Hridoy Dev Nath

Hridoy Dev Nath একদিন তুমি নিজে থেকেই বলবে, হয়তো গোপনে-না হয়তো প্রকাশ্যে.!ওর মত যত্ন করে আর কেউ কোনোদিনও ভালোবাসেনি..!🖤

পুরুষ মানেই এক রহস্যময় চরিত্র, যার মাঝে – লুকিয়ে আছে শত শত না পাওয়ার গল্প 🖤☺️🥀
22/06/2024

পুরুষ মানেই এক রহস্যময় চরিত্র, যার মাঝে

– লুকিয়ে আছে শত শত না পাওয়ার গল্প 🖤☺️🥀

__ মায়ের চেয়ে পৃথিবীতে আপন কেউ নেই,,,,,,,! 💓🙏🥀🤗
20/06/2024

__ মায়ের চেয়ে পৃথিবীতে আপন কেউ নেই,,,,,,,! 💓🙏🥀🤗

27/04/2024

'মেয়েটি Boyfriend কে জিঙ্গেস করল। আচ্ছা আমার শরীরের কোন স্থানটি তোমার বেশি পছন্দ।

'ছেলেটি আশ্চর্য হয়ে বললো।
হটাৎ এই কথা কেনো।

'আরে বলোনা কোন স্থানটি তোমার বেশি পছন্দ।
আমি কিচ্ছু বলবোনা তোমাকে।

'আচ্ছা বলতেছি।
তোমার ওই কপালটি আমার বেশ পছন্দ।

'মেয়েটি আশ্চর্য হয়ে বলে।
আমার শরীরের কতো সুন্দর সুন্দর স্থান থাকতে তুমি
কপালটি বেছে নিলে যে?

'শুনেছি নারীর কপালে আলতো
করে চুমু দিলে নাকি ভালোবাসা বৃদ্ধি পায়। নারীর ওই
কাপালে কালো একটি টিপ পরলে
তাকে অসম্ভব সুন্দর লাগে।

'তাইতো তোমার ওই কপালটি
আমি বেছে নিয়েছি।
আমি চাই আমাদের ভালোবাসা আরো বৃদ্ধি পাক।
যেনো দুঃখো সেই ভালোবাসা দেখে
আবসোচ করে।

'boyfriend এর কথা শুনে
মেয়েটি বলে " এতোটা ভালোবাসো আমাকে তুমি।

'হ‍্যাঁ অসম্ভব ভালোবাসি
তোমাকে প্রিয়।

'তাই!
জানো আমি ভাবেছিলাম তুমি শরীরের অন‍্য কিছু
একটা পছন্দ করবে।

'পাগলি তোমাকে ভালোবেসে
আপন করে পাইলে তো তোমার শরীরের সব কিছুই
আমার হবে।

'আসলেই তো।
আচ্ছা কতো ছেলে তার girlfriend কে কিস করে।
রুম ডেট করে। তোমার এই সব করতে ইচ্ছে বা
আক্খাংকা করেনা।

'নাহ।
কারন আমি ভালোবাসা কে সম্মান করি।
ভালোবাসলেই যে শরীর পেতে হবে এমনটা কিন্তু না।

'ছেলেটির কথা শুনে মেয়েটি বলে উঠলো।
সত‍্যি আমি লাকি
তোমার মতো একজন boyfriend পেয়ে।
আমিও অসম্ভব ভালোবাসি তোমাকে 💗

'আসলেই ভালোবাসলেই
যে শরীর পেয়ে হবে এমনা না।
ভালোবাসলে এতোটা ভালোবাসুন যেনো মৃত্যুর ১০০
বছর পরেও যেনো সে বলে।
আমার প্রিয় মানুষটি আমাকে ভিশন ভালোবাসতো।

অনুগল্প : #অসম্ভব_ভালোবাসি।

রাত্রে স্বামী স্ত্রী দুজনে শুয়ে ছিলো। রাত দুটোর সময় হঠাৎ স্ত্রীর ফোনে ম্যাসেজ টোন বেজে উঠলো.....চমকে উঠে স্বামী স্ত্রীর ...
21/04/2024

রাত্রে স্বামী স্ত্রী দুজনে শুয়ে ছিলো। রাত দুটোর সময় হঠাৎ স্ত্রীর ফোনে ম্যাসেজ টোন বেজে উঠলো.....
চমকে উঠে স্বামী স্ত্রীর ফোনে BEAUTIFUL লেখা দেখে স্ত্রীকে উঠিয়ে বললো,
“তোমার ফোনে ম্যাসেজ এসেছে BEAUTIFUL.
তোমার ফোনে এমন ম্যাসেজ, কেনো...??”
স্ত্রী ধড়পড় করে উঠে বললো:
“এই ৪৫ বছর বয়সে কে আর BEAUTIFUL বলবে....!!” তারপর মোবাইল দেখে চিৎকার করে স্বামীকে বললো, “এবার থেকে চশমা পরে ফোন হাতে নেবে। ওটা BEAUTIFUL লেখা নয়....
ফোন চার্জে দেওয়া ছিলো,
তাই BATTERYFULL লেখা দেখাচ্ছে...। 😂😁🤣

13/04/2024

প্রয়োজনে তো কত জনকেই মনে পড়ে !
- প্রবর রিপন

্রয়োজনে তো কত জনকেই মনে পড়ে !
- প্রবর রিপন

13/05/2023

আত্মহত্যা মহাপাপ বলে 😇
এই শহরে হাজার হাজার জীবন্ত লাশ ঘুরে বেড়ায় 😞🤗

বি.দ্র:কেউ কারো কষ্ট বুঝতে পারে না 🥺💔

Creativity 😍🥰
10/05/2023

Creativity 😍🥰

—💙✨🍂🌻🦋—-!
04/03/2023

—💙✨🍂🌻🦋—

-!

Address

Cox’s Bazar
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy Dev Nath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share