Unan Laboratories-Unani

Unan Laboratories-Unani Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Unan Laboratories-Unani, Digital creator, Busstand, Companiganj.

গার্ডিয়ান অফ ইউনানী মেডিসিন

এটি বাংলাদেশ সরকার কর্তীক অনুমোদিত একটি ইউনানী মেডিসিন কোম্পানী উৎপাদন লাইসেন্স নং:-ইউ ১৫৭।

ইউনানী মেডিসিন উৎপাদন এবং বাজারজাত করণ একটি সনামধন্য কোম্পানি যা ১৯৫৩ সাল থেকে পল্লী চিকিৎসক এবং বহু মানুষের চিকিৎসার আস্থার কেন্দ্র।

06/04/2025

এ্যালোপ্যাথিক সহ অন্যান্য চিকিৎসায় নিরাশ হওয়া ব্যক্তিদের জন্য‼️

ইউনান ল্যাবরেটরীজ এর সম্মানিত সকল গ্রাহক,এজেন্ট,স্টকিষ্ট,মার্কেট এম.আর.,এস.আর.,কর্মকর্তা,কর্মচারী সকলকে জানাই ঈদ উল ফিতর...
30/03/2025

ইউনান ল্যাবরেটরীজ এর সম্মানিত সকল গ্রাহক,এজেন্ট,স্টকিষ্ট,মার্কেট এম.আর.,এস.আর.,কর্মকর্তা,কর্মচারী সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা...."ঈদ মুবারাক"

কিছু অসাধু ব্যবসায়ীদের (ইউনানী ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ) জন্য আজকে ইউনানী ঔষধে মানুষের আস্থা কম‼️অথচ আগেকার মানুষ ইউনা...
25/03/2025

কিছু অসাধু ব্যবসায়ীদের (ইউনানী ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ) জন্য আজকে ইউনানী ঔষধে মানুষের আস্থা কম‼️
অথচ আগেকার মানুষ ইউনানী আয়ুর্বেদিক ঔষধে আস্থা বেশি রাখতেন।
ইউনানী চিকিৎসার বা ঔষধের জন্মই হয়েছে সু প্রাচীন কাল থেকে,আল্লাহ প্রদত্ত ভেষজ উপাদান থেকে গেয়ান আহরণ করে ওলি আউলিয়ারা ইউনানী চিকিৎসা প্রদান করতেন।

ইনশাআল্লাহ আপনার আমাদের সচেতনতায় ইউনানী ঔষধ চিকিৎসা জগতে সুদিন ফিরে আসবে।

আপনি কি জানেন কিভাবে অরজিনাল ইউনানী ঔষধ চিনবেন ❓❓❓❓❓
যদি জানতে চান নিন্মোক্ত বিষয়গুলো ফলো করবেন...

১.অরিজিনাল ইউনানী ঔষধ (সিরাপ) কখনও লাল,নীল,সবুজ,হলুদ বা অন্যান্য কালার হয় না,অরিজিনাল আরকে যদি কালার মিক্স করা হয় তবে সেটি পুনরায় আরকের কালার ধারণ করবে।যদি আরকের কালার ব্যাতিত অন্য কালার হয় তাহলে বুঝবেন সেটি অরিজিনাল ইউনানী ঔষধ নয় সেটি হলো নামে ইউনানী কিন্তু এ্যালোপ্যাথিক বেজ‼️
(বেশির ভাগ অরিজিনাল আরকের কালার হয় কালো,গাড় বাদামী,হালকা বাদামী,বাদামী,হালকা হলুধাব)।

২.অরিজিনাল ইউনানী ঔষধ নাড়লে ফেনা হবে,ফেনা মিশতে কিছুক্ষণ সময় লাগবে।
(কিছু আরক ফেনা মিশতে একটু কম সময় নেয়)

৩.অরিজিনাল আরক আপনার জামা কাপড়ে পড়লে দাগ খুব সহজে উঠবে না।

৪.অরিজিনাল ইউনানী ঔষধ সেবন করলে ২-৩ দিনের মাথায় মলের কালার উক্ত আরকের কালার ধারণ করবে।

৫.ঔষধ সেবনের সময় হালকা অরিজিনাল আরকের গন্ধ স্বাদ ফ্লেভার আসবে।

Unan Laboratories-Unani Guradian of Unani Medicine...✊
23/03/2025

Unan Laboratories-Unani Guradian of Unani Medicine...✊

এক কথায় অসাধারণ‼️‼️‼️বাচ্ছাদের 👬 কম্পিলিট প্যাকেজ বলা যায়😲এখনকার বাচ্ছারা যে খাওয়া দাওয়া করতে পারে না খাওয়াদাওয়ার চাহিদা...
11/03/2025

এক কথায় অসাধারণ‼️‼️‼️
বাচ্ছাদের 👬 কম্পিলিট প্যাকেজ বলা যায়😲
এখনকার বাচ্ছারা যে খাওয়া দাওয়া করতে পারে না খাওয়াদাওয়ার চাহিদা বাড়াবে,শরীর স্বাস্থ্য ভালো রাখবে,দেহ মন প্রফুল্ল রাখবে,আয়রন,ক্যাসিয়াম,জিংক,ভিটামিন এ.বি.সি. এর অভাব পূরণ করবে,পেট ফাঁপা,বদহজমের কাজ করবে।

বাংলাদেশ ঔষধ প্রশাসন কতৃক অনুমোদিত ইউনান ল্যাবরেটরীজ (উৎপাদন লাইসেন্স নং:-ইউ ১৫৭)এর #বেবিজিন(ডি.এ.আর.নং:-ইউ ৯২ এ ০৩২)আপনার ১ থেকে ১৫ বছরের বাচ্ছার জন্য নিরাপদ ন্যাচারাল মাল্টি ভিটামিনের সমাধান করতে সহায়ক ভূমিকা পালন করবে।

তাই অন্যথায় চিন্তা না করে আমাদের ঔষধ সেবন করতে পারেন।চিকিৎসা ও ঔষধ প্রাপ্তির জন্য নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করূন:-

নতুন বাসট্যান্ড সংলগ্ন পূর্ব পাশে,ইউনান ল্যাবরেটরীজ,বসুরহাট,কোম্পানিগন্জ,নোয়াখালী।
০১৮৮৬৯৫১৫০৪,০১৭১৫২১০৭৯৯
সাখ্খাতের সময় প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

নোয়াখালীর সূবর্ণচর এবং সোনাপুর বেজে মার্কেটিং এ কাজ করার জন্য ১ জন সেল্স রি-প্রেজেনটিটিভ (এস.আর.পদে)জরূরী ভিত্তিতে নিয়োগ...
06/03/2025

নোয়াখালীর সূবর্ণচর এবং সোনাপুর বেজে মার্কেটিং এ কাজ করার জন্য ১ জন সেল্স রি-প্রেজেনটিটিভ (এস.আর.পদে)জরূরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

বেতন:-১৫০০০/-(অভিজ্ঞতা থাকলে আরও বাড়তে পারে)
মাসিক ছুটি :- ৪ দিন (সপ্তাহে ১ দিন করে)
[মার্কেট এ থাকা অবস্থায় পথ খরচ,থাকা খরচ কোম্পানি বহন করিবে]

বি.দ্রা:-
১.নূন্যতম এ.এস.সি. পাশ হতে হবে।
২.মটর সাইকেল চালানো বাধ্যতামূলক।
৩.সুদর্শন ব্যক্তিগন প্রাধান্য বেশি পাবেন।
৪.চলাফেরা আচার আচরণ মাধুর্য হতে হবে।

আগ্রহী ব্যাক্তিগন আগামী ২০ মার্চ ২০২৫ এর মধ্যে নিন্মোক্ত নম্বরে যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন অথবা কোম্পানির অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ:-০১৮৮৬৯৫১৫০৪ ইউনান ল্যাবরেটরীজ (ইউনানী),নতুন বাসস্ট্যান্ড,বসুরহাট,কোম্পানীগন্জ,নোয়াখালী।
৫ এপ্রিল ২০২৫ এর মধ্যে চূড়ান্ত নিয়োগ করা হবে।

ধন্যবাদ।

শুভ জন্মদিন সাইফুল ইসলাম তাকিব🎂সেল্স রি-প্রেজেনটিটিভ মীরসরাই এবং সীতাকুন্ড এরিয়া।
05/03/2025

শুভ জন্মদিন সাইফুল ইসলাম তাকিব🎂
সেল্স রি-প্রেজেনটিটিভ মীরসরাই এবং সীতাকুন্ড এরিয়া।

দীর্ঘ সময় খাবার না গ্রহন করার ফলে অথবা খাবারে অনিয়ম দেখা দিলে মানবদেহে সাধারণ দুর্বলতা,স্নায়বিক দুর্বলতা,উচ্চ রক্তচাপ,নি...
04/03/2025

দীর্ঘ সময় খাবার না গ্রহন করার ফলে অথবা খাবারে অনিয়ম দেখা দিলে মানবদেহে সাধারণ দুর্বলতা,স্নায়বিক দুর্বলতা,উচ্চ রক্তচাপ,নিদ্রাহীনতা,আহারে অরূচী,বমি বমি ভাব হওয়া,হৃদকম্পনের মত সমস্যা দেখা দেয়।

একমাত্র খাটি ইউনানী ঔষধ সেবনের মাধ্যমে এর থেকে পরিত্রাণ পেতে পারেন।

বাংলাদেশ ঔষধ প্রশাসন কতৃক অনুমোদিত ইউনান ল্যাবরেটরীজ(ইউনানী) উৎপাদন লাইসেন্স নং:-ইউ ১৫৭ এর #আমলোরোজ (শরবত মিছালী) ডি.এ.আর.নং:-ইউ ৯২ এ ০২২)আপনার শরীরের সাধারণ দুর্বলতা,স্নায়বিক দুর্বলতা,উচ্চ রক্তচাপ,নিদ্রাহীনতা,আহারে অরূচী,বমি বমি ভাব হওয়া,হৃদকম্পনের মত সমস্যা সমাধানে আপনার বিশ্বস্ত সহযোগী হিসেবে ভূমিকা রাখতে পারে।

তাই অন্যথায় চিন্তা না করে আমাদের ঔষধ সেবন করতে পারেন।চিকিৎসা ও ঔষধ প্রাপ্তির জন্য নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করূন:-

নতুন বাসট্যান্ড সংলগ্ন পূর্ব পাশে,ইউনান ল্যাবরেটরীজ,বসুরহাট,কোম্পানিগন্জ,নোয়াখালী।
০১৮৮৬৯৫১৫০৪,০১৭১৫২১০৭৯৯
সাখ্খাতের সময় প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

Address

Busstand
Companiganj
3850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unan Laboratories-Unani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share