23/04/2025
(১) #আবুল কিন্তু যে কেউ হতে পারে! 😛
(২) #শেয়ারে বা টেক্সট কপি করে নতুনভাবে লিখলে অনুমতি প্রয়োজন নাই!! 😊
🙄🤔🙄🤔🙄🤔🙄🤔🙄🤔
রাতে স্ত্রীর সাথে খুনসুটি ও #রোমান্স করে ভালো সময় কাটালো আবুল। পরের দিন খুশি খুশি ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী হাউমাউ করে কাঁদছে! দেখে আবুলের মায়া হলো।
সে স্ত্রীর মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলো, কী হয়েছে ?
স্ত্রী আবার হাউমাউ করে উচ্চস্বরে কিছুক্ষণ কেঁদে বললো, বাসায় পুলিশ এসেছে!
- কেন ?
স্ত্রী আবুলের দিকে তাকিয়ে বললো, তোমাকে ধরে নিতে এসেছে!
আবুল চোখ বড় বড় করে তাকিয়ে আছে স্ত্রীর দিকে ।
স্ত্রী আর কিছু বলার আগেই পুলিশ সদস্য ঘরে ঢুকে বললো, আবুল সাহেব, চলুন আমাদের সাথে! আপনার নামে কমপ্লেইন আছে! ভয়াবহ কমপ্লেইন! রেই **প কেইস!!!!
i
লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা... 😳 কী বলেন এসব?
পুলিশ অফিসার গম্ভীর মুখে বললো, আপনার স্ত্রী গত দু'দিন আগে আপনার নামে কমপ্লেইন করেছেন। তিনি মেরিটাল রেই*পের শিকার!
আবুল হা 😳 করে তাকাল স্ত্রীর দিকে! স্ত্রীর কোন চ্যাত-ব্যত নাই। সে সুর করে কেঁদেই যাচ্ছে।
আবুলের আউলা লাগছে । দু'দিন আগে তার স্ত্রীর রান্না করা শিং মাছের ঝোল খেয়ে সে মুখ ফসকে মায়ের রান্না করা শিং মাছের ঝোলের প্রশংসা করে ফেলেছিল। এই নিয়ে রাতে একটা ফাটাফাটি ঝগড়া হয় দু'জনের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী আবুলকে কুকুর ছানার সাথে তুলনা করায় সে গম্ভীর মুখে বলেছিলো, এমন ব্যবহার করলে তোমাকে উচিত শিক্ষা দেবো। আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবো। এরপর তুমি রাস্তায় রাস্তায় ঘুরবা। তার স্ত্রী হুংকার দিয়ে বলেছিলো, তুই আমাকে কী উচিত শিক্ষা দিবি, **-এর বাচ্চা, তোকে কিভাবে সোজা করতে হয় সেটা আমি জানি।
এই ঝগড়ার পর গত রাতে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। দু'জনে খুব সুন্দর একান্তে সময় কাটিয়েছে একসাথে। এর মধ্যে যে ভদ্রমহিলা এই কাজ করবে সে ভাবতে পারেনি।
আবুল মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে! ইদানিং পুঁটি মাছ কাটা-কুটি নিয়ে স্বামী-স্ত্রী একজন আরেকজনকে খু **ন করে । সেই তুলনায় তো জেল হাজত কিছুই না! নস্যি!
আবুল আবারও দুই হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করে! এরপর পুলিশের সাথে ঘর থেকে বের হয়ে আসে।
তিনদিন জেল খাটার পর আবুলের স্ত্রী নিজে গিয়ে আবুলকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। বাসায় এনে সেবা-যত্ন করে অভিমান মেশানো আদুরে গলায় বলে, "লক্ষী সোনা, আমার ময়না পাখি বাবুটা, এরকমটা আর কক্ষনো করবে না তো আমার সাথে?
আবুল হাসি মুখে জিভে 👅 কামড় দিয়ে না-সূচক মাথা নাড়ে।
স্ত্রী আহ্লাদে গদগদ হয়ে 'তা তা থৈ থৈ' নাচতে থাকে!
এখন আবুলের সুখের সংসার চলছে। আবুল আর স্ত্রীর ওপর খুব একটা কথা বলে না। মন একান্তই খুব বিক্ষিপ্ত হলে নিজেকে অত্যাচারিত মনে হলে, আবুল এখন চলে যায় সদ্য শ্রমিক-সার্টিফায়েড মেয়েগুলোর কাছে। তারা ইদানিং ভালো সার্ভিস দেয় আবুলকে।
আমাদের দেশ এগিয়ে যায়। আধুনিকতার কাশ ফুলের নরম ছোঁয়ায় আরও এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ।
#ফুটনোট : এটা একটা গল্প মাত্র! বাস্তবের সাথে মিল খোঁজার চেষ্টা পাঠকের মানসিক দৈন্য ছাড়া কিছুই না! 🤣
#গল্পের বিষয় : নারীবিষয়ক সংস্কার কমিশন, আবহমান বাংলাদেশের সামাজিক রীতিনীতি ও আধুনিক বাংলাদেশ কোন পথে?
#মূল_টেক্সট:
©Ahmed Hasan Talha ( ঈষৎ রূপান্তরিত) 🤪