Kids Nasheed Academy

Kids Nasheed Academy ছন্দ-সুরে গাইবো মোরা আল্লাহ প্রেমের গান,
কোরানের পথে রাসুলের তরে বিলিয়ে দিব প্রাণ।

27/01/2025

গজল ম্যাশআপ❤️

আলহামদুলিল্লাহকিডস নাশিদ একাডেমির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হলো।। প্রিয় ভাই শা...
26/01/2025

আলহামদুলিল্লাহ
কিডস নাশিদ একাডেমির
২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হলো।।
প্রিয় ভাই শাহ নেওয়াজ ও সাদ্দাম হোসাইন এর সঞ্চালনায় এবং কিডস নাশিদ একাডেমির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইউছুপ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিডস নাশিদ একাডেমির সম্মানিত অভিভাবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলার আমীর
রংগীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক
মাওলানা রফিকুল্লাহ সাহেব
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার এবং শিল্পী রিয়াদ হায়দার।।

অভিনেতা হিসেবে ছিলেন
সবার পরিচিত মুখ Ntvএর অভিনেতা
হাফিজুল ইসলাম

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ড. রফিকুল ইসলাম,মমতাজুল ইসলাম
মনু, ইব্রাহিম খলিল, শাহ জাহান, রফিকুল ইসলাম অপি, জিয়াউল হক কায়ছার, আতাউল হক বিন মুসা, হারুনুর রশিদ।

হেভেন টিউন গোল্ডেন মেম্বারের পরিচালক, কামরুল হাসান আবির, আমন্ত্রিত শিল্পীগোষ্ঠী, নদী নাফ শিল্পীগোষ্ঠী, কিরণ শিল্পী গোষ্ঠী, শৈবাল শিল্পী গোষ্ঠী, নাফনদী শিল্পী গোষ্ঠী সহ কিডস নাশিদ একাডেমির একঝাঁক শিশু-কিশোর শিল্পী, দায়িত্বশীল,সাংবাদিক, ব‍্যাংকার সহ বিভিন্ন শ্রেণির পেশায় নিয়োজিত ব‍্যক্তি বর্গ এবং কিডস নাশিদ একাডেমির অভিভাবক-অভিভাবিকা বৃন্দ উপস্থিত ছিলেন,
এতে টেকনাফ উপজেলার সর্ব জনসাধারণ উপস্থিত হয়ে প্রোগ্রামকে সুন্দর করার জন্য আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, আগামীতে আরো সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আপনারা কিডস নাশিদ একাডেমির পাশে থাকুন, সাথে থাকুন, আপনার সন্তানদেরকে অপসংস্কৃতি আগ্রাসর থেকে বাচার জন্য সুস্থ সংস্কৃতিতে আপনার সন্তানদেরকে ভর্তি করিয়ে দিন।

শুভেচ্ছান্তে, নুরুল কাদের শাহী
পরিচালক কিডস নাশিদ একাডেমি

তারিখ : ২৫-/০১/২০২৫ইং

26/01/2025

গ্রামের নওজোয়ান 🌹❤️

25/01/2025

চলে আসুন আমরা রেডি

আমরা একদম প্রস্তুতচলে আসুন আজ বাদে আছর হ্নীলা আলফালা একাডেমির মাঠে
25/01/2025

আমরা একদম প্রস্তুত
চলে আসুন আজ বাদে আছর হ্নীলা আলফালা একাডেমির মাঠে

24/01/2025

আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ
বিশিষ্ট গীতিকার ও সুরকার এবং শিল্পী
জনাব রিয়াদ হায়দার

আমরা প্রস্তুত আপনারা প্রস্তুত ত 😊😊
23/01/2025

আমরা প্রস্তুত
আপনারা প্রস্তুত ত 😊😊

সবাইকে আমন্ত্রণ ২৫ তারিখ রোজ শনিবার।।
23/01/2025

সবাইকে আমন্ত্রণ ২৫ তারিখ রোজ শনিবার।।

আলহামদুলিল্লাহ আজকে আমরা কিডস নাশিদ একাডেমি নুরুল ইসলাম ভাইয়ের আমন্ত্রণে সংগীত পরিবেশনা নিয়ে আছি কম্বনিয়াপাড়া,  হোয়াইকৎ।...
21/01/2025

আলহামদুলিল্লাহ
আজকে আমরা কিডস নাশিদ একাডেমি নুরুল ইসলাম ভাইয়ের আমন্ত্রণে সংগীত পরিবেশনা নিয়ে আছি কম্বনিয়াপাড়া, হোয়াইকৎ।।
যোগাযোগঃ ০১৮৬৮২৩৩৩৫৩

আলহামদুলিল্লাহ আজকে আমরা কিডস নাশিদ একাডেমি সংগীত নিয়ে আছি জাদিমুরা যুব সমাজ এর বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে।।
19/01/2025

আলহামদুলিল্লাহ
আজকে আমরা কিডস নাশিদ একাডেমি সংগীত নিয়ে আছি জাদিমুরা যুব সমাজ এর বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে।।

আলহামদুলিল্লাহ কিডস নাশিদ একাডেমির শিল্পীদের নতুন বছরের আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান।।উপস্থিত ছিলেন  কিডস নাশিদ একাডেমির সম...
17/01/2025

আলহামদুলিল্লাহ
কিডস নাশিদ একাডেমির শিল্পীদের নতুন বছরের আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান।।
উপস্থিত ছিলেন কিডস নাশিদ একাডেমির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইউছুপ।।

17/01/2025

কিডস নাশিদ একাডেমির সাপ্তাহিক কালচারাল ক্লাস থেকে সরাসরি।।
ক্লাস নিচ্ছেন নুরুল কাদের শাহী
পরিচালক কিডস নাশিদ একাডেমি।।

ইনশাআল্লাহ আগামী রবিবার সংগীত পরিবেশনা নিয়ে থাকব আমরা কিডস নাশিদ একাডেমি জাদিমরা ইনশাআল্লাহ।।
16/01/2025

ইনশাআল্লাহ আগামী রবিবার সংগীত পরিবেশনা নিয়ে থাকব আমরা কিডস নাশিদ একাডেমি জাদিমরা ইনশাআল্লাহ।।

14/01/2025

ইনশাআল্লাহ
আপনারদের মাধ্যমে চমৎকার একটি আয়োজন হবে।।

বিসমিল্লাহির  রাহমানির রাহিমপ্রিয় মহোদয়আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ইসলামী সংস্...
12/01/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় মহোদয়
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ইসলামী সংস্কৃতির বিকাশ এবং অপ-সংস্কৃতির আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে

আগামী ২৫ জানুয়ারী ২০২৫খ্রি., শনিবার, কক্সবাজার জেলার সাড়াজাগানো সাংস্কৃতিক সংগঠন " #কিডস_নাশীদ_একাডেমি'র" ্রতিষ্ঠা_বার্ষিকী উপলক্ষ্যে হ্নীলা আলফালাহ্ একাডেমীর মাঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠান সফল করতে আপনার উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।

মা 'আসসালাম-
নুরুল কাদের শাহী
পরিচালক, কিডস নাশীদ একাডেমী

তারিখ: ২৫ জানুয়ারী ২০২৫ইং, শনিবার
সময়: বাদে আছর।
স্থান:
হ্নীলা আলফালাহ্ একাডেমী মাঠ।
বিশেষ প্রয়োজনে: 01868-233353
( পরিচালকঃ নুরুল কাদের শাহী)
[email protected]

আলহামদুলিল্লাহকিডস নাশিদ একাডেমির  শিশুদের সাপ্তাহিক সংগীত  ক্লাস সম্পন্ন হলো। প্রশিক্ষক- নুরুল কাদের শাহী  ও সালাহউদ্দি...
10/01/2025

আলহামদুলিল্লাহ
কিডস নাশিদ একাডেমির শিশুদের সাপ্তাহিক সংগীত ক্লাস সম্পন্ন হলো।

প্রশিক্ষক- নুরুল কাদের শাহী ও সালাহউদ্দিন
পরিচালক কিডস নাশিদ একাডেমি, টেকনাফ।
ভর্তির জন্য যোগাযোগঃ 01868233353

তারিখ : ১০ /১/২৫ইং

ইনশাআল্লাহ আগামী ২১ই জানুয়ারি নুরুল ইসলাম ভাইয়ের আমন্ত্রনে  আমরা কিডস নাশিদ একাডেমি সংগীত নিয়ে থাকবো  কম্বনিয়া পাড়া,  হো...
09/01/2025

ইনশাআল্লাহ
আগামী ২১ই জানুয়ারি নুরুল ইসলাম ভাইয়ের আমন্ত্রনে আমরা কিডস নাশিদ একাডেমি সংগীত নিয়ে থাকবো কম্বনিয়া পাড়া, হোয়াইকৎ ।।
সবাইকে দ্বীনি দাওয়াত রইল।।
যোগাযোগঃ 01868233353

07/01/2025

চমৎকার একটি হামদে বারি তায়ালা।।

গানঃ আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আপন কেহ নাই।।
শিল্পীঃ নুরুল কাদের শাহী
কথাঃ গাজী খাইরুল ইসলাম
সুরঃ সাইফুল্লাহ মানসুর

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Kids Nasheed Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share