ঈদগাঁও বার্তা টিভি

ঈদগাঁও বার্তা টিভি Online News - যোগাযোগ WhatsApp 01890501720 /0561599524

সৌদি আরবে যে কোন সময় ৫০ জন বন্ধীর শিরশ্ছেদ করা হবে! পরিবারের নিকট থেকে বিদায় নিতে বলা হয়েছে বন্দীদের। ঈদগাঁও বার্তা টিভি...
30/06/2025

সৌদি আরবে যে কোন সময় ৫০ জন বন্ধীর শিরশ্ছেদ করা হবে! পরিবারের নিকট থেকে বিদায় নিতে বলা হয়েছে বন্দীদের।
ঈদগাঁও বার্তা টিভি

সৌদি আরবে যে কোনো সময় ৫০ জনের শিরশ্ছেদ কার্যকর করা হবে। বন্দী এবং তাদের আত্মীয়স্বজন মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের নির্দিষ্ট সময় প্রকাশ করেনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আফ্রিকার হর্ন অঞ্চলের বাসিন্দা। তারা এখন নাজিরান কারাগারে বন্দী। মৃত্যুদণ্ড যেকোনো দিন হতে পারে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।

এই ব্যক্তিরা ইথিওপিয়া এবং সোমালিয়ার বাসিন্দা। তারা মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সৌদি আরবে এ অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।

ইয়েমেন সীমান্তের কাছে নাজিরান কারাগারে বন্দীরা জানান, তাদের সাজা শিরশ্ছেদ শীঘ্রই কার্যকর করা হবে। কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ তাদের এমনটি জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোষী সাব্যস্ত ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল যে ঈদুল আযহার পরপরই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন তা শুরু হয়েছে। আমাদের স্বজনদের বিদায় জানাতে বলেছে।’

দোষী সাব্যস্তদের নামের তালিকায় ৪৩ জন ইথিওপীয় এবং ১৩ জন সোমালি রয়েছেন । গত মাসে কমপক্ষে ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের শিরশ্ছেদের আয়োজন চলছে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সম্প্রতি ভয়াবহ বন্যা আঘাত হেনেছে, বিশেষ করে গুইঝৌ প্রদেশে। এই বন্যাকে গত ৫০ বছরের মধ্যে সবচেয...
28/06/2025

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সম্প্রতি ভয়াবহ বন্যা আঘাত হেনেছে, বিশেষ করে গুইঝৌ প্রদেশে। এই বন্যাকে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হচ্ছে। নিচে এই বন্যা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো:
১. বানের কারণ:
* প্রবল বৃষ্টিপাত: এই বন্যার প্রধান কারণ হলো একটানা প্রবল বৃষ্টিপাত। গুইঝৌ প্রদেশসহ দক্ষিণ-পশ্চিম চীনের বেশ কিছু এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
* নদীর পানি বৃদ্ধি: অতিবৃষ্টির ফলে দুলিউ নদীসহ অন্যান্য নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
* গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপ: একটি গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপের প্রভাবেও বৃষ্টিপাত আরও বেড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
* জলবায়ু পরিবর্তন: বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকে এমন আকস্মিক ও তীব্র বন্যার জন্য দায়ী করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গড় বৈশ্বিক উষ্ণতার চেয়েও দ্বিগুণ হারে বাড়ছে এশিয়ার তাপমাত্রা, যা চরম আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি করছে।
২. ক্ষয়ক্ষতি ও প্রভাব:
* প্রাণহানি: গুইঝৌ প্রদেশে বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।
* বাস্তুচ্যুতি: ৮০ হাজারেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু এলাকায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো মানুষকে সরিয়ে নিতে হয়েছে।
* ব্যাপক প্লাবন: অনেক নিচু এলাকা সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে। রোংজিয়াং শহরের মতো কিছু শহর এখনো কয়েক ফুট পানির নিচে রয়েছে। সড়ক, সেতু, এমনকি কিছু ভবনের এস্কেলেটরেও পানি উঠে গেছে। একটি ফুটবল মাঠ তিন মিটার পানির নিচে ডুবে গেছে।
* অবকাঠামোর ক্ষতি: বেশ কয়েকটি শহরের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যান চলাচল ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। অনেক এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
* ফসলহানি: কিছু এলাকায় ফসল নষ্ট হয়েছে, যদিও এর বিস্তারিত চিত্র এখনো সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি।
* আটকা পড়া মানুষ: বহু মানুষ বন্যার পানিতে আটকা পড়েছেন, যাদের উদ্ধারের কাজ চলছে।
৩. সরকারি পদক্ষেপ ও সহায়তা:
* জরুরি অবস্থা জারি: গুইঝৌ প্রদেশের কর্তৃপক্ষ সর্বোচ্চ জরুরি বন্যা মোকাবিলা পরিস্থিতি জারি করেছে।
* উদ্ধার অভিযান: জরুরি পরিষেবাগুলো উদ্ধার অভিযান চালাচ্ছে। নৌকা ব্যবহার করে বন

কক্সবাজারের ভারুয়াখালীতে পিতার বিষ পানের কয়েকদিন পর  দুই ভাইয়ের স্ত্রীর ঝগড়া কেন্দ্র করে আপন দুই ভাইয়ের ছু-রিকা-ঘাতে ছোট...
26/06/2025

কক্সবাজারের ভারুয়াখালীতে পিতার বিষ পানের কয়েকদিন পর দুই ভাইয়ের স্ত্রীর ঝগড়া কেন্দ্র করে আপন দুই ভাইয়ের ছু-রিকা-ঘাতে ছোট ভাই খু-ন।
ঈদগাঁও বার্তা টিভি
শুধু স্ক্কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে শওকত ওসমান (২৩) কে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯ টার দিকে ভারুয়াখালী এবং রশিদনগর লাগোয়া রেলপথ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হওয়ার শওকত ওসমান আদর্শ গ্রামের মৃত হামিদ হোসেনের পুত্র।

নিহত শওকত ওসমানের মা জানান, পৈতৃক ভিটায় ঠাঁই না হওয়ায় তিন পুত্রের জন্য পাশে একটি ভিটা ক্রয় করেন রেহানা বেগম। এই ভিটার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাহিত দুই বড় ভাই কাউসার ওসমান ও সাইফুল ইসলামের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় অবিবাহিত ছোট ভাই শওকত ওসমানের। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এই বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই বড় ভাই মিলে এলাকার এক দোকানে অবস্থানকালে শওকত ওসমানকে নির্মমভাবে ছুরিকাঘাত করে।

এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ তৈবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একদল পুলিশ পাঠানো হয়। তারা মৃতদেহে দর সুরতহার রিপোর্ট করেছেন। নিহতের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।’

মাসিক মাসোয়ারা না দেওয়ায় ঈদগাঁও আধুনিক হাসপাতালে অযৌক্তিক হয়রানির অভিযোগ ভোক্তা অধিকারের বিরুদ্ধে। লিগ্যাল নোটিশ দেওয়ার ...
25/06/2025

মাসিক মাসোয়ারা না দেওয়ায় ঈদগাঁও আধুনিক হাসপাতালে অযৌক্তিক হয়রানির অভিযোগ ভোক্তা অধিকারের বিরুদ্ধে।
লিগ্যাল নোটিশ দেওয়ার ঘোষণা এমডি সাহাব উদ্দিনের।
নিচে হাসপাতাল পরিচালক শাহাব উদ্দিনের অভিযোগ হুবহু তুলে ধরা হলো --------

মাসিক মাসোয়ারা না দেওয়ার কারণে,
ঈদগাঁও আধুনিক হাসপাতালে অযৌক্তিক হয়রানি!

ভোক্তা অধিকারকে লিগ্যাল নোটিশ দেওয়া হবে ইনশাআল্লাহ..! ডিসি এবং ইউনো মহোদয়ের সহযোগিতা কামনা করছি। হয়রানি এবং দূর্নীতিমুক্ত বাংলাদেশ চাই! মাসিক মাসোয়ারা দিলে এই অভিযান হত না ১০০%. সুতরাং এসমস্ত নোংরামি বন্ধে সকলের এগিয়ে আসা উচিৎ।

১. কোথায়, কোন পেসেন্টকে সরকার নির্দিষ্ট রেইট থেকে বেশি নেওয়া হয়েছে তার প্রমাণ দিতে হবে। বরং ডিসকাউন্ট দেওয়ার পর সর্বমোট টেস্ট পেমেন্ট মূল্য কম হয়েছে, তাহলে কেন হয়রানি?

২. মিয়াদোর্ত্তীণ ঔষধ বিক্রি কাকে, কখন করা হয়েছে প্রমাণ দিতে হবে। ১/২ সপ্তাহ পর পর ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বের করে ফেলা হয়,এটা প্রত্যক ফার্মেসীর কমন নিয়ম। হঠাৎ করে ওরা এসে তন্ন তন্ন করে ৪টা সিরাপ পলিথিনে পেয়েছে, এটাতেই এই জরিমানা? নাকি ইনটেনশনালি যেকোন অজুহাতে অবশ্যই জরিমানা করতে হবে বলেই এই অভিযান? অন্যান্য ফার্মেসীতে কোন মান মেন্টেইন করা হয় না, তাও অভিযান নাই কেন?

৩. তুলনামূলক সবচেয়ে পিরিচ্ছন্ন এবং মানের হসপিটাল ঈদগাঁও আধুনিক হাসপাতাল। তাহলে, অন্য জায়গায় ময়লার স্তুপ থাকলেও অভিযান নাই! শুধু এখানে কেন?? পিছনে কারা জড়িত নাম বলতে হবে।

৪. কর্মকর্তাদের দিয়ে মাসিক মাসোয়ারা দিই না বলেই কি অভিযান? কোন কর্মকর্তা এটার সাথে জড়িত সংশ্লিষ্ট যারা আসছিলেন অবশ্যই নাম প্রকাশ করতে হবে।

১ টাকাও ঘোষ দেওয়া হবে না! নৈতিক অবস্থানেই আমরা থাকতে বদ্ধ পরিকর। কোন মানুষ, কোন প্রতিষ্টান ভুলের উর্ধে না! ভুল হলে ধরিয়ে দেবেন, কোন ব্যক্তি / ভোক্তা ক্ষতিগ্রস্থ হলে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিসহ অভিযান হবে, কিন্তু ইনিয়ে বিনিয়ে মাসিক মাসোয়ারা দাবি করলে, না দিলে সিস্টেমে অভিযান হবে, জরিমানা হবে, সম্মানহানির চেষ্টা হবে, এগুলো খুবই গর্হিত কাজ। কিছুতেই এগুলো চলতে দেওয়া যায় না!
সরকারি হাসপাতালে হাজার হাজার অনিয়ম আর ভুল। এগুলোতে ভোক্তা অধিকার অভিযান কোথায়?

উল্লেখ্য, এই হসপিটাল করার পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ ঘোষ, আর হয়রানির স্বীকার হতে হয়েছে, ধাপে ধাপে বলব ইনশাআল্লাহ...!

আমরা পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই!

নিবন্ধনের পর দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াত, ইসির প্রজ্ঞাপন জারি।ঈদগাঁও বার্তা টিভি দীর্ঘদিনের আইনি লড়াই শেষে অবশেষ...
24/06/2025

নিবন্ধনের পর দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াত, ইসির প্রজ্ঞাপন জারি।
ঈদগাঁও বার্তা টিভি

দীর্ঘদিনের আইনি লড়াই শেষে অবশেষে নিবন্ধন ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা এক প্রজ্ঞাপনে দলটির নিবন্ধন পুনর্বহাল ও প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসির সিনিয়র সচিব মো. আখতার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৮ সালের ৫ নভেম্বর দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছিল (নিবন্ধন নম্বর ০১৪)। তবে ২০০৯ সালে হাইকোর্টে দায়ের করা একটি রিটের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে কমিশন।

পরবর্তীতে জামায়াতে ইসলামী আপিল বিভাগে মামলা করে। চলতি বছরের ১ জুন আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বাতিল করে এবং দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত ইসির প্রজ্ঞাপনও অবৈধ ঘোষণা করে। সেই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন ও পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিল।

এই সিদ্ধান্তের মাধ্যমে জামায়াতে ইসলামী আবারও সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে এবং আগাম নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে।

দলটি দীর্ঘদিন ধরে আইনি ও রাজনৈতিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করছিল, বিশেষ করে নতুন নামে নিবন্ধনের আবেদন করে এবং নানা সভা-সমাবেশের মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছিল।

মুক্তিযুদ্ধের সময়কার বিতর্কিত ভূমিকা এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতাদের উপস্থিতির কারণে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। তখন থেকেই দলটি নিষ্ক্রিয় অবস্থায় থেকে ধাপে ধাপে ফেরার পথ খুঁজছিল।

এই রায়ের মাধ্যমে দলটির রাজনৈতিক কার্যক্রমে ফেরার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

23/06/2025

কাতারের মার্কিন ঘাটিতে হা-মলা চালিয়েছে ইরান!

ঈদগাঁওতে উপজেলা ক্রিকেট ফোরাম ও ঈদগাহ মানবিক ফাউন্ডেশন এর মধ্যকার মাদক প্রতিরোধ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। ঈদগাঁও বার্...
21/06/2025

ঈদগাঁওতে উপজেলা ক্রিকেট ফোরাম ও ঈদগাহ মানবিক ফাউন্ডেশন এর মধ্যকার মাদক প্রতিরোধ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
ঈদগাঁও বার্তা টিভি
যুব সমাজকে ক্রীড়ামুখি করতে ক্রীড়ার প্রতি উৎসাহ যোগাতে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ঈদগাঁও উপজেলা ক্রিকেট ফোরাম ও ঈদগাহ মানবিক ফাউন্ডেশন।
২১ জুন সকালে ঈদগাহ রশিদ আহমদ কলেজ মাঠে উক্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং ২- ১ গোলে ঈদগাহ মানবিক টিমকে হারিয়ে উপজেলা ক্রিকেট ফোরাম বিজয়ী হয়।
এসময় উপজেলা ক্রিকেট ফোরামের সভাপতি জসিম উদ্দিন মনির, সাধারন সম্পাদক মুফিজুর রহমান, এডভোকেট মোবারক সাঈদ, স্বেচ্ছাসেবী মুনির আহমেদ, ফুটবল খেলোয়াড় একরাম অন্যান ক্রিকেট খেলোয়াড় ও ফুটবল খেলোয়াড় সহ অনেকেই উপস্থিত ছিলেন।

ঈদগাঁও চাঁন্দেরঘোনায় প্রমিকের হাত ধরে পালিয়ে গেলো প্রবাসীর স্ত্রী। নিয়ে গেলো প্রবাসীর জমানো টাকা সহ সর্বস্ব। ঈদগাঁও বার্...
19/06/2025

ঈদগাঁও চাঁন্দেরঘোনায় প্রমিকের হাত ধরে পালিয়ে গেলো প্রবাসীর স্ত্রী। নিয়ে গেলো প্রবাসীর জমানো টাকা সহ সর্বস্ব।
ঈদগাঁও বার্তা টিভি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চান্দেরঘোনা গ্রামের সৌদি প্রবাসী স্বামী শিমুল সোহেল রানার সবকিছু নিয়ে প্রেমিক জুনায়েদের হাত ধরে সন্তানসহ পালিয়েছে স্ত্রী।

একমাত্র বাচ্চাসহ গত ১১ জুন বুধবার প্রবাসী স্বামীর সর্বস্ব গুছিয়ে প্রেমিককে নিয়ে সন্ধ্যার সময় পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেমু আকতারের বিরুদ্ধে।

ঐদিন সবার অগোচরে পালানোর সময় স্বামীর পাঠানো নগদ লক্ষাধিক টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ দামী আরো নানা পণ্যসামগ্রী এবং ৪ বছর বয়সী সন্তানকেও সাথে নিয়ে গেছে।

পরদিন ভোর হতে প্রায় ৪/৫ দিন ধরে নানা জায়গায় খোঁজাখুঁজির পর সেই গৃহবধূকে না পেয়ে ঈদগাঁও থানায় (১৯ জুন) একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিরুদ্দেশ হওয়া গৃহবধূ জেমু আক্তার উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা গ্রামের সৌদি প্রবাসী শিমুল সোহেল রানার স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের হোজাইফ নামে চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

প্রবাসী শিমুল সোহেল রানার পিতা নুরুল হক জিডিতে উল্লেখ করেন, বিগত সাড়ে ৫ বছর পুর্বে পরিবারের অজান্তে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের খামার পাড়ার প্রবাসী মোবারক হোসেনের কন্যা জেমু আক্তারের সাথে বিয়ে হয় শিমুলের।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ির সবার অজ্ঞাতসারে শিশু সন্তানসহ নিরুদ্দেশ হয়। রুমে ঢুকে আলমিরা খোলা দেখে তল্লাশি করে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়-চোপড় এবং অন্যান্য পণ্য সামগ্রীও পাওয়া যায়নি। এরপরই খোঁজ নিতে গিয়ে জানতে পারি তাদের প্রতিবেশী জনৈক শহিদুল ইসলামের পুত্র জুনায়েদ প্রকাশ কালু'র সাথে পরকীয়ার জের ধরে দুজন পালিয়ে গেছে। ঘটনার বিষয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে প্রবাসী স্বামী, আমিসহ (জিডিকারি) পরিবারের অন্য সদস্যদের জড়িয়ে মিথ্যা নারী নির্যাতন মামলা করবে বলে মোবাইলে হুমকি দেয় জেমু।

মুঠোফোনে যোগাযোগ করে প্রবাসী শিমুল সোহেল রানা বলেন, ছেলে জন্ম নেয়ার পর থেকেই আমার স্ত্রী জেমুর পরকীয়ার বিষয়টি শুনছিলাম। তাকে জিজ্ঞেস করলে অস্বীকার করতো আর আমি দেশে আসতে চাইলেই বেঁকে বসতো। বলতো ঘর আলাদা করলেই আমি দেশে আসতে পারবো। প্রয়োজনে তাকে সৌদি আরব নিয়ে যেতে বলতো। এসবের পর আমার পাঠানো লাখ টাকা, ৪ভরি স্বর্ণ, মোবাইল, দামি পণ্য সামগ্রী গুছিয়ে পরিচিত সিএনজি ডেকে সন্ধ্যার আঁধারে নিরুদ্দেশ হয়েছে সে।

ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার আছাদুর রহমান জানান, এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি পাওয়ার পর থানার একজন এসআইকে তদন্ত করে ব্যবস্থা নিতে দায়িত্ব দেয়া হয়েছে।

চট্রগ্রামে চলতি বছরে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে । গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে...
18/06/2025

চট্রগ্রামে চলতি বছরে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে । গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ঈদগাঁও বার্তা টিভি
দেশে আবারও হানা দিচ্ছে করোনা ভাইরাস।
সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় মৃত্যু হওয়া ব্যক্তি ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, শফিউল পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার ডায়ালাইসিস করানো হয় তার। করোনা শনাক্ত হওয়ার পরও স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে নিজ বাড়িতে তিনি মারা যান।

এদিকে, নতুন করে ১২০টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলা বাসিন্দা। এদিনও নগরের চার সরকারি ল্যাবে একটিও করোনা পরীক্ষা হয়নি।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছে ২৮ জন। এর মধ্যে ২২ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।

করোনা আক্রান্ত বাড়তে থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

কারাগার থেকে ভোরে জাফর আলমকে নেয়া হলো চকরিয়া আদালতে। সাত মামলায় ১৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। জাফর আলমের মুক্তির দাবিতে...
18/06/2025

কারাগার থেকে ভোরে জাফর আলমকে নেয়া হলো চকরিয়া আদালতে।
সাত মামলায় ১৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
জাফর আলমের মুক্তির দাবিতে মিছিল করেছে জাফর আলম সমর্থকেরা।

16/06/2025

অবশেষে এক লাখ চল্লিশ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে বাড়িতে ফিরলো ঈদগাঁও - ঈদগড় সড়কে অপহরণ হওয়া দশম শ্রেণীর শিক্ষার্থী আমির সুলতান।

ঈদগড় বাইশারিতে জন্ম নেওয়া যেন পাপে পরিনত হচ্ছে। দিন দিন ঈদগড় সড়কে ডাকাতি ও অপহরণ বৃষ্টি পাচ্ছে।

ছেলেকে আলেম বানানো হলোনা বাবার! পিতা পুত্রের প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায়! একই সাথে বিয়ের আগে প্রাণ গেলো রিমঝিম বড়ুনা নামের ...
16/06/2025

ছেলেকে আলেম বানানো হলোনা বাবার! পিতা পুত্রের প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায়! একই সাথে বিয়ের আগে প্রাণ গেলো রিমঝিম বড়ুনা নামের এক নারীর।
ঈদগাঁও বার্তা টিভি
ছেলেকে আলেম বানানোর স্বপ্ন ছিলো হাবিবউল্লাহর। তাই পড়াচ্ছিলেন প্রশিদ্ধ মাদ্রাসায়। তাই তো নিজ গ্রাম থেকে দূরের চট্টগ্রামে করাচ্ছিলাম পড়ালেখা।

কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলোনা। পিতা-পুত্রের একসাথে প্রাণ গেলো সড়ক দূর্ঘটনায়। কক্সবাজারের রামুর রশিদ নগরে সোমবার সকাল ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঈদের ছুটি শেষে ভোরে ৯ বছরের ছেলে মো. রিয়াদকে নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের পটিয়ার উদ্দ্যেশ্যে রওনা হয় হাবিবউল্লাহ।

কিন্তু তাদের বহনকারী পূরবী বাসটির সাথে সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের। এতে ঘটনাস্থলেই হাবিবউল্লাহ ও তার ছেলে রিয়াদসহ তিনজনের প্রাণহানির তথ্য দিয়েছে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ।

পরে সকাল ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয় নিহতদের মরদেহ। সেখানে উপস্থিত স্বজনরা জানান, ঈদের ছুটি শেষে রিয়াদকে পটিয়া মাদরাসায় নিয়ে যাচ্ছিলেন পিতা হাবিবুল্লাহ। কিন্তু পথিমধ্যেই এমন দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, নিহত হাবিবউল্লাহ রামুর হাবিব বস্ত্র বিতানের স্বত্তাধিকারী। ছেলেটা হাফেজ হয়েছে। তাকে বড় আলেম বানাতে চেয়েছিলো হাবিব।

হাবিবউল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর দক্ষিণ পাতলি এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় ইউপি সদস্য ও নিহতের ফুফাতো ভাই গিয়াস উদ্দিন।

এদিকে এই ঘটনায় আরও এক নারী নিহত হয়েছে। রামু থানার ওসি মু. তৈয়বুর রহমান জানান, নিহত রিমঝিম বড়ুয়া রামুর রাজারকূল ইউনিয়নের হিমাংশু বড়ুয়ার মেয়ে।

আগামী ৫ জুলাই রিমঝিমের বিয়ের দিন ধার্য্য ছিলো। বিয়ের বাজার করতে তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানান তার এলাকার ইউপি সদস্য স্বপন বড়ুয়া।

মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছে রামু থানা পুলিশ।

Address

Cox’s Bazar
Cox's Bazar
4702

Alerts

Be the first to know and let us send you an email when ঈদগাঁও বার্তা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category