Dr M Arif Murshed Khan - an open book

Dr M Arif Murshed Khan - an open book I'm a Bangladesh govt official & a specialist ENT & Head-Neck surgeon. Video creator.Writer. Speaker.
(1)

28/04/2025

তাই বলে ময়ুখকে এভাবে ঝাড়ুপেটা করা‼️⁉️
না, না, একদমই মানতে পারলাম না!!! 😜
এইডা কিছু হইলো⁉️ 🙄

26/04/2025

তুই পাগল, তোর মনও পাগল
পাগল, পাগল, করিস না!
পাগল ছাড়া দুনিয়া চলে না!
ও হায়রে! পাগল ছাড়া দুনিয়া চলে না!!!
#বাংলাদেশভারতসম্পর্ক

25/04/2025

terror attack নিয়ে ভারতীয় সেনা কর্মকর্তা অশোক কুমার বলছেন,
"জনগণকে যা দেখানো হয়েছে, তা আসল সত্য নয়!...

দেখো বাচ্চারা!তোমরা পরীক্ষা দিতে ভয় পাও... আর তোমাদের বস, আমাদের প্রিয় উপদেষ্টা কেমন পরীক্ষা দিচ্ছে, মাশা আল্লাহ! যে কবি...
25/04/2025

দেখো বাচ্চারা!
তোমরা পরীক্ষা দিতে ভয় পাও... আর তোমাদের বস, আমাদের প্রিয় উপদেষ্টা কেমন পরীক্ষা দিচ্ছে, মাশা আল্লাহ!
যে কবি কইছিলো, "ছাত্রজীবন সুখের জীবন/ যদি না থাকে এক্সামিনেশন" - তারে পাইলে পিডাইতে মন চাইতো!! 🤪

#পরীক্ষা

23/04/2025

(১) #আবুল কিন্তু যে কেউ হতে পারে! 😛
(২) #শেয়ারে বা টেক্সট কপি করে নতুনভাবে লিখলে অনুমতি প্রয়োজন নাই!! 😊
🙄🤔🙄🤔🙄🤔🙄🤔🙄🤔

রাতে স্ত্রীর সাথে খুনসুটি ও #রোমান্স করে ভালো সময় কাটালো আবুল। পরের দিন খুশি খুশি ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী হাউমাউ করে কাঁদছে! দেখে আবুলের মায়া হলো।
সে স্ত্রীর মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলো, কী হয়েছে ?
স্ত্রী আবার হাউমাউ করে উচ্চস্বরে কিছুক্ষণ কেঁদে বললো, বাসায় পুলিশ এসেছে!

- কেন ?

স্ত্রী আবুলের দিকে তাকিয়ে বললো, তোমাকে ধরে নিতে এসেছে!

আবুল চোখ বড় বড় করে তাকিয়ে আছে স্ত্রীর দিকে ।
স্ত্রী আর কিছু বলার আগেই পুলিশ সদস্য ঘরে ঢুকে বললো, আবুল সাহেব, চলুন আমাদের সাথে! আপনার নামে কমপ্লেইন আছে! ভয়াবহ কমপ্লেইন! রেই **প কেইস!!!!
i
লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা... 😳 কী বলেন এসব?
পুলিশ অফিসার গম্ভীর মুখে বললো, আপনার স্ত্রী গত দু'দিন আগে আপনার নামে কমপ্লেইন করেছেন। তিনি মেরিটাল রেই*পের শিকার!
আবুল হা 😳 করে তাকাল স্ত্রীর দিকে! স্ত্রীর কোন চ্যাত-ব্যত নাই। সে সুর করে কেঁদেই যাচ্ছে।
আবুলের আউলা লাগছে । দু'দিন আগে তার স্ত্রীর রান্না করা শিং মাছের ঝোল খেয়ে সে মুখ ফসকে মায়ের রান্না করা শিং মাছের ঝোলের প্রশংসা করে ফেলেছিল। এই নিয়ে রাতে একটা ফাটাফাটি ঝগড়া হয় দু'জনের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী আবুলকে কুকুর ছানার সাথে তুলনা করায় সে গম্ভীর মুখে বলেছিলো, এমন ব্যবহার করলে তোমাকে উচিত শিক্ষা দেবো। আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবো। এরপর তুমি রাস্তায় রাস্তায় ঘুরবা। তার স্ত্রী হুংকার দিয়ে বলেছিলো, তুই আমাকে কী উচিত শিক্ষা দিবি, **-এর বাচ্চা, তোকে কিভাবে সোজা করতে হয় সেটা আমি জানি।

এই ঝগড়ার পর গত রাতে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। দু'জনে খুব সুন্দর একান্তে সময় কাটিয়েছে একসাথে। এর মধ্যে যে ভদ্রমহিলা এই কাজ করবে সে ভাবতে পারেনি।
আবুল মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে! ইদানিং পুঁটি মাছ কাটা-কুটি নিয়ে স্বামী-স্ত্রী একজন আরেকজনকে খু **ন করে । সেই তুলনায় তো জেল হাজত কিছুই না! নস্যি!

আবুল আবারও দুই হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করে! এরপর পুলিশের সাথে ঘর থেকে বের হয়ে আসে।

তিনদিন জেল খাটার পর আবুলের স্ত্রী নিজে গিয়ে আবুলকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। বাসায় এনে সেবা-যত্ন করে অভিমান মেশানো আদুরে গলায় বলে, "লক্ষী সোনা, আমার ময়না পাখি বাবুটা, এরকমটা আর কক্ষনো করবে না তো আমার সাথে?

আবুল হাসি মুখে জিভে 👅 কামড় দিয়ে না-সূচক মাথা নাড়ে।
স্ত্রী আহ্লাদে গদগদ হয়ে 'তা তা থৈ থৈ' নাচতে থাকে!

এখন আবুলের সুখের সংসার চলছে। আবুল আর স্ত্রীর ওপর খুব একটা কথা বলে না। মন একান্তই খুব বিক্ষিপ্ত হলে নিজেকে অত্যাচারিত মনে হলে, আবুল এখন চলে যায় সদ্য শ্রমিক-সার্টিফায়েড মেয়েগুলোর কাছে। তারা ইদানিং ভালো সার্ভিস দেয় আবুলকে।
আমাদের দেশ এগিয়ে যায়। আধুনিকতার কাশ ফুলের নরম ছোঁয়ায় আরও এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ।
#ফুটনোট : এটা একটা গল্প মাত্র! বাস্তবের সাথে মিল খোঁজার চেষ্টা পাঠকের মানসিক দৈন্য ছাড়া কিছুই না! 🤣
#গল্পের বিষয় : নারীবিষয়ক সংস্কার কমিশন, আবহমান বাংলাদেশের সামাজিক রীতিনীতি ও আধুনিক বাংলাদেশ কোন পথে?
#মূল_টেক্সট:
©Ahmed Hasan Talha ( ঈষৎ রূপান্তরিত) 🤪

21/04/2025

প্রথম আলো, ডেইলি স্টারের সমস্যা কী রে ভাই?
[ Well, লাইভের সুবিধা-অসুবিধা দু'টো আছে! সাধারণ ভিডিওতে অনর্গল কথা বলে গেলেও মানুষ ভাবে "হয়তো এডিট করা"; যেটা লাইভে সুযোগ নেই! তবে কমেন্ট করতে, অন্য কমেন্টকারীর লেখা পড়তে আবার কিছুটা অসুবিধা হয়!
আমার এই ছোট্ট লাইভটা ছিলো Prothom Alo, The Daily Star নিয়া... যদিও পরে শুনলাম, এরা মাফটাফ চাইলেও Santosh Sharma এর Kalbela আর Ajker Patrika নাকি এখনো "সেই সুনিশ্চিত হত্যাকাণ্ডের নিউজ" প্রত্যাহার করে নাই!!! 🤣😛
On a highly serious note, এসব পত্রিকাগুলোর এজেন্ডা কী?
এদের editorial principles কী?
আর এদিকে ভারতের Ministry of External Affairs, Government of India আর গোদী মিডিয়ার সমস্যা কী?
✅✅✅✅, আচ্ছা, এদের ব্যাপারে তথ্য মন্ত্রণালয় থেকে Mahfuj Alam -রা কিছু জানতে চেয়েছে??!!]

19/04/2025

আচ্ছা, কোন মানে হয় এসবের!
কী রে ভাই, এগুলা কী? 😜🤣
#প্রভাবশালী #টাইম

Ehasan Khan, তোমাকে আগেই কইছিলাম, আমি প্রেসিডেন্ট হই, তুমি পিএম হও!তুমি আমার কথা রাখলা না! তুমি রাখলা ভুট্টো সাহেবের কথা...
15/04/2025

Ehasan Khan, তোমাকে আগেই কইছিলাম, আমি প্রেসিডেন্ট হই, তুমি পিএম হও!
তুমি আমার কথা রাখলা না! তুমি রাখলা ভুট্টো সাহেবের কথা - চিন্তা করতে করতেই দেরি করে ফেললা!
এখন ঠেলা সামলাও!
কী আর করবা?
এখন এলজিআরডি বা স্বাস্থ্য মন্ত্রণালয় নও, আর কী করবা? 🙄 জনপ্রশাসন বা স্বরাষ্ট্রও খারাপ না, নিতে পারো!
ঈর্ষনীয় জনপ্রিয় খাইরুল দেওয়ান ভাই যেহেতু প্রধানমন্ত্রী হতেই চাচ্ছেন, তোমার কিন্তু পিএম হবার সম্ভাবিলিটি তেমন দেখি না!
🙄😜
Arif Murshed Khan

11/04/2025

বেদনার নীল দংশন... 😥
#ফিলিস্তিন

11/04/2025

যে পেশায় (৯৮% ক্ষেত্রে) আয়ের উৎস নিয়ে কোন চিন্তা করতে হয় না!! 🤣😜
#রাজনীতি #পেশা

11/04/2025

কিচ্ছু বলার নাই... 🙄
#স্বাস্থ্য

09/04/2025

"অনলাইন জুয়া"
------------------
যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করলে মানুষকে সর্বস্বান্ত করা যায়, যুবসমাজকে নিঃশেষ করে দেয়া যায়, মা-বাবার চোখের পানিতে বন্যা বইয়ে দেয়া যায়, সেসব প্রোডাক্ট প্রমোশনের ব্যাপারে আমাদের শোবিজ তারকারা একদম সিদ্ধহস্ত!
Kallol Mustafa যেমন লিখেছেন:
[ কপি]

শিশু অধিকার না, প্রাণী অধিকার না, পরিবেশ রক্ষা না, যুদ্ধবিরোধীতাও না। বাংলাদেশের অনেক সেলিব্রেটির কাজ হলো অনলাইন জুয়ার প্রচারণা করে মানুষকে সর্বস্বান্ত হতে উৎসাহিত করা।

আজকের প্রথম আলোয় প্রকাশিত সংবাদ অনুসারে, মডেল ও আইনজীবি পিয়া জান্নাতুল তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘বাবু ৮৮’ ও ‘ভাগ্য’ নামের দুটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের প্রচারণা চালিয়েছেন।

চিত্রনায়িকা শবনম বুবলী ‘মেগা ক্রিকেট ওয়ার্ল্ড’ নামের একটি জুয়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করেছেন।

অভিনয়শিল্পী সামিরা খান মাহি ‘বাবু ৮৮’ নামের অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন।

ক্রিকেট ঘিরে অনলাইন জুয়ার প্রচার-প্রচারণায় ক্রিকেটার সাকিব আল হাসানের নাম একাধিকবার এসেছে। গত মার্চেও সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘ওয়ানএক্সবেট’ নামের অনলাইন জুয়ার প্রচারণা চালান।

এ ছাড়া অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহিসহ দেশের শীর্ষ অনেক তারকা বিভিন্ন সময় অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন।

বাংলাদেশের আইনে জুয়া নিষিদ্ধ। অনলাইনে জুয়ার প্রচারণার জন্য পুলিশ কয়েকজন ইউটিবারকে গ্রেফতার করলেও জুয়ার প্রচারণার অপারধে শোবিজ তারাকাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায় না।
[ শেষ]

The same person, Chief Adviser GOB  Prof Dr Muhammad Yunus with Indian Prime minister Narendra Modi  in similar colour a...
04/04/2025

The same person, Chief Adviser GOB Prof Dr Muhammad Yunus with Indian Prime minister Narendra Modi in similar colour and design dress across a period of 11 years!

১১ বছর আগে পরে তিনটি অনুষ্ঠানে একই ডিজাইনের একই ধরনের পোশাকে আমাদের প্রধান উপদেষ্টা! ❣️🌺✅💯

04/04/2025

কুমিল্লা মাতৃভাণ্ডারের সামনে দীর্ঘ লাইন...

02/04/2025

আরে, আরে, আরে, স্বর্ণালী! করে কী!
#ইউসুফ সরকারকে তাইলে #চরম #মূল্যই দিতে হবে দেখছি! 😜🤣
#রাজনীতি

01/04/2025

Well, আমরা যদি সত্যিকারের সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতির উৎকর্ষ চাই, তবে সবার আগে আমাদের সাধারণ মানুষের উচিত হবে, নিজ নিজ সমর্থিত / পছন্দের দলের ( আপনি যে দলেরই সমর্থক হোন না কেন) নেতাকে "দেবতার আসনে বসানো, দেবতা বানানো" বন্ধ ❌ করে রক্ত-মাংসের মানুষ ✅ হিসাবে বিবেচনা করা!
ভাবুনতো, হাসিনার সীমা ছাড়ানো ভুলগুলো দলের লোকজন শুধু দলীয় ফোরামেও সবাই একজোট হয়ে বলতো, তাহলে কী এতো রক্ত ক্ষয়ের দরকার হতো?
আরে ভাই, কোন ফেরেশতা (Angel) বা শয়তান (Devil) কী বাংলাদেশ বা পৃথিবীর কোন দেশ চালায়? কখনোই না!
দেশ চালায় মানুষ আর To Err is Human, অর্থাৎ মানুষ মাত্রই ভুল!
আমাদের জনগণের কাজ হবে, নিজ নিজ নেতাকে ফেরেশতা বা দেবতার আসনে না বসিয়ে মানুষ হিসাবে তাদের "ভালোকে ভালো আর মন্দকে মন্দ" বলা! নিজ দলের নেতার ভুল/ মন্দ কাজের জন্য শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে সমালোচনা করা!

নিজ দলের নেতার ভুলের সমালোচনা যদি করতে না পারি, তবে কিসের গণতন্ত্র?

সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা! 🌺🌙🌹
#রাজনীতি #বাংলাদেশেররাজনীতি #জনতা #নেতা #ঈদ #মানুষ #ভুল

Address

The Oasis, Ispahani Colony, Moghbazar, Ramna, Dhaka. , "Greenwood Valley", Jhawtala, Cumilla
Comilla

Opening Hours

Monday 15:00 - 19:00
Tuesday 15:00 - 19:00
Wednesday 15:00 - 19:00
Thursday 15:00 - 19:00
Saturday 15:00 - 19:00
Sunday 15:00 - 19:00

Telephone

+8801795549527

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr M Arif Murshed Khan - an open book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr M Arif Murshed Khan - an open book:

Share