অভিজ্ঞান

অভিজ্ঞান অন্তর্জালের অন্ধ সূর্য,
নিঃসঙ্গ সময়ের সংলাপ।
"অভিজ্ঞান" — আত্মপরিচয়ের অন্তর্লিখন।
বিক্ষিপ্ত ভাবনা, অব্যক্ত বেদনা,
এখানে শব্দ হয়ে সঞ্চারিত হয়।
(6)

12/07/2025

"হৈহুল্লোড়ের মাঝেও স্থির আমি"

আজ দিনটা কোলাহলে ভরা,
চারদিক গমগম, শব্দে ছাওয়া সব কোণা।
মেশিনটা খারাপ, কাজ আটকে আছে,
তবু আমি হেঁটেছি দৃঢ় ভঙ্গিতে—হাঁপাইনি।

না, আমি ভেঙে পড়িনি
না হতাশায় ডুবে যাইনি।
আমি শুধু দেখেছি, শুনেছি, বুঝেছি—
তবু থেকেছি স্থির, নিজেকে হারাইনি।

লোকের ভিড়, কাজের চাপে
যেখানে অন্যরা হাল ছেড়ে দেয়—
সেখানে আমি থেকেছি নির্ভার…
কারণ আমার ভরসা একটাই: ইনশাআল্লাহ।

12/07/2025

"...আর আজকের রোদ"

গরমটাও যেন আজ ছিল রাগে জ্বলে,
সূর্যটা মাথার উপর দাঁড়িয়ে যেন বলছে—
“আজ তোমার ধৈর্য আমি দেখবো!”

ঘামে ভেজা গায়ের জামা,
আর কাজের ফাঁকে ফাঁকে ক্লান্ত শ্বাস…
তবু আমি হাঁপাইনি,
কারণ আমি জানি—এই গরমও কেটে যাবে একদিন।

হয়তো আজ শরীর ক্লান্ত,
কিন্তু মন এখনো বলছে—ইনশাআল্লাহ, আগামীকাল ঠান্ডা হবে।

11/07/2025

❝ অভিজ্ঞান ❞

কিছু কথা থাকে, যেগুলো কখনো বলা হয় না—
তবু তারা বেঁচে থাকে বুকের এক গোপন জানালায়।

কিছু মানুষ থাকে, যারা হারিয়ে গেলেও থেকে যায় মনে,
যেমন একটা গন্ধ,
একটা অসমাপ্ত চিঠি,
একটা ডাক… যার উত্তর আজও আসেনি।

এই পেজ—"অভিজ্ঞান"—তাদেরই জন্য,
যাদের কিছু হারিয়েছে,
আর যাদের ভিতরে এখনো কিছু বেঁচে আছে।

এখানে আমরা খুঁজবো
আমাদের ফেলে আসা দিন,
না বলা অনুভব,
ভাঙা আয়নার সেই মুখ—যাকে হয়তো নিজের বলেও চিনি না আর।

তুমি এসো।
আমাদের এই অভিজ্ঞান হবে একসাথে স্মৃতি খোঁজার পথ।

#অভিজ্ঞান #হারিয়ে_যাওয়া_আমি #স্মৃতির_ডায়েরি #ভাঙা_শব্দ #আত্মার_ভাষা

16/01/2024

আসসালামু আলাইকুম

কারো বাসায় গেলে পাঁচ পদ নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে দশ পদ রান্না করার কালচার থেকে বের হতে না পারলে আত্মীয়-স্বজন এবং প্র...
29/04/2023

কারো বাসায় গেলে পাঁচ পদ নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে দশ পদ রান্না করার কালচার থেকে বের হতে না পারলে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা কঠিন।

মধ্যবিত্ত পরিবারে (পড়ুন নিম্নমধ্যবিত্ত পরিবারে) এক কেজি আঙ্গুরের চেয়ে এক ডজন ডিমের প্রয়োজনীয়তা বেশি। জাপানীরা কারো সাথে দেখা করতে গেলে এক কেজি চাল নিয়ে যায় উপহার হিসেবে। ওদের প্রধান খাদ্য ভাত, আমাদেরও ভাত। তাহলে আমরা চাল নিয়ে গেলে সমস্যা কোথায়?

যিনি বা যারা বেড়াতে যাচ্ছেন তারা যদি ঐ বেলার বাজারটাই করে নিয়ে যান সবচেয়ে ভালো হয়। সেগুলোই রান্না হবে। মেহবান এবং মেজবান কারোই সমস্যা হবে না, কষ্ট হবে না। বাসায় দুটো বাচ্চা থাকলে সাথে পাঁচ টাকা দামের দুটো চকলেট নিয়ে যান, কোনো সমস্যা নেই।

যারা দশ পদ রান্না করেন এবং যারা দশ পদের রান্না না দেখলে মনে করেন সমাদর করা হয়নি—সবারই মনে রাখা উচিত তৃপ্তি ভরে খাওয়া যায় দুই পদ। আরেকটা পদ যোগ হতে পারে আগে বা পরে সাপ্লিমেন্টারি হিসেবে।

এই কালচার প্রোমোট করার ক্ষেত্রে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। যারা একটা কালচারে তাদের জীবন শেষ করে দিয়েছেন প্রায়, তাদের পক্ষে অন্য কিছু ভাবা সম্ভব নয়।

@ সুলতান মাহমুদ টিপু

24/04/2023

আমি বাদে সবাই ছবি আপলোড করছে।

21/04/2023

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদ মোবারক 🌙

28/03/2023

বুকের উপর গু'লি চালিয়েও বাঙালিকে উর্দু শেখাতে না পারা পা'কিস্তান!
এদিকে মুভি, সিরিয়াল দেখিয়ে বাঙালিকে হিন্দি শিখিয়ে ফেলা ভারত!

27/03/2023

রিভিউ প্রয়োজন হলে,ফলো করুন।

26/03/2023

ফলো দেন ফলো বেক দিবো ইনশাআল্লাহ
একটু দেরি হতে পারে কিন্তু ফলো ব্যাক পাবেন ইনশাআল্লাহ।

25/03/2023

পেইজটা ঘুরে আসলাম �
খুব সুন্দর �
সবাই সার্পোট দিয়ে পাশে থাকুন �
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো �
পাশে থাকবেন আশা রাখি ��ব্যাক প্লিজ
Amazing page So Follow page�
Support to support
Thank you

23/03/2023

মাগ্গো মা,,,,,,,,,,🙄
"তোরা যে এইভাবে চ্যাটিং করস."!👀

___n8, w8, f9, m9, r8, os3r

"তোগো ইংলিশ কি গনিত স্যার এ শিখাইছিলো.?
-একজন বললো, আমি নাকি" CNG " হয়ে গেছি!!

- ২ ঘন্টা পরে বুঝলাম "CNG" মানে Change!!!🙂
হাইরে দীপু খালা তুমি কই🥹😄

Address

Cox's Bazar
2400

Telephone

+8801740565144

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভিজ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share