চরপার্বতী কোম্পানীগঞ্জ

চরপার্বতী কোম্পানীগঞ্জ ২নং চরপার্বতী,কোম্পানীগঞ্জ,নোয়াখালী।আপডেট পেতে পেজটি ফলো দিয়ে রাখুন।

কােম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি করায় গ্রেপ্তার ২নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসী...
06/04/2025

কােম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি করায় গ্রেপ্তার ২

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ আরিফ (২১) ও একই এলাকার শাখাওয়াত হোসেন আকাশ (২৫)।

এর আগে গত শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী ৫ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন, চরপার্বতী ৭ নম্বর ওয়ার্ডের মো.রাকিব (২২), ৯ নম্বর ওয়ার্ডের মো.নয়ন (১৯), একই এলাকার নয়ন (১৯)।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ওই প্রবাসীর স্ত্রীকে হয়রানি ও কুরুচিপূর্ণ কথা বলে আসছিল অভিযুক্তরা। গত সোমবার রাতে ভুক্তভোগী নিজের ঘরে অবস্থান করে নিজের শরীরে এলার্জির ঔষধ লাগাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা ঘরের টিনের চালের ফাঁক দিয়ে মুঠোফোনে অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে গত মঙ্গলবার সকালে ওই নারীকে ধারণ করা ভিডিও দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা।

ভুক্তভোগী স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ নিয়ে গেলে তিনি ওই নারীকে পর্নোগ্রাফি আইনে মামলা করার পরামর্শ দেন। পরে ভুক্তভোগী কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও আকাশকে গ্রেপ্তার করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে বলেন, ‌‘অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চরপার্বতীর তিন বলদ।গুজব শেয়ারে সবার শীর্ষ বলদ।হাঁচা মিচা যাচাই বাচাই না করেই  সামনে যা পায় তাই শেয়ার করে নিজেদের আওয়ামি ...
29/03/2025

চরপার্বতীর তিন বলদ।গুজব শেয়ারে সবার শীর্ষ বলদ।হাঁচা মিচা যাচাই বাচাই না করেই সামনে যা পায় তাই শেয়ার করে নিজেদের আওয়ামি বলদ হিসেবে সীকৃতি প্রাপ্ত হয়েছে।চিনে রাখুন বলদ গুলোকে।

24/03/2025

একটা ইউনিয়নে ১৪০০ ভিজিএফ কার্ড ইস্যু হয়।সেখান থেকে খায় খায় পার্টি ৭০% তাদের দিতে হবে বলে দাবি করলে তারা মোট কতটি কার্ড পাবে?
(পরবর্তি বিসিএস পরীক্ষার প্রশ্ন)

গত ১৫ বছর তার প্রিয় অভিবাবকের পিছনে পিছনে ঘুরছিলো।নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধনের কথা বলছে।কিন্তু তার দল আবার আসুক ...
31/12/2024

গত ১৫ বছর তার প্রিয় অভিবাবকের পিছনে পিছনে ঘুরছিলো।নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধনের কথা বলছে।কিন্তু তার দল আবার আসুক দেখবেন সে সেইম ভাবেই ফিরে আসবে।তার বাপ চাচারাও একই ভাবে বলতো।কিন্তু কখনো নিজেদের শোধরায়নি।বর্তমানে যারা কাজ কাম না করে প্রিয় অভিবাবকের পিছনে ঘুরতেছো তারা শিক্ষা নিতে পারো।

10/11/2024

এর আগেও প্রিয় অভিভাবক,প্রিয় অভিভাবক বলে চামচা পার্টিরা মুখে ফেনা তুলেছিল।চরপার্বতীর সে অভিভাবক এখন পলাতক।চরপার্বতীতে নতুন করে দেখছি প্রিয় অভিভাবকের জন্ম হয়েছে।অনেকেই অভিভাবককে ট্যাগ করে পোষ্ট করতে দেখা যাচ্ছে।আগের অভিভাবকও জনতা বাজারের ছিল।নতুন অভিভাবক আত্ম অহংকারে ভুগছে।গত ১৫ বছর কোন দিন মাঠে নামতে দেখিনি।আগের অভিভাবকের মত যেন পালাইতে না হয়।

30/12/2023

ভোট দিতে না গেলে বয়স্ক ভাতা,বিধবা ভাতার কার্ড বাতিলের হুমকি দিলেন ওবায়দুল কাদেরের ভাগিনা মঞ্জু।তিনি আজ চরপার্বতীর ৬নং ওয়ার্ডে আওয়ামিলীগ আয়োজিত উঠান বৈঠকে এ কথা বলেন।

চরপার্বতী মেহেরুন্নেছা হাইস্কুল।কি হবে এমন সুন্দর বিল্ডিংয়ের স্কুল দিয়ে।যদি ছাত্ররা পাশ না করে।স্কুলটির সভাপতি মাহবুবুর ...
29/07/2023

চরপার্বতী মেহেরুন্নেছা হাইস্কুল।
কি হবে এমন সুন্দর বিল্ডিংয়ের স্কুল দিয়ে।যদি ছাত্ররা পাশ না করে।
স্কুলটির সভাপতি মাহবুবুর রশিদ মঞ্জু,যিনি কোন দিনই স্কুল ছাত্র ছাত্রীদের পড়ালেখার খোঁজ নিতে আসেননি।উনাকে দেখা গিয়েছিল ইউপি নির্বাচনে।দলিয় প্রোগ্রামের বাইরে তিনি কোন দিনই স্কুলের খোঁজ নেননি।নিজ থেকে স্কুলের বিদ্যাউৎসাহী হলেন আফ্রিকা প্রবাসী মিষ্টার।যিনি নিজেই স্কুলের গন্ডি পার হননি।এবার এমন ভরাডুবি রেজাল্টের জন্য এই মিষ্টারই অনেকাংশে দায়ী বলে মনে করছেন অনেকেই।অভিভাবকদের সতর্ক করে আমরা গত বছর আগষ্ট মাসে একটি পোষ্ট করেছিলাম।গত বছর বেশির ভাগ সময় স্কুলের মধ্যে দলিয় প্রোগ্রাম হতো।ক্লাশ শেষে আবার কোনো সময় ক্লাশ বাদ দিয়ে এসব ছাত্রদের প্রোগ্রামে বসতে বাধ্য করতো।ছাত্রদের মধ্যে অপ রাজনীতির বীজ ডুকিয়ে দিয়ে পড়ালেখার চরম ক্ষতি করেছে তারা।স্কুল কর্তৃপক্ষ কোনদিনই এসবে বাধা দেননি।ফলাফল ৬০জন পরীক্ষার্থীর মধ্যে ৪১জনই ফেল।তাই শিক্ষাকে বাঁচাতে,উঠতি তরুনদের শিক্ষার মধ্যে রাখতে স্কুলের মধ্যে এসব দলিয় প্রোগ্রাম থেকে ছাত্রদের দুরে রাখার আহবান থাকবে।যারা স্কুলের গন্ডি পার হয়নি সেসব দলিয় নেতা খেতা যেন ছাত্রদের দিয়ে কোন প্রোগ্রাম না করতে পারে সে দিকে স্কুল কর্তৃপক্ষ খেয়াল রাখা উচিত।নতুন প্রজন্মকে বাঁচাতে স্কুলকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার চেষ্টা করুন

05/07/2023

আওয়ামীলীগ নেতার নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষন।

04/07/2023

কে সেই বড় ভাই?এমন প্রশ্ন এখন চরপার্বতীর সবার মুখে মুখে।চরপার্বতীর ৫নং ওয়ার্ডের বিএনপি কর্মি মিস্টার বাবুলের করা লাইভ থেকে জানা যায় বড় ভাইয়ের ইন্ধনে রাজনৈতিক সব হামলা মামলা হচ্ছে।বাবুল নিজেই এই হামলা মামলার কবলে পড়েছেন।তাই লাইভে এসে সে বড় ভাইয়ের ব্যাপারে অনেক কিছু বলে গেলেন বটে কিন্তু নাম বলেননি বড় ভাইয়ের।এ ব্যাপারে অনুসন্ধান করে জানা যায় এই বড় ভাই হচ্ছেন চরপার্বতীর সাবেক চেয়ারম্যান।ঈদের চতুর্থ দিন ৫নং ওয়ার্ড জনতা বাজারের প্রবাসী এক বিএনপি কর্মিকে বেদম প্রহার করে আওয়ামিলীগ।সে ঘটনার আলোকে সাবেক চেয়ারম্যানকে ধাওয়া করে সেখানকার স্থানীয়রা।তাদের অভিযোগ বড় ভাইয়ের ইন্ধনেই বিএনপি কর্মিকে মারা হয়।সে সাথে মিষ্টার বাবুলকে এলাকা ছাড়া করেন সেই বড় ভাই'ই।এ বড় ভাই নাকি চরপার্বতীতে একটি মার্ডার চাচ্ছেন।এ মার্ডারের বিনিময়ে জামায়াত বিএনপিকে পুরোপুরি এলাকা ছাড়া করতে চাচ্ছেন।এই বড় ভাই'ই নির্বাচিত বর্তমান চেয়ারম্যানকে হটাতে চাচ্ছেন।তারই ধারাবাহিকতায় তিনি চরপার্বতীতে জলঘোলা করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রনে রাখতে চাচ্ছেন বলে জানা যায়।

নারী লোভী যুবলীগ নেতা।নোয়াখালী কোম্পানীগঞ্জ চরপার্বতী ৪নং ওয়ার্ড। ঘোড়ার টেক পীর সাহেব হুজুরের বাড়ি। নামঃ মোহাম্মাদ বা...
20/06/2023

নারী লোভী যুবলীগ নেতা।

নোয়াখালী কোম্পানীগঞ্জ চরপার্বতী ৪নং ওয়ার্ড।
ঘোড়ার টেক পীর সাহেব হুজুরের বাড়ি।
নামঃ মোহাম্মাদ বাইজিদ
পিতাঃ হাফেজ মহিউদ্দিন
ছেলেটি পরিবারে মা বাবার অবাধ্য সন্তান, নিজের ইচ্ছায় প্রেম করে বিয়ে করে,তার একটি ছেলে সন্তান আছে। ফেনী এলাকায় এবং মেহেরুন্নেসা পৃথক,পৃথক দুইটি জায়গায় নারী সংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার লোকজন তাকে আটক করে তার কাছ থেকে বেশ মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেই। এর পরও নিজ এলাকায় বিবাহিত একটি মেয়ে এবং এক সন্তানের মা হওয়া সত্ত্বেও,তাকে প্রলোভন দেখিয়ে বিবাহ করার জন্য বাইরে নিয়ে যায়। যদিও বিবাহ না করে মেয়েটির থেকে স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে কয়েক দিন রেখে পুনরায় এলাকায় ফিরে আসে,যদিও স্বর্ণ এবং নগদ টাকার সঠিক পরিমাণ দিতে পারছিনা। মেয়েটির স্বামী ছিল বসুরহাট বাজারে বড় ব্যবসায়ী।সে ঘটনার প্রেক্ষিতে মেয়েটির পরিবার ছেলেটির নামে কোম্পানীগঞ্জ বসুরহাট থানায় নারী ও শিশু আইনে একটি মামলা দায়ের করেন,সে মামলায় ছেলেটি কয়েক দিন জেল খেটে জামিনে বাইরে আসে।এখনো মামলা চলমান।এ ঘটনায় মেয়েটির স্বামী মেয়েটিকে তালাক দিয়ে দেয়,এই ছেলেটি কয়টা পরিবার ধ্বংস করে দিয়েছে।তার নারী আসক্ত পরকীয়ার জের ধরে তার স্ত্রী বার বার তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়।সে তার স্ত্রীর সাথে ওয়াদা করে ভালো হয়ে যাবে বলে পুনরায় স্ত্রীকে আবার নিয়ে আসে। যদিও তার স্ত্রী দাবি করে তার স্বামী এখনও পরকীয়া আসক্ত।
এখনো বিভিন্ন মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত,ব্লাকমেইল করে মেয়েদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।তার টার্গেট শুধু বিবাহিত মেয়ে,এদেরকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে এই কুলাঙ্গার।ভন্ড ভবঘুরে,বেকার নারী আসক্ত ছেলেটি বিভিন্ন জায়গায় নিজেকে যুবলীগ নেতা হিসেবে দাবি করে।

16/06/2023

চেয়ারম্যানকে গালিগালাজ করা সেই খোকন মেম্বারকে হাসপাতালে দেখতে গেলেন কাজী হানিফ চেয়ারম্যান।

গভীর রাতে বিধবা নারীর ঘরে ইউপি সদস্য, জনতার হাতে আটক, হলো না শেষ রক্ষা।এক বিধবা নারীর সাথে খারাপ কাজ করতে গিয়ে জনতার হাত...
15/06/2023

গভীর রাতে বিধবা নারীর ঘরে ইউপি সদস্য, জনতার হাতে আটক, হলো না শেষ রক্ষা।

এক বিধবা নারীর সাথে খারাপ কাজ করতে গিয়ে জনতার হাতে আটক হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা চরপার্বতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ মাহমুদ। জানা গেছে জনতার হাতে আটক হন পলাশ মাহমুদ, উত্তেজিত জনতা বেধড়ক মারধর করেন পলাশ মাহমুদ কে। পুলিশে সোপর্দ করার জন্য প্রস্তুতি নিলে জনতার হাত থেকে অন্ধকারে পালিয়ে যান পলাশ মাহমুদ। যানা যায় এখন সে পলাতক অবস্থায় রয়েছে।

স্থানীয়রা জানান, পলাশ মাহমুদ এর পূর্বেও নানাবিধ অপকর্মের সাথে জড়িত ছিলো।

স্থানীয় একজন জানান, ওই বিধবা নারীর বাড়িতে পলাশ মাহমুদ এর আগেও আসাযাওয়া করতেন।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত-রাতে ইউপি সদস্য পলাশ মাহমুদ ওই বিধবা নারীর ঘরে গিয়ে জনতার হাতে আটক হন।

স্থানীয় একজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, পলাশ মাহমুদ একজন চরিত্রহীন তার আর ইউপি সদস্য পদে থাকার কোন নৈতিক বৈধতা নেই তার পদত্যাগ দাবি করেন, এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Address

Noakhali
Companiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when চরপার্বতী কোম্পানীগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share