
12/07/2025
৩ টি জঘন্য ঘটনা 😡😡
ঘটনা ১- ব্যবসায়ীকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা
ঘটনা ২ - খুৎবা পছন্দ না হওয়ায় খতিবকে কু'পিয়েছে মুসল্লী।
ঘটনা ৩- চকোরিয়া কেম্ব্রিয়ান স্কুল। পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থী এবং অবিভাবক মিলে শিক্ষককে মারা।
ক্ষমতালোভী নেতারা ও তথাকথিত শিক্ষিতরা প্রতিনিয়ত এই জঘন্য কাজ করে যাচ্ছে। ধর্মীয় শিক্ষা ও আইনের শাসনের অভাবে আমাদের দেশ তথা সমগ্র সমাজ ব্যবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এগুলো নিয়ে কথা বলা শুরু করুন, প্রতিবাদ করুন। সাহসের সাথে খুনিকে খুনি, চোরকে চোর, দুর্নীতিবাজদের দুর্নীতিবাজ, চরিত্রহীনকে লম্পট, ঘুষখোরকে ঘুষখোর বলুন। সামাজিকভাবে এদেরকে বয়কট করুন। সব ধরনের ক্ষমতা লোভীকে বয়কট করুন। না হলে আমার -আপনার কিংবা আমাদের পরিবারের সদস্যদের অবস্থা আরো শোচনীয় হবে। সুতরাং বজ্রকন্ঠে সকলে অন্যায়ের প্রতিবাদ করুন।
ধ্বংস হোক সকল সকল জুলুমকারী।