
08/09/2025
কাঁদাইস না রে জীবন,
আমারে শান্তনা দেওয়ার মতো কেউ নাই..!
আজকাল মনে হয়, আমি একা একটা যুদ্ধে নেমেছি। চারপাশে মানুষ আছে ঠিকই, কিন্তু কেউ নেই যে আমার ভাঙা হৃদয়ের শব্দ শুনবে। সবাই ব্যস্ত নিজেদের দুঃখ-সুখ নিয়ে, কেউ থেমে বলে না—"শোন, সব ঠিক হয়ে যাবে।"
কখনও মনে হয় আমি শক্ত, আমি পারবো। আবার পরের মুহূর্তেই বুকের ভেতর ভেঙে পড়ি। জীবনের কষ্টগুলো এত ভারী হয়ে যায় যে, বহন করা অসম্ভব লাগে। অথচ দেখ, হাসি মুখে চলতে হয় প্রতিদিন, কারণ পৃথিবী কখনোই আমাদের কান্না দেখতে চায় না।
মানুষ ভাবে আমি হয়তো সুখী, কারণ আমি লুকিয়ে রাখি সব দুঃখ। আসলে আমি শুধু অভিনয় করি। নিজের কষ্ট কাউকে জানালে হয়তো একটু হালকা লাগত, কিন্তু সেই “কেউ” তো আর নেই। বন্ধু আছে, আত্মীয় আছে, প্রিয় মানুষও হয়তো আছে, কিন্তু আমার কান্নার জায়গাটা কারও সাথে ভাগ করার মতো নিরাপদ লাগে না।
কখনও রাতের নীরবতায় মনে হয়, যদি এমন একজন থাকত যে বলত—"তুই একা না, আমি আছি," তাহলে হয়তো এতটা ভাঙতাম না। কিন্তু জীবন এমনই, এখানে শান্তনার চেয়ে আঘাতই বেশি পাওয়া যায়।
তবুও বেঁচে থাকতে হয়, আশা বুকে বেঁধে চলতে হয়। কে জানে, হয়তো একদিন সেই মানুষটা সত্যিই আসবে, যে আমার অশ্রুগুলো মুছে দিয়ে বলবে—"কাঁদিস না রে, আমি তো আছি।"