12/07/2025
"হৈহুল্লোড়ের মাঝেও স্থির আমি"
আজ দিনটা কোলাহলে ভরা,
চারদিক গমগম, শব্দে ছাওয়া সব কোণা।
মেশিনটা খারাপ, কাজ আটকে আছে,
তবু আমি হেঁটেছি দৃঢ় ভঙ্গিতে—হাঁপাইনি।
না, আমি ভেঙে পড়িনি
না হতাশায় ডুবে যাইনি।
আমি শুধু দেখেছি, শুনেছি, বুঝেছি—
তবু থেকেছি স্থির, নিজেকে হারাইনি।
লোকের ভিড়, কাজের চাপে
যেখানে অন্যরা হাল ছেড়ে দেয়—
সেখানে আমি থেকেছি নির্ভার…
কারণ আমার ভরসা একটাই: ইনশাআল্লাহ।