Mohammad Sumon

Mohammad Sumon I am a video creator. I love making video. Please do follow my page.

সুখ-দুঃখ,হাসি-কান্না,আনন্দ-বেদনা নিয়েই মানুষের জীবন....জীবনের গল্প পড়তে চাইলে,যুক্ত থাকুন এই পেজে।
লাইক -Comment-সেয়ার- করে আমাদের পেজ এ একটিভ থাকুন ! পরের পোস্ট টি দেখার জন্য - #$ # এডমিন-এম.এস.সুমন #$ #

কাঁদাইস না রে জীবন, আমারে শান্তনা দেওয়ার মতো কেউ নাই..!আজকাল মনে হয়, আমি একা একটা যুদ্ধে নেমেছি। চারপাশে মানুষ আছে ঠিক...
08/09/2025

কাঁদাইস না রে জীবন,
আমারে শান্তনা দেওয়ার মতো কেউ নাই..!

আজকাল মনে হয়, আমি একা একটা যুদ্ধে নেমেছি। চারপাশে মানুষ আছে ঠিকই, কিন্তু কেউ নেই যে আমার ভাঙা হৃদয়ের শব্দ শুনবে। সবাই ব্যস্ত নিজেদের দুঃখ-সুখ নিয়ে, কেউ থেমে বলে না—"শোন, সব ঠিক হয়ে যাবে।"

কখনও মনে হয় আমি শক্ত, আমি পারবো। আবার পরের মুহূর্তেই বুকের ভেতর ভেঙে পড়ি। জীবনের কষ্টগুলো এত ভারী হয়ে যায় যে, বহন করা অসম্ভব লাগে। অথচ দেখ, হাসি মুখে চলতে হয় প্রতিদিন, কারণ পৃথিবী কখনোই আমাদের কান্না দেখতে চায় না।

মানুষ ভাবে আমি হয়তো সুখী, কারণ আমি লুকিয়ে রাখি সব দুঃখ। আসলে আমি শুধু অভিনয় করি। নিজের কষ্ট কাউকে জানালে হয়তো একটু হালকা লাগত, কিন্তু সেই “কেউ” তো আর নেই। বন্ধু আছে, আত্মীয় আছে, প্রিয় মানুষও হয়তো আছে, কিন্তু আমার কান্নার জায়গাটা কারও সাথে ভাগ করার মতো নিরাপদ লাগে না।

কখনও রাতের নীরবতায় মনে হয়, যদি এমন একজন থাকত যে বলত—"তুই একা না, আমি আছি," তাহলে হয়তো এতটা ভাঙতাম না। কিন্তু জীবন এমনই, এখানে শান্তনার চেয়ে আঘাতই বেশি পাওয়া যায়।

তবুও বেঁচে থাকতে হয়, আশা বুকে বেঁধে চলতে হয়। কে জানে, হয়তো একদিন সেই মানুষটা সত্যিই আসবে, যে আমার অশ্রুগুলো মুছে দিয়ে বলবে—"কাঁদিস না রে, আমি তো আছি।"

29/08/2025
বেঈমান কখনো অনুতপ্ত হয় না যাঁরা স্বার্থপর তাঁরা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধা'বাদি যাঁরা তারা কখনো আপন হয় না....
29/08/2025

বেঈমান কখনো অনুতপ্ত হয় না
যাঁরা স্বার্থপর তাঁরা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধা'বাদি যাঁরা তারা কখনো আপন হয় না.....!!

এটাই বাস্তব!!
28/08/2025

এটাই বাস্তব!!

27/08/2025

অনেকেরই সাইলেন্ট ডিভোর্স হচ্ছে- পেপারএ সাইন হয় না ! কিন্তু শারীরিক, মানসিক, কোনো সম্পর্কও থাকে না। শুধু থাকে এক ঘরে, আর সবই ভিন্ন🥲🥲

23/08/2025
23/08/2025
23/08/2025
23/08/2025

Address

Barura, Cumilla , Bangladesh
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Sumon:

Share