন।

১. এক মিনিটে আপনি সূরা ফাতিহা মনে মনে দ্রুতগতিতে ৩ বার পড়তে পারেন। কেউ কেউ হিসাব কষে দেখিয়েছেন একবার সূরা ফাতিহা পড়লে ৬০০ টিরও বেশি নেকি পাওয়া যায়। তাই আপনি যদি তিনবার সূরা ফাতিহা পাঠ করেন তবে আল্লাহ্‌র ইচ্ছায় ১৮০০ এর বেশি নেকি হাসিল করবেন। এত নেকী আপনি এক মিনিটেই পাচ্ছেন।

২. এক মিনিটে আপনি সূরা ইখলাস (ক্বুল হুওয়াল্লাহু আহাদ) মনে মনে দ্রুতগতিতে ২০ বার পড়তে পারেন। এই সূরা একবার পাঠ করলে কোরআন শরীফের এক তৃতীয়াংশ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। তাই আপনি যদি এ সূরাটি ২০ বার পাঠ করেন তবে তা ৭ বার কুরআন পড়ার সমতুল্য। অতএব আপনি যদি এ সূরাটি প্রতিদিন এক মিনিটে ২০ বার পাঠ করেন তবে মাসে আপনার ৬০০ বার পাঠ করা হয় এবং বছরে ৭২০০ বার পাঠ করা হয়। যার সওয়াব ২৪০০ বার সম্পূর্ণ কুরআন পড়ার সমতুল্য।

৩. এক মিনিটে আপনি নিম্নোক্ত দোয়াটি ২০ বার পড়তে পারেন।

لَا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

এর সওয়াব ইসমাঈল (আঃ) এর বংশের ৮ জন দাসকে আল্লাহর ওয়াস্তে মুক্ত করার সমান।

৪. এক মিনিটে আপনি (سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِه) ১০০ বার পড়তে পারেন। যে ব্যক্তি একদিনে এই দোয়াটি ১০০ বার পড়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়; যদিও তা সমুদ্রের ফেনার সমান হয় না কেন।

৫. এক মিনিটে আপনি (سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ) ও (سُبْحَانَ اللهِ الْعَظِيمِ) ৫০ বার পড়তে পারেন। এ দুটি এমন বাক্য যা পড়তে খুব সহজ; আমলের পাল্লাতে অনেক ভারী হবে; রহমানের নিকটে অতি প্রিয়; যেমনটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম।

৬. এক মিনিটে আপনি (لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ) (অর্থ- কোন উপায়-সামর্থ্য নেই, কোন শক্তি নেই আল্লাহ ছাড়া) ৪০ বারের বেশি পড়তে পারেন। এ বাক্যটির সওয়াব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন; যেমনটি বর্ণিত হয়েছে সহীহ বুখারী ও সহীহ মুসলিমে। একই ভাবে এটি কষ্টসাধ্য দায়িত্ব বহন ও কঠিন কাজসমূহ আঞ্জাম দেয়ার ক্ষেত্রে এক মহৌষধ

৭. এক মিনিটে আপনি (لاَ إِلَهَ إِلاَّ الله) (অর্থ- আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই) প্রায় ৫০ বার পড়তে পারেন। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। এটি কালিমায়ে তাইয়্যেবা (উত্তম বাণী) ও সুদৃঢ় বাক্য। যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য তিনি জান্নাতে প্রবেশ করবেন। এছাড়াও এর ফজিলত ও মর্যাদার ব্যাপারে আরও অনেক বর্ণনা রয়েছে।

৮. এক মিনিটে আপনি আল্লাহর কাছে ১০০ বারের বেশি ইসতিগফার বা ক্ষমা প্রার্থনা করতে পারেন তথা (أَسْتَغْفِرُ اللَّهَ) পড়তে পারেন। এর ফজিলত আপনার অজানা নয়। এটি ক্ষমা প্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায়। এটি সুখময় জীবন, শক্তি বৃদ্ধি, বিপদ-আপদ রোধ, সকল কাজ সহজীকরণ, বৃষ্টি বর্ষণ, সম্পদ ও সন্তানের বৃদ্ধি ইত্যাদির মাধ্যম।

৯. এক মিনিটে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর ৫০ বার দরূদ পাঠ করতে পারেন। শুধু পড়বেন “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”। এর প্রতিদানে আল্লাহ আপনার উপর ৫০০ বার সালাত (রহমত) পাঠাবেন। কারণ একবার দরুদ পাঠ করলে আল্লাহ ১০ বার এর প্রতিদান দেন।

১০. এক মিনিটের টেলিফোন যোগাযোগের মাধ্যমে আপনি ‘সিলাতুর রাহেম’ বা আত্মীয়তার সম্পর্ক রক্ষার আমল পালন করতে পারেন।

-মুফতী উমায়ের কোব্বাদী হাফি.

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُউচ্চারণ:হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি...
19/08/2025

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ

উচ্চারণ:হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির।

অর্থ:আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক;তিনিই উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী

  ❤️
27/09/2024

❤️

16/08/2024

আমি আপনি শয়তানের চেয়ে খারাপ নই!
____________________________________
❝আপনি যখন দু‘আ করবেন, মন থেকে দৃঢ়ভাবে দু‘আ করবেন। মনের মাঝে এমন একটা ভাব নিয়ে দু‘আ করুন যে, আল্লাহ তা‘আলা আপনার দু‘আকে কবুল করছেন।
এভাবে দু‘আ করবেন না যে, হে আল্লাহ! আপনি চাইলে আমাকে ক্ষমা করুন। বরং বলবেন, হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন। দৃঢ় বিশ্বাস রাখুন যে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন।
দ্বিধাগ্রস্ত হবেন না যে, আল্লাহ আপনার দু‘আ কবুল করবেন না। আল্লাহ তো ইবলিস শয়তানের দু‘আও কবুল করেছেন, আর তিনি আপনার আমার দু‘আ কবুল করবেন না, এটা কিভাবে হয়!? শয়তান দু‘আ করেছিল তাকে যেন পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হয়।
আল্লাহ তা‘আলা তাকে এ অবকাশ দিয়েছেন। যেমন পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,
قَالَ أَنظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ قَالَ إِنَّكَ مِنَ الْمُنظَرِينَ
“ইবলিস বললো, আমাকে ক্বিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে অবকাশ দেওয়া হলো”
(সূরা আ’রাফ, ৭:১৪-১৫)।
আমি আপনি শয়তানের চেয়ে খারাপ নই। আমরা যাই করি না কেন, আমরা শয়তানের চেয়ে খারাপ কাজ করি না। এমনকি যদি আমরা পাহাড় পরিমাণ গুনাহও করে থাকি। আল্লাহ যদি শয়তানের দু‘আ না ফিরিয়ে দেন, তাহলে কি তিনি আপনার আমার দু‘আ ফিরিয়ে দেবেন?❞
সোর্স : (দু‘আর মহিমা, পৃঃ ১১২)
সঞ্চায়ন : সালাহউদ্দীন আহমেদ শাহিন

Address

Comilla, Chittagong Division
Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Female outfit by Amatullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share