জেগো বাংলা

জেগো বাংলা আমাদের বাংলাদেশ
(8)

সাংবাদিক তুহিনকে গলা কেটে হ/ত্যা: গাজীপুরে চাঁদাবাজির লাইভের পর নির্মম হামলা📍 গাজীপুর | ৭ আগস্ট ২০২৫, রাতগাজীপুরের ব্যস্...
07/08/2025

সাংবাদিক তুহিনকে গলা কেটে হ/ত্যা: গাজীপুরে চাঁদাবাজির লাইভের পর নির্মম হামলা
📍 গাজীপুর | ৭ আগস্ট ২০২৫, রাত

গাজীপুরের ব্যস্ততম এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে ফেসবুক লাইভ করার কয়েক ঘণ্টা পরই নির্মমভাবে খু/ন হলেন এক সাংবাদিক। নি/হত সাংবাদিকের নাম মো. আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় তুহিন গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে বিচ্ছিন্নভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ জানায়, হত্যার কয়েক ঘণ্টা আগে তুহিন একটি লাইভ ভিডিওতে ফুটপাথ ও দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, লাইভে উল্লিখিত ব্যক্তিদের কেউ এই হামলার সাথে জড়িত থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ৫–৬ জন যুবক অবস্থান করছিল। এদের মধ্যে তিনজন দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে, অন্যরা বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়।

নি/হতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও মোবাইল কললিস্টসহ অন্যান্য সূত্র ধরে হ/ত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে।

এই ঘটনার পর গাজীপুর সাংবাদিক মহলসহ দেশব্যাপী ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এখন ভয়ানক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

🗣️ সাংবাদিক নেতৃবৃন্দের দাবি, তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

🔴 আপনার মতামত জানান:
এই ধরনের ঘটনার নিন্দা জানাতে ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নিজের অবস্থান জানাতে মন্তব্য করুন ও শেয়ার করুন।

অন্যের সন্তানকে বাঁচিয়ে নিজের সন্তানদের এতিম করলেন মাহরিন চৌধুরী! স্বামী-সন্তানের চোখে শুধু কাঁদা ও গর্ব..."একজন মা, এক...
28/07/2025

অন্যের সন্তানকে বাঁচিয়ে নিজের সন্তানদের এতিম করলেন মাহরিন চৌধুরী! স্বামী-সন্তানের চোখে শুধু কাঁদা ও গর্ব...

"একজন মা, একজন স্ত্রী, একজন মানুষ—আজ যিনি নেই, কিন্তু পুরো জাতির হৃদয়ে স্থান করে নিয়েছেন নিজের আত্মত্যাগ দিয়ে।
নাম তাঁর মাহরিন চৌধুরী।
তিনি নিজের জীবন দিয়ে বাঁচিয়েছেন অন্যের সন্তানকে।
আর তাতেই চিরতরে এতিম হয়ে গেলো তাঁর নিজেরই দুই সন্তান।

ঘটনাটি ঘটেছে গতকাল।
একটি রাস্তার পাশে বাচ্চা একটি মেয়ে যখন হঠাৎ দৌঁড়ে আসছিলো ট্রাফিকের মধ্যে, তখন মাহরিন চৌধুরী নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে মেয়েটিকে ঠেলে নিরাপদ স্থানে পাঠান।
নিজে বাঁচতে পারেননি।

স্বামী কাঁদতে কাঁদতে বলছেন,
"আমার স্ত্রী চলে গেছে… কিন্তু ওর মতো মানুষ কমই হয়। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন… আমার ছেলেমেয়েগুলোর জন্য দোয়া করবেন, ওরা যেন শক্ত থাকতে পারে…"

ছোট ছেলে বারবার মায়ের খালি চেয়ারে তাকিয়ে আছে, কিছু বোঝে না, শুধু জিজ্ঞেস করে—
"মা কবে আসবে?"

মাহরিন চৌধুরীর এই আত্মত্যাগ কেবল একটি পরিবারের নয়, পুরো জাতির হৃদয় স্পর্শ করেছে।
তার এই সাহসিকতা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ এখনো মানুষের জন্যই বাঁচে।

🔔 দেশবাসীর প্রতি অনুরোধ—
👉 আসুন, মাহরিনের পরিবারের পাশে দাঁড়াই।
👉 তাঁর সন্তানদের জীবনে আমরা আশার আলো হয়ে উঠি।
👉 আর তাঁর আত্মত্যাগ যেন শুধু কাগজে লেখা না থাকে—আমরা যেন সেটা মনে রাখি হৃদয়ে।

এই ছিল আজকের হৃদয়স্পর্শী একটি ঘটনা।
থাকুন আমাদের সঙ্গে, থাকুন মানুষের পাশে।

রাজবাড়ীতে ফেসবুক প্রেমের পর বিয়ে, দেড় মাস পর জানা গেল নববধূ পুরুষ| ২৫/০৭/২৫]রাজবাড়ীতে চাঞ্চল্যকর এক প্রতারণার ঘটনা ঘটেছে...
27/07/2025

রাজবাড়ীতে ফেসবুক প্রেমের পর বিয়ে, দেড় মাস পর জানা গেল নববধূ পুরুষ

| ২৫/০৭/২৫]
রাজবাড়ীতে চাঞ্চল্যকর এক প্রতারণার ঘটনা ঘটেছে। ফেসবুকে প্রেম, তারপর বিয়ে—সবই ছিল সাজানো নাটক! দেড় মাস সংসার করার পর জানা গেল, নববধূ আসলে একজন পুরুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার পাংশা উপজেলার এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এক "মেয়ের"। বেশ কিছুদিন কথাবার্তা, প্রেমালাপের পর প্রেম এতটাই গভীর হয় যে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। পরিবার ও সমাজের চোখে ধুলা দিয়ে তারা বিয়েও করে ফেলে।

কিন্তু বিয়ের দেড় মাস পর একরাতেই ফাঁস হয়ে যায় সব। পরিবারের সন্দেহে শুরু হয় জিজ্ঞাসাবাদ। একপর্যায়ে নববধূ নিজেই স্বীকার করে, সে আসলে একজন পুরুষ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে বলে জানা গেছে।

মরণ ফাঁদ কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ছয় লেন কখন হবে?আজ ভোরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মার্সা বাস কক্সবাজার সদরের ঝিলং...
26/07/2025

মরণ ফাঁদ কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ছয় লেন কখন হবে?

আজ ভোরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মার্সা বাস কক্সবাজার সদরের ঝিলংজা বাংলাবাজারের দরগাহ পাড়ায় কিং অব কমিউনিটি সেন্টারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভয়াবহ দূর্ঘটনা হয়।

চকরিয়ায় চাচিকে নিয়ে ভাতিজার পালাতক-------------------------------------------------------------নিজস্ব প্রতিবেদককক্সবাজার...
26/07/2025

চকরিয়ায় চাচিকে নিয়ে ভাতিজার পালাতক
-------------------------------------------------------------
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়া এলাকায় চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ জুলাই) ভোররাতে নিজ শিশু কন্যাসহ চাচিকে নিয়ে পালিয়েছেন এক ভাতিজা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসে থাকা রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) একই এলাকার আত্মীয় হারুনুর রশীদের ছেলে আরিফুল ইসলামের (২৭) সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। রবিউল দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।

অভিযোগকারী মোহাম্মদ আজিজ বলেন, “এই অবৈধ সম্পর্ক আমরা আগেও টের পেয়েছি। একবার স্থানীয়রা দুজনকে আপত্তিকর অবস্থায় ধরেও ফেলে। তখন সামাজিকভাবে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কিন্তু তার পরেও সম্পর্ক চলমান থাকে। সর্বশেষ ভোর ৪টার দিকে বাচ্চাসহ পালিয়ে গেছে তারা।”

জান্নাতুল মাওয়া এলি পশ্চিম বাংলাবাজার, কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মাহবুব আলমের মেয়ে। কয়েক বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ভাঙনের এই ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।

প্রবাসী ভাইদের প্রতি সতর্কবার্তা:
এ ঘটনায় এলাকার সচেতন মহল প্রবাসে থাকা ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন, স্ত্রী-সংসারের খোঁজখবর ও সামাজিক দায়বদ্ধতা যেন অবহেলায় না পড়ে। সম্পর্কের বিশ্বাস যেন ভেঙে না যায়, সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন।

#পরকীয়া #জেগো_বাংলা #পারিবারিকভাঙন #সতর্কবার্তা

"শরণার্থী, কিন্তু শান্তিও নেই…"একটা সময় ছিল, মানুষ যুদ্ধ থেকে পালিয়ে বাঁচার আশায় আশ্রয় নিতো।ভাবতো—এখানে অন্তত কেউ গুলি ছ...
24/07/2025

"শরণার্থী, কিন্তু শান্তিও নেই…"

একটা সময় ছিল, মানুষ যুদ্ধ থেকে পালিয়ে বাঁচার আশায় আশ্রয় নিতো।
ভাবতো—এখানে অন্তত কেউ গুলি ছোঁড়বে না, কেউ সন্তান কাঁধে নিয়ে মরবে না।

কিন্তু কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে এখন সেই নিরাপত্তাটাও নেই দোস্ত…
সেখানে দিন নেই, রাত নেই — কখন কে অপহৃত হবে, কে গুলিবিদ্ধ হবে — কেউ জানে না।

শুধু ভাত-কাপড় দিলেই হয় না...
মানুষের জীবনও নিরাপদ রাখা দরকার।

তাদের অপরাধ কী ছিল জানো?
শুধু একটা দেশ ছিল না বলেই তারা শরণার্থী…

এখন তারা আরেকটা দেশে,
কিন্তু ঘুম হারাম, শান্তি হারাম, শিশুরাও আতঙ্কে বড় হচ্ছে।

শুধু মানবতা দেখানোর নামেই যদি আমরা দায়িত্ব নেই —
তাহলে মানবতার আসল অর্থটাও আমরা ভুলে যাচ্ছি।

এই পৃথিবীতে কেউই তো ইচ্ছা করে শরণার্থী হয় না বন্ধু…

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
23/07/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

নিশ্চিতভাবে — নিচে গতকাল ঢাকায় মিলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর F‑7 BGI প্রশিক্ষণ জেট ক্র্যাশের...
23/07/2025

নিশ্চিতভাবে — নিচে গতকাল ঢাকায় মিলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর F‑7 BGI প্রশিক্ষণ জেট ক্র্যাশের পুরো ঘটনা, তার প্রেক্ষাপট ও প্রতিক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হলো:

📰 প্রধান তথ্য (সংক্ষেপে)

**📅 তারিখ ও সময়ঃ** ২১ জুলাই ২০২৫, দুপুর ১টা ০৬ মিনিট (BST)

**📍 স্থানঃ** উত্তরায়, মিলস্টোন স্কুল ও কলেজ, ঢাকা

যোক্ত বিমানঃ চীন製 Chengdu FT‑7 BGI প্রশিক্ষণ জেট

---

💥 দুর্ঘটনার বিবরণ

বিমানটি ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে জরুরি ল্যান্ডিংয়ের সময় ‌“মিলস্টোন” শিক্ষা প্রতিষ্ঠানে ধাক্কা দেয়

পাইলট Flight Lt. Mohammed Toukir Islam শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের ওপর বিমাস্কি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন — কিন্তু বিমান ভবনে ধাক্কা দেয়

👥 হতাহতের সংখ্যা

বিষয় সংখ্যা

মৃত (প্রথম পর্যায়ে) ২৫–৩২ জন, অধিকাংশই ছাত্র–ছাত্রী
আহত প্রায় ১৭০–১৭১ জন (অনেকে দগ্ধ ও গুরুতর অবস্থায়)
গুরুতর দগ্ধের সংখ্যা প্রায় ৭৮–২৫ জন

👨‍🚒 উদ্ধার ও প্রতিক্রিয়া

এমার্জেন্সি, ফায়ার সার্ভিস এবং আর্মি দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে নেন

স্কুলের একজন ইংরেজি শিক্ষক মহেরিন চৌধুরী আগুনের মধ্যেই ছাত্রদের বাইরে বের করে মৃত্যুর মুখোমুখি হন — তাকে জাতীয় বীর হিসেবে বলা হচ্ছে

--🏛 রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া

জাতীয় শোক ঘোষণা করা হয়েছে — ২২ জুলাইকে সরকারি শোক দিবস ঘোষণা

শিক্ষার্থীরা দাবী তুলেছে দায়িত্ব নেওয়ার জন্য, ক্ষতিপূরণ ও নিরাপত্তা বিধান নিশ্চিতের জন্য

প্রতিবেশী ভারত, চীন ও মায়ানমার সমবেদনা প্রকাশ করে, ভারত জরুরি চিকিৎসা দলের সহযোগিতায় এগিয়ে আসে

🔍 তদন্ত

ISPR জানায়— যান্ত্রিক ত্রুটির কারণে বিমান নিয়ন্ত্রণ হারায়

বিমান বাহিনী ও সরকার তদন্ত কমিটি গঠন করেছে— পরবর্তী সুরক্ষা নিশ্চিতে কাজ চলছে

📝 উপসংহার

এই দুর্ঘটনা বাংলাদেশের বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ ঘটনা এবং মূলত যান্ত্রিক ভ্রাট ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির লক্ষণ বলে দেখা হচ্ছে। নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা, আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আমি মিলস্টোন পরিবারের সঙ্গেও একত্রিতভাবে শোকশান্তি কামনা করছি 🙏🕊️

৩ টি জঘন্য ঘটনা 😡😡ঘটনা ১- ব্যবসায়ীকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করাঘটনা ২ - খুৎবা পছন্দ না হওয়ায় খতিবকে কু'পিয়েছে মুসল্ল...
12/07/2025

৩ টি জঘন্য ঘটনা 😡😡
ঘটনা ১- ব্যবসায়ীকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা
ঘটনা ২ - খুৎবা পছন্দ না হওয়ায় খতিবকে কু'পিয়েছে মুসল্লী।
ঘটনা ৩- চকোরিয়া কেম্ব্রিয়ান স্কুল। পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থী এবং অবিভাবক মিলে শিক্ষককে মারা।

ক্ষমতালোভী নেতারা ও তথাকথিত শিক্ষিতরা প্রতিনিয়ত এই জঘন্য কাজ করে যাচ্ছে। ধর্মীয় শিক্ষা ও আইনের শাসনের অভাবে আমাদের দেশ তথা সমগ্র সমাজ ব্যবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এগুলো নিয়ে কথা বলা শুরু করুন, প্রতিবাদ করুন। সাহসের সাথে খুনিকে খুনি, চোরকে চোর, দুর্নীতিবাজদের দুর্নীতিবাজ, চরিত্রহীনকে লম্পট, ঘুষখোরকে ঘুষখোর বলুন। সামাজিকভাবে এদেরকে বয়কট করুন। সব ধরনের ক্ষমতা লোভীকে বয়কট করুন। না হলে আমার -আপনার কিংবা আমাদের পরিবারের সদস্যদের অবস্থা আরো শোচনীয় হবে। সুতরাং বজ্রকন্ঠে সকলে অন্যায়ের প্রতিবাদ করুন।

ধ্বংস হোক সকল সকল জুলুমকারী।

10/07/2025

টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে রেশন নিয়ে ফেরার পথে কিশোর গুলিবিদ্ধ

আজকের তাজা খবরনরসিংদীতে ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি করে হ/ত্যা
01/07/2025

আজকের তাজা খবর
নরসিংদীতে ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি করে হ/ত্যা


ঈদের ছুটি কাটাতে কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড় বাড়ছে।
09/06/2025

ঈদের ছুটি কাটাতে কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড় বাড়ছে।

Address

Cox's Bazar
4750

Telephone

+8801608587352

Website

Alerts

Be the first to know and let us send you an email when জেগো বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জেগো বাংলা:

Share