Jony B Pronoy Family

Jony B Pronoy Family I love making video on daily life and music volg

জুবিন গার্গ এর শেষ যাত্রায় পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ মানুষের ঢল।অবিশ্বাস্য হলেও সত্য তিনি ভারতের ও আসামের মানুষের গর্ব।তার...
22/09/2025

জুবিন গার্গ এর শেষ যাত্রায় পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ মানুষের ঢল।
অবিশ্বাস্য হলেও সত্য তিনি ভারতের ও আসামের মানুষের গর্ব।
তার কাছে জাত,পাত,ধর্ম ও ভেদাভেদ ছিলো না তাই একটা সঙ্গীত শিল্পীর জন্য একটা বৃহৎ দেশের মানুষের ভালোবাসা ও শোকছায়া।

মৃত্যুর পর মানুষের শেষযাত্রায় মানুষের সর্ববৃহৎ মানুষের ঢল হওয়া ৪ নম্বরে জুবিন গার্গের স্থান।

১ম-মাইকেল জেকচন
২য়-বজা পোপ ফ্রান্সিস
৩য়-রানী এলিজাবেথ
৪র্থ-জুবিন গার্গ

এটাই হলো মনুষ্যত্বের বহিঃপ্রকাশ 🥰

আসাম যা করে দেখালো, তা অবিশ্বাস্য।কিন্তু কেনো তা জানেন জেনে নিন?👇একজন শিল্পীকে এভাবে এতটা ভালোবেসে বিদায় জানানো যায়!! পু...
21/09/2025

আসাম যা করে দেখালো, তা অবিশ্বাস্য।
কিন্তু কেনো তা জানেন জেনে নিন?
👇

একজন শিল্পীকে এভাবে এতটা ভালোবেসে বিদায় জানানো যায়!! পুরো আসাম নেমে এসেছে রাজপথে। পুরো আসাম কাঁদছে। কে বিজেপি, কে কংগ্রেস, কে হিন্দু কে মুসলিম কোনো ভেদাভেদ নেই। পৃথিবীর আর কোনো শিল্পী তার নিজের শহরে এতটা ভালোবাসা পেয়েছেন কিনা জানি না। কোনো গণনেতা কিংবা জননন্দিত মানুষের মৃত্যুতে পৃথিবীর কোনো শহর এভাবে পথে নেমেছে কিনা জানি না।

আসামের প্রতিটি রাজনৈতিক দল শোক জানিয়েছে।
শোক জানিয়েছে ক্রিকেট দল থেকে শুরু করে সব ধরনের সাংস্কৃতিক গোষ্ঠীও। এমন কি ব্যবসায়ীরা দোকারপাঠ বন্ধ করে শোক পালন করছে। আসাম সরকার রাষ্ট্রীয় শোক পালন করছে।। শেষকৃত্য না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে। ফুড ডেলিভারি সার্ভিস থেকে শুরু করে সব বন্ধ।

কফিন কাঁধে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী তাঁর গান গাইছেন। অসমের ডিজিপি নিজে রাস্তায় নেমে ভিড় সামলাচ্ছেন। পুলিশকর্মীরা কাঁদছেন জনগণের সঙ্গে। কিন্তু তিনি তো আমাদের শিল্পীদের মতো সরকারি শিল্পী ছিলেন না। বাংলাদেশে এক সরকার এসে আগের সরকারের শিল্পীদের কালো তালিকাভুক্ত করে নিজের একসেট শিল্পী সচল রাখেন।
জুবিন তেমন শিল্পী ছিলেন না। আসামে যখন ULFA ফতোয়া জারি করেছে হিন্দি গান গাওয়া যাবে না, তিনি মঞ্চে হিন্দি গান গেয়েছেন। জুবিন মদ খেয়ে মঞ্চে উঠতেন। হিসাব করে কথা বলতেন না। তিনি CAA ও NRC বিরোধী আন্দোলনে সব সময় সরব ভূমিকা পালন করেছেন। আমাদের শিল্পীদের মতো জনপ্রিয়তা হারানোর ভয় করে বসে থাকেননি। প্রয়োজনে সব সময় সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন। নানা সময়ে সরকারবিরোধী বক্তব্য রাখতে পিছপা হননি।

কিন্তু এটাই কি সব? সরকারের সমালোচনা করে থাকলে তার বিদায়ে সরকারি ভাবে কেনো এত আয়োজন? কেনো সব রাজনৈতিক ব্যানার একত্রিত হয়েছে শোক জানাতে?

আমি আসামের লেখক ফেসবুকবন্ধু Dr. Parinita Bora-কে জিজ্ঞেস করেছিলাম ওখানকার সেন্টিমেন্টটা।

তিনি জানালেন, জুবিন সমাজসেবক, মানবতাবাদী মানুষ ছিলেন। নিপীড়িত মানুষের পক্ষে এবং শাসক দলের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। অনাড়ম্বর জীবনযাপন করতেন। অভাবীদের সাহায্য করতেন। সকল বয়সী মানুষের জন্য গান গেয়েছিলেন। প্রকৃতি এবং প্রাণীদের প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা। ফিল্মফেয়ার এবং আইফা-এর মতো পুরষ্কার জিতেও খ্যাতির মোহে আসাম ছেড়ে যাননি। অসমিয়া সিনেমার সবচেয়ে খারাপ সময়েও তিনি অসমিয়া সিনেমার সুদিন ফিরিয়ে এনেছিলেন। রাজ্যের বিভিন্ন স্থানে গাছ লাগাতেন। দুর্ঘটনায় আহত পাখি, পশুপাখিদের বাড়িতে নিয়ে চিকিৎসা করতেন, আশ্রয় দিতেন।

আসামের লেখক samar deb জানালেন, ব্রাহ্মণ সন্তান হয়ে পৈতে ত্যাগ করেন। ধর্ম, জাতপাতের ঊর্ধ্বে ছিলেন। সমস্ত অমঙ্গলের বিরুদ্ধে ছিলেন সোচ্চার।
নেতা মন্ত্রী পুলিস ব্যবসায়ী কাউকে ছেড়ে কথা বলতেন না।

আমরা অনেকে তার ভক্ত হয়েছি "ইয়া আলী" শুনে। কেউ কেউ বাংলা গান "বোঝেনা সে বোঝেনা"দিয়ে তাকে চিনেছেন। আমি অহমিয়া ভাষায় পাপনের গান শুনতে গিয়ে জুবিনের "জোনাক জোনাক" গানটি পেয়ে যায়। এই গানটি আমি সবচেয়ে বেশি শুনেছি। কিন্তু তাকে চিনতাম না। জুবিন গর্গ না জুবিন নটিয়াল, সেটাও গুলিয়ে যেত। কিন্তু তাঁর মৃত্যু তাঁকে নতুন করে চেনালো। নতুন করে চিনলাম আসামের মানুষকে। আমাদের দেশে কোনো শিল্পী মারা গেলে চোর-ডাকাত-দুর্নীতিবাজ লোকজন মোরাল পুলিশিং শুরু করে। নিজের পাপের জায়গা হয় না কিন্তু প্রয়াত শিল্পীর জান্নাত জাহান্নাম নিয়ে ওয়াজ করতে থাকে। অন্যদিকে রাষ্ট্র ও রাষ্ট্রীয় বুদ্ধিজীবীরা সেই শিল্পী কতটা দলদাস ছিলেন সেই হিসাব করে শোককর্ম করেন। সম্প্রতি ফরিদা পারভীনের মতো জনপ্রিয় শিল্পীর মৃত্যু হলো, আমরা কি করেছি? রাষ্ট্র কি করেছে? আমরা পারি খালি বিভাজন সৃষ্টি করতে। চেতনার চোটে একদিন সবকিছু ভেসে যাচ্ছে, এখনও টের পাচ্ছি না আমরা।

যাই হোক, শিল্পী জুবিনের পাশাপাশি আসামের লোকজনের প্রতি ভালোবাসা জানাই। জুবিন নাকি বলেছিলেন তার মৃত্যুতে আসাম কাঁদবে সাতদিন ধরে। কিন্তু এতটা কাঁদবে, এভাবে কাঁদবে তা হয়তো তিনি নিজেও বোঝেননি। শিল্পীর বিদায় এভাবেই যাপন করা উচিত।

আজ থেকে দেবীপক্ষের সূচনা শুরু🙏সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা 🙏
21/09/2025

আজ থেকে দেবীপক্ষের সূচনা শুরু

🙏সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা 🙏

ওঁ দিব্যান্ লোকান স্বঃ গচ্ছতু।। প্রয়াত হয়েছেন ভারতের জন্যপ্রিয় গায়ক জুবিন গর্গসিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায়মাত্র ...
19/09/2025

ওঁ দিব্যান্ লোকান স্বঃ গচ্ছতু।।

প্রয়াত হয়েছেন ভারতের জন্যপ্রিয় গায়ক জুবিন গর্গ
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায়
মাত্র ৫২ বছর বয়সে থামলো প্রাণ!
কলকাতার দেব অভিনীত ও অন্যান্য
মুভির অনেক গান ওনার গলায় হিট হয়েছে।

আপনার বিদায়ী আত্মার মঙ্গল হোক।

আজ ২ মাস পূর্ন হলো তুই আমাদের ছেড়ে প্রবাশে চলে গেছিস অনেক মিস করি তোকে। তুই সবসময় সুস্থ থাক,কাজের ফাঁকে ও আনন্দে থাকার চ...
11/09/2025

আজ ২ মাস পূর্ন হলো তুই আমাদের ছেড়ে প্রবাশে চলে গেছিস অনেক মিস করি তোকে। তুই সবসময় সুস্থ থাক,কাজের ফাঁকে ও আনন্দে থাকার চেষ্টা করিস, হাসিখুশি থাকার চেষ্টা করিস। তোর দুষ্টামি গুলো আর মজার কথাগুলো অনেক মিস করি।
Joy Bhowmik ❤️

11/09/2025

ঠান্ডাজনিত সমস্যার কারনে গানের ভিডিও বানাতে পারছি না। তাই আন্তরিক ভাবে দুঃখীত।

মেঘে মেঘে আকাশ
05/09/2025

মেঘে মেঘে আকাশ

GOATMessi is lucy manMessi is best world  football player Always love you my dream leo messi
05/09/2025

GOAT

Messi is lucy man
Messi is best world football player
Always love you my dream leo messi

আজ এক সুন্দর স্বর্নালী সন্ধ্যা দেখলামপৃথিবী সুন্দর সৃষ্টি সুন্দর প্রকৃতি সুন্দর
03/09/2025

আজ এক সুন্দর স্বর্নালী সন্ধ্যা দেখলাম
পৃথিবী সুন্দর সৃষ্টি সুন্দর প্রকৃতি সুন্দর

Address

Mahichial, Chandina
Comilla
3510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jony B Pronoy Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share