বসুরহাট, কোম্পানীগঞ্জ নোয়াখালী

বসুরহাট, কোম্পানীগঞ্জ নোয়াখালী আমি পুরো দুনিয়া ঘুরতে চায় জানিনা আল্লাহ কতটুকু সামর্থ্য দিবে। আমার পেইজ ও ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করতে যোগাযোগ করুন হোয়াটসআ্যাপ : 01871710061

25/09/2025
নোয়াখালী বিভাগ না হওয়ার পর্যন্ত নোয়াখালী কে চট্টগ্রাম বিভাগে অন্তর্ভুক্ত রাখতে হবে। কুমিল্লার সাথে কোনভাবেই নোয়াখালী অন্...
24/09/2025

নোয়াখালী বিভাগ না হওয়ার পর্যন্ত নোয়াখালী কে চট্টগ্রাম বিভাগে অন্তর্ভুক্ত রাখতে হবে।
কুমিল্লার সাথে কোনভাবেই নোয়াখালী অন্তর্ভুক্তের বিষয়টি মেনে নেবে না নোয়াখালীবাসী।

#নোয়াখালী

মুসলিম বিশ্বকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ । আল্লাহ উনাকে জান্নাতে উচ্চ মাকাম ...
23/09/2025

মুসলিম বিশ্বকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ । আল্লাহ উনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন ।

এই জননী বাসটার লাইসেন্স স্থায়ীভাবে বন্ধ করা উচিত৷ এটা আজকের ঘটনা। চাটখিল বাজারের আগে খালের দিকে নেমে গেছে। এরা ভীষণ বেপর...
23/09/2025

এই জননী বাসটার লাইসেন্স স্থায়ীভাবে বন্ধ করা উচিত৷ এটা আজকের ঘটনা। চাটখিল বাজারের আগে খালের দিকে নেমে গেছে। এরা ভীষণ বেপরোয়া গাড়ি চালায়, নিয়মিত এক্সিডেন্ট করে।। প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ সঠিক ভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন। অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ির কারনে অহরহ এক্সিডেন্ট করছে।।
#নোয়াখালী #চাটখিল

আগামীকাল সকালে নোয়াখালী বিভাগের দাবীতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।  #নোয়াখালী_বিভাগ_চাই
21/09/2025

আগামীকাল সকালে নোয়াখালী বিভাগের দাবীতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

#নোয়াখালী_বিভাগ_চাই

নিম্নমানের ইট ব্যবহার করে চলছে কোম্পানীগঞ্জের মুছাপুর ৫নং ওয়ার্ড এর মাস্টার সিদ্দিক উল্লাহ সড়কের কাজ। #কোম্পানীগঞ্জ  #নো...
21/09/2025

নিম্নমানের ইট ব্যবহার করে চলছে কোম্পানীগঞ্জের মুছাপুর ৫নং ওয়ার্ড এর মাস্টার সিদ্দিক উল্লাহ সড়কের কাজ।
#কোম্পানীগঞ্জ #নোয়াখালী

20/09/2025

#কোম্পানীগঞ্জ #নোয়াখালী

19/09/2025

নোয়াখালী বিভাগ চাই, দিতেই হবে।

এটি আমাদের আবদার নয়, অধিকার।

নোয়াখালীর বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডে দিনদুপুরে এক গৃহে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার...
15/09/2025

নোয়াখালীর বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডে দিনদুপুরে এক গৃহে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। স্থানীয়রা বলছেন, এটি একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের কাজ।
অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
#কোম্পানীগঞ্জ #নোয়াখালী

15/09/2025

বসুরহাটে তেলাপিয়া, কাতলা সহ অন্যান্য মাছ কত দামে বিক্রি হচ্ছে দেখুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।রোববার এশার নামাজ আদায়কালে উপজেলার চাপারাশিরহাট ...
14/09/2025

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।
রোববার এশার নামাজ আদায়কালে উপজেলার চাপারাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মারা যান আতিকুর রহমান ফারুক (৫৮)।
নিহত আতিকুর রহমান ফারুক উপজেলার চরফকিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফাজিল ব্যাপারী বাড়ির মৃত শেখ আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, নামাজ চলাকালে হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Address

বসুরহাট কোম্পানিগঞ্জ নোয়াখালী বসুরহাট কোম্পানিগঞ্জ নোয়াখালী Chittagong, Chittagong Division
Companiganj
3850

Alerts

Be the first to know and let us send you an email when বসুরহাট, কোম্পানীগঞ্জ নোয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share