25/01/2022
ব্যাকলিঙ্ক কি?
ব্যাকলিঙ্ক হলো এমন একটি প্রক্রিয়া যা আপনাকে এক ওয়েব সাইট থেকে অন্য ওয়েব সাইটে নিয়ে যাবে।
আরও সহজ করে যদি বলি, ধরুন আপনার একটি সাইট আছে।এখন আপনার সাইটের ইউ,আর,এল অন্য একটি ওয়েব সাইটে থাকাকে মূলত ব্যাকলিঙ্ক বলে।
ব্যাকলিঙ্ক আপনি কয়েকভাবে তৈরি করতে পারেন। আপনি যদি চান তাহলে আপনার সাইটের মেইন ইউ,আর,এল দিয়ে ব্যাকলিঙ্ক বানাতে পারেন। আবার আপনার সাইটের যেকোনো একটি পোস্টের ইউ,আর,এল দিয়েও করতে পারেন।
What is Backlink-ব্যাকলিঙ্ক কি?কিভাবে ব্যাকলিঙ্ক ব্যবহার করে ওয়েবসাইট রেংক করবেন।
ব্যাকলিঙ্ক কয়েক ধরনের আছেঃ
ব্যাকলিঙ্ক কি?এবং ব্যাকলিঙ্ক এর কাজ কি আসা করি আপনারা বুঝতে পেরেছেন।
ব্যাকলিঙ্ক কয়েকটি প্রকার আছে।নিম্নে সেগুলো তুলে ধরা হলো।
ইন্টারনাল লিংকিং
এক্সটার্নাল লিংকিং
হাই অথরিটি ব্যাকলিংক
ডো ফলো ব্যাকলিংক
নো ফলো ব্যাকলিংক
ইন্টারনাল লিংকিংঃ
ইন্টারনাল লিংকিং হলো, মনে করুন আপনি একটি আর্টিকেল লিখলেন এবং সেই আর্টিকেল এর বিতরে এমন কিছু বিষয়ে লিখলেন যা আপনার পূর্বে লেখা আর্টিকেলের সাথে মিল আছে। যেখানে মনে করবেন মিল আছে সেখানে আপনি পূর্বের লেখা পোস্টের লিংকটি দিলেন। এটাই হলো ইন্টারনাল লিংকিং।
ইন্টারনাল লিংকিং আপনি অন্যভাবেও ব্যবহার করতে পারেন। যেমনঃ আপনি অন্য কোন ব্লগে আর্টিকেল বা কন্টেন্ট লিখেছেন সেখানে আপনি আপনার সাইটের যে পোস্টটি আপনি লিখেছেন সেই পোস্টের সাথে সাদৃশ্য রেখে লিংকটি দিতে পারেন।
এক্সটার্নাল লিংকিংঃ
এক্সটার্নাল লিংকিং হলো এমন একটি পদ্ধতি যা আপনাকে অন্য একটি ওয়েব সাইটে গিয়ে করতে হবে।
এক্সটার্নাল লিংকিং করতে হলে আপনাকে প্রথমে ভালো একটি ওয়েব সাইট খুঁজে বের করতে হবে।যেখানে বেশি ভিজিটর বা ট্রাফিক আসে।
এবং সেই ওয়েব সাইট এর ডোমেইন অথরিটি কেমন সেটাও দেখতে হবে। বা গুগলের কাছে সেই সাইটের মূল্যায়ন কতটুকু তা দেখতে হবে।যদি ভালো হয় তাহলে সেখান থেকে একটি ব্যাকলিঙ্ক নিতে পারেন।
ব্যাকলিঙ্ক কিভাবে নিবেনঃ
এক্সটার্নাল লিংকিং এর মাধ্যমে ব্যাকলিঙ্ক নিতে হলে, প্রথমে আপনি সেই ওয়েব সাইটে গিয়ে একটি কমেন্ট করে সেখানে আপনার সাইটের বা পোস্টের লিংক দিবেন।
অথবা আর্টিকেলের বিতরে আপনার সাইটের বা পোস্টের লিংক দিয়েও ব্যাকলিঙ্ক নিতে পারেন।
হাই অথরিটি ব্যাকলিঙ্কঃ
গুগলের রেংকে অনেক বড় বড় ওয়েব সাইট আছে।যারা নিয়মিত পোস্ট করছে এবং অনেক টাকা আয় করছে।
আপনি যখন কোন কিছু গুগলে সার্চ করলেন তখন দেখবেন সেই সাইট গুলো গুগল প্রথম পেইজে দেখাচ্ছে।আর সেই সাইট গুলোকে বলা হয় হাই অথরিটি সাইট।
আপনি সেই সাইটের পরিচালকের সাথে কথা বলে সেই সাইট থেকে যে ব্যাকলিঙ্ক নিবেন সেটাই হলো হাই অথরিটি ব্যাকলিঙ্ক।
ডো ফলো ব্যাকলিঙ্কঃ
ডো ফলো ব্যাকলিঙ্ক হলো ওয়েব সাইট রেংক করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার সাইটের কয়েকটি ডো ফলো ব্যাকলিংক হয়ে যায় তাহলে আপনার সাইটটি খুব সহজে গুগলে রেংক হয়ে যাবে।
ডো ফলো ব্যাকলিঙ্ক হলো, মনে করুন অন্য একটি ওয়েব সাইটে আপনার সাইটের লিংকটি দেওয়া হলো এখন যে দিয়েছে সে চায়, যখন গুগল তার সাইট ক্রল করবে তখন যেনো আপনার সাইটটিও ক্রল করে। একেই বলে ডো ফলো ব্যাকলিঙ্ক।
ডো ফলো ব্যাকলিঙ্ক নিতে হলে আপনাকে গুগলে সার্চ করতে হবে।সেখানে আপনি ডো ফলো ব্যাকলিঙ্ক দেয় এমন অনেক সাইট পেয়ে যাবেন।
নো ফলো ব্যাকলিঙ্কঃ
নো ফলো ব্যাকলিংক হলো অন্য একটি ওয়েব সাইটে আপনার সাইটের শুধু লিংকটি থাকবে।যখন গুগল তার সাইট ক্রল করবে তখন গুগলকে বলবেনা যে আপনার সাইটকেও ক্রল করার জন্য।এই ধরনের ব্যাকলিঙ্ককে বলা হয় নো ফলো ব্যাকলিঙ্ক।
ডো ফলো ব্যাকলিঙ্ক আর নো ফলো ব্যাকলিঙ্ক দুটি একটি অপরটির বিপরীত।ডো ফলো ব্যাকলিঙ্ক গুগলকে বলে ওই লিংকে গিয়ে ওই লিংকে ইন্ডেক্স কর।
আর নো ফলো ব্যাকলিঙ্ক গুগলকে নিষেধ করে যে ওই লিংকে যেয়োনা।নো ফলো ব্যাকলিঙ্ক শুধু ভিজিটর বা ট্রাফিককে এক ওয়েব সাইট থেকে অন্য ওয়েব সাইটে নিয়ে যায়।তাই নো ফলো ব্যাকলিঙ্ক এর চেয়ে ডো ফলো ব্যাকলিঙ্ক বেশি কার্যকর।