22/11/2025
#উপজেলা প্রশাসন মুরাদনগর এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল কোর্টে ৪,৫০,০০০/- টাকা #অর্থদণ্ড এবং
৪ ব্যাক্তিকে ৬ মাসের #কারাদণ্ড প্রদান করা হয়
১। অদ্য ২২/১১/২০২৫ তারিখ শনিবার নবীপুর পশ্চিম ইউনিয়ন এর ভেরীবাঁধ সংলগ্ন গোমতী নদী হতে ড্রেজিং করার অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০(সংশোধিত-২০২৩) অনুযায়ী১ টি মামলায় ০৪ ব্যাক্তিকে ০৬ মাসের #কারাদণ্ড এবং ৪,০০০,০০০/-( #চার #লক্ষ) টাকা #অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি কোম্পানিগঞ্জ বাজার হতে ফুটপাত ও রাস্তার অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
২। ২০/১১/২০২৫ তারিখ হতে ২১/১১/২০২৫ আরিখ মধ্যরাতে মুরাদনগরে যৌথ পেট্রোলিং করা হয় এবং বিভিন্ন স্থান হতে ৩ টি এক্সক্যাভেটর অপসারণ করা হয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
৩। ১৯/১১/২০২৫ তারিখ পূর্ব ধইর (পূর্ব) এবং পশ্চিম ইউনিয়ন এর বিভিন্ন স্থান হতে ২ টি ড্রেজার ও প্রায় ১০০০ ফুট পাইপ অপসারণ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০(সংশোধিত-২০২৩) অনুযায়ী১ টি মামলায় ০১ ব্যাক্তিকে ৫০,০০০/-( #পঞ্চাশ হাজার) টাকা #অর্থদণ্ড প্রদান করা হয়।
এবং তৎক্ষনাৎ আদায় করা হয়।
উক্ত অভিযানসমূহ উপজেলা নির্বাহী অফিসার, মুরাদনগর মহোদয় এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে পরিচালিত হয়।
#জনসেবায় #প্রশাসন