21/07/2025                                                                            
                                    
                                                                            
                                            আপনি যদি কখনও ধানমন্ডি ২৭ দিয়ে হেঁটে যান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অ্যাপার্টমেন্ট ভবনগুলোর মাঝে খুব বেশি পার্থক্য খুঁজে পাবেন না। সবগুলোই আধুনিক, ছিমছাম, শান্ত পরিবেশের মতোই মনে হবে। কিন্তু একটু খেয়াল করলেই একটি ভবনের দ্বিতীয় তলা যেন কেমন অচেনা, অদ্ভুত ঠেকে।
ওই তলার একটি ফ্ল্যাট—চিরকাল খালি।
জানালার পর্দা নেই, লাইট জ্বলে না, অথচ তাকালেই মনে হয়... কেউ যেন আপনাকে দেখছে।
একজন স্থানীয় বাসিন্দা, যিনি পাশের একটি স্কুলের শিক্ষার্থী, বলছিলেন—
"স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই মনে হতো, কেউ আমার দিকে তাকিয়ে আছে। মনে হতো, ওই খালি অ্যাপার্টমেন্টের জানালার আড়াল থেকে কেউ দেখছে আমাকে। ভয়ংকর একটা অনুভূতি হতো... যেন শরীর জমে যেত।"
স্থানীয়রা বলেন, বছর কয়েক আগে একজন নারী এই ফ্ল্যাটে থাকতেন। কারও সাথে তার তেমন মিশমিশ ছিল না। একদিন আচমকা তার আত্মহত্যার খবর ছড়ায়—এই ফ্ল্যাটেই, দ্বিতীয় তলার সেই কক্ষে।
এরপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা।
রাত গভীর হলে শোনা যায় দরজা খোলার শব্দ, অথচ কেউ নেই।
ভবনের নিরাপত্তাকর্মীরা মাঝেমধ্যে বলেন—রাতে আলো জ্বলে ওই ঘরে, আবার নিভেও যায়!
কেউ সাহস করে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকতেও চেয়েছেন, কিন্তু কেউই দুই সপ্তাহের বেশি টিকতে পারেননি।
তারা বলেন, ফ্ল্যাটে থাকলে মনে হয় কেউ ছায়ার মতো পেছনে দাঁড়িয়ে আছে। ঘুম আসে না, শান্তি থাকে না।
একটা ফ্ল্যাট, যা বাইরে থেকে খুব সাধারণ,
কিন্তু ভিতরে লুকিয়ে আছে এক নারীর তীব্র অতৃপ্তি, হাহাকার,
আর হয়তো কিছু… আরও ভয়ংকর।