22/10/2025
ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিএনজি চালক মনছুর আলমের পাশে চেয়ারম্যান আলমগীর তাজ জনি
ঈদগাঁও বার্তা টিভি
ব্লাড ক্যান্সারে আক্রান্ত অসহায় সিএনজি চালক মনছুর আলমের পাশে দাঁড়ালেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি। বুধবার (২২ অক্টোবর) বিকেলে তিনি মনছুর আলমের খামারপাড়াস্থ বাড়িতে গিয়ে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খামারপাড়া এলাকার মনছুর আলম (পিতা মৃত সোলেমান) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই মানুষটি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন।
চিকিৎসার অভাবে যখন পরিবারটি অসহায় অবস্থায় পড়ে, তখন ঈদগাঁও টিভি-তে তার চিকিৎসা সহায়তা চেয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি চোখে পড়ে চেয়ারম্যান আলমগীর তাজ জনির।
তিনি তাৎক্ষণিক মানবিক উদ্যোগ নিয়ে অসুস্থ মনছুর আলমের বাড়িতে উপস্থিত হন এবং নগদ সহায়তা প্রদান করেন।
চেয়ারম্যান বলেন “মানুষ মানুষের জন্য। একজন অসহায় রোগীর চিকিৎসায় যারা পারেন, তারা এগিয়ে আসুন। মনছুর আলম যেন দ্রুত সুস্থ হয়ে সন্তানদের পাশে ফিরে যেতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় স্থানীয় মেম্বারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা চেয়ারম্যানের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেন এবং মনছুর আলমের দ্রুত আরোগ্য কামনা করেন।