Arpita Sushil

Arpita  Sushil I am a professional Digital marketer, content writer, canva designer .

💖💖🥰🥰🥰Second business tour. 💗💗💗💖💖
17/09/2023

💖💖🥰🥰🥰Second business tour. 💗💗💗💖💖

13/09/2023

Freelancing বিষয়ক free seminar.

মোবাইল ফোন/লেপটপ আপনার সময় কাটানের বস্তু না হয়ে, হয়ে উঠুক আয়ের উৎস।।।

Class Method: ZOOM Apps

Time: 2.45 PM

বিস্তারিত জানতে Inbox me.

17/03/2023

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং বেশ পরিচিত এবং আলোচিত একটি ধারনা যা কিনা আপনি কোন না কোন ভাবে শুনে থাকবেন।

বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানি বা উদ্যোগের জন্য ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম।এর মাধ্যমে ঘরে বসেই আয় করা যায়।কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মানুষের ধারনা থাকলেও বিস্তারিত জ্ঞান না থাকার কারণে মানুষ এর সুবিধা গ্রহন করতে পারে না।

ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্রান্ডের প্রচার চালানোকে বোঝানো হয়ে থাকে।একে আবার অনলাইন মার্কেটিং ও বলা হয়।এর মাধ্যমে খুব অল্প সময়ে অল্প খরচে অনেক দর্শকের কাছে পৌঁছানো যায় বলেই ডিজিটাল মার্কেটিং দিন দিন খুব জনপ্রিয়তা অর্জন করছে।

বর্তমান সময়ে ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন ভাবে খুব সহজেই আয় করা সম্ভব তাই বেকারত্ব ঘোচাতে ডিজিটাল মার্কেটিং এর আশীর্বাদকে বরণ করে নেওয়া উচিত।😊

তাছাড়া, অনেক শিক্ষার্থী পড়াশুনোর পাশাপাশি ইনকাম করতে চাই।তাদের এই ইচ্ছাকে অনেক অংশে সফল করেছে ডিজিটাল মার্কেটিং।

🗨️🗨️ ফ্রিল্যান্সিং নিয়ে জানার ইচ্ছা থাকলে এখনই রিপ্লাই করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন....
ধন্যবাদ 💝

23/02/2023

⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️

যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের তিনটা সমস্যা খুবই লক্ষনীয় -

১.পরিবার চায়না।।

২.আমার তো টাকা নেই।।

৩.আমি কি পারব??
তো তাদের জন্য বলছি-

১.পরিবার চায়না:-
পরিবার চায়না ঠিক আছে কিন্তু পরিবার
কে মানিয়ে নিতে হবে।আচ্ছা আপনি যে মোবাইল ফোন চালান সেই মোবাইল ফোন প্রথম যখন পরিবারের কাছ থেকে চান তখন তাদের reaction কেমন ছিল?
আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊

২.আমার তো টাকা নেইঃ-
ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করছি..আপনাকেও করতে হবে . এখন পরিবার ও support করছে😇।
আপনি বন্ধুদের সাথে পার্টি করার জন্য বা কোনো ট্যুরে যাওয়ার জন্য টাকা যোগাড় করতে পারেন ।
কিন্তু আপনার নিজের ক্যারিয়ার গড়ার জন্য কষ্ট করতে চান না ।
সময় টাকে কাজে লাগান।

৩.আমি কি পারব?
এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি..যদি নিজের প্রতি আর আামাদের প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি সময় আছে সময়টাকে কাজে লাগান.....

ফ্রিল্যান্সিং নিয়ে জানার ইচ্ছা থাকলে এখনই রিপ্লাই করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন....
ধন্যবাদ 💝

22/02/2023

🥰🥰 Everyone can be benefited from this.💗💗

👉👉 আমরা দৈনন্দিন জীবনে বেশীর ভাগ সময়টা কাটিয়ে দেই অনলাইনে বিনোদনের জন্য। আমরা একবারো চিন্তা করিনা কোন কাজে আমাদের মূল্যবান সময় কে নষ্ট করছি। কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা ও বিভিন্ন কাজের মাধ্যমে দক্ষ হয়ে উঠতে পারি।

✌️✌️বর্তমানে ফ্রিল্যাঞ্চিং সেক্টরে ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয়তা বাড়ছে । যা অনলাইনে ঘরে বসে ,
পৃথিবীর যে কোন প্রান্ত থেকে করা সম্ভব । আমার সুবিধামতো সময়ে ,আমি কাজ শেষ করতে পারি।
কিন্তু সেটা অফলাইন পেশার ক্ষেত্রে পারা যায়না। এতে খুব বেশি পরিমান অর্থের প্রয়োজন হয়না। একটি কম্পিউটার বা অ্যানড্রয়েড ফোন ,ইন্টারনেট কানেকশন থাকলেই আমরা কিছু বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তা শুরু করতে পারি।এর জন্য প্রয়োজন নিজের অদম্য মনোবল।

👉👉তাই আসুন অবসর সময়কে কাজে লাগিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলি ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে।

👉👉💞💕ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফ্রি সেমিনার বিস্তারিত জানতে ইনবক্সে নকদিন বা কমেন্টকরুন💝💝💝

21/02/2023

ফ্রীল্যান্সিং কেনো করবো?💁🤷🤔💯💯
আমার দ্বারা হবে কিনা?🤔🤷💯💯

বর্তমানে পড়াশোনার মান অনেক উন্নতি হয়েছে ! প্রত্যেক বছরেই প্রায় লাখো শিক্ষার্থী কিন্তু গোল্ডেন GPA পেয়ে পাস করছে! কিন্তু তাদের মধ্যেই প্রায় 30%-50% বেকার থেকে যায় ! কেনো জানেন??🤔💯💯

বাংলাদেশ এর শিক্ষা কিন্তু কর্মমুখী না ! এমন নয় সে ভালো রেজাল্ট করলো ! তার চাকরি অটোমেটিক হয়ে যাচ্ছে!! অনেকে কত্ত ভালো রেজাল্ট নিয়েও আজ পথে পথে ঘুরছে!!💯💯👍🏻

সেই চিন্তা থেকেই কিন্তু আমি নিজে এই ফ্রীল্যান্সিং সেক্টরে এসেছি !! গ্র্যাজুয়েশন পাস করেও জে চাকরি পাবো তার কোনো ঠিক নাই !💯 তার চাইতে ভালো পড়াশোনার সময়েই নিজেকে স্কিলআপ করে
নেই !!💯পাশাপাশি ইনকাম করার সুযোগ তৈরি করে নিয়ে নিজের পড়াশোনার খরচ টা বহন করি নিজেই !❤️❤️❤️💯

ঠিক একই চিন্তা ভাবনা যদি আপনার ও হয়ে থাকে 😌
তাহলে আর দেরি নয় । আজই চলে আসুন ফ্রীল্যান্সিং সেক্টরে !! নিজেকে skillup করে হয়ে উঠুন একজন দক্ষ ফ্রিল্যান্সার !💯🤍❤️

একদম শুরু থেকেই যারা চাইছেন ফ্রীল্যান্সিং শিখবেন ।
তারা যোগাযোগ করতে পারেন!! লাইফটাইম সাপোর্ট পাবেন বিশ্বাস রাখতে পারেন🙂🙂।
এছাড়াও ফ্রীল্যান্সিং সম্পর্কে জানতে আমাদের অনলাইন ফ্রী সেমিনার এ জয়েন করতে পারেন!❤️🤍💯👍🏻😍

18/02/2023

ফ্রিল্যান্সিং ধারণা:-
✍️✍️বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন।

👉👉এখানে আপনার শুধু দরকার একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। ফ্রিল্যান্সিং (Freelancing) ও আউটসোর্সিং (Outsourcing) এর আওতা অনেক বড়। ফটো এডিটিং (Photo Editing) থেকে শুরু করে ভিডিও বানানো, এডিট করা (Video Editing) সহ গ্রাফিক্স ডিজাইনের সকল বিভাগই এর আওতাভুক্ত। এছাড়া ওয়েব ডিজাইন (Web design), কোডিং (Coding), এনিমেশন তৈরি (Animation Making), ব্লগিং (Blogging) সহ অনেক কাজ আপনি এখানে পেয়ে যাবেন।
এখানে আমাদের আলোচ্য বিষয় ফ্রিল্যান্সিং কি । তো দেরি না করে চলুন শুরু করা যাক।

👉⏺️ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

🌿🌿দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

🌾🌾সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

🪴🪴এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

🌲🌲এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

17/02/2023

🌲🌲ডিজিটাল মার্কেটিং এর একটি বড় অংশ জুড়ে রয়েছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এ আমরা সবাই অনেক বেশী অভ্যস্ত।😊 কারণ হলো দিন শেষে আমরা জীবনের অনেক বড় একটা সময় কাটাই ফেসবুকে। কেউবা নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে কেউবা মেসেঞ্জার গ্রুপে আড্ডা দিয়ে কেউ ভিডিও দেখতে দেখতে।😊

💐 এই যে আমাদের জীবনের সময়ের একটি বড় অংশ ফেসবুকে আছে এটার কারণে আমাদের ফেসবুকে মার্কেটিং করে অনেক লাভও আছে। কারণ দিন শেষে আপনি যে প্রোডাক্টই বিক্রি করেন না কেন তার জন্য যে কনসিউমার বা কাস্টমার দরকার তারা কিন্তু ফেসবুকেই আছে। তাই তাদেরকে টারগেট করে মার্কেটিং করার জন্য ফেসবুক মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🍂ফেসবুকে সাধারণত দুইভাবে মার্কেটিং করা যায়। পেইড মার্কেটিং আর অর্গানিক মার্কেটিং।

☑️পেইজ মার্কেটিং:ফেসবুকে বিভিন্ন পোস্ট টাকা দিয়ে বুস্ট করার মাধ্যমে যে মার্কেটিং করা। এটাই হচ্ছে পেইজ মার্কেটিং।

☑️অর্গানিক মার্কেটিং: কোন পোস্ট বুস্ট ছাড়া যেসব মার্কেটিং করা হয় সেগুলো মূলত অর্গানিক মার্কেটিং। অর্থাৎ যে মার্কেটিং করতে কোন টাকা ব্যায় হয় না সেগুলোই অর্গানিক মার্কেটিং।

💌✍️✍️💌বর্তমান যুগ ইন্টারনেটের  যুগ। বতর্মান সময় হলো ডিজিটাল প্রযুক্তির সময়। এই প্রযুক্তিকে কজে লাগিয়ে মানুষ ঘরে বসেই বিশ...
10/01/2023

💌✍️✍️💌
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ।
বতর্মান সময় হলো ডিজিটাল প্রযুক্তির সময়।
এই প্রযুক্তিকে কজে লাগিয়ে মানুষ ঘরে বসেই বিশ্বের সব খবরাখবর রাকতে পারছে এবং করতে পারছে সব ধরনের কাজকর্ম।
যেমনঃ-
বর্তমান সময়ে ব্যবসায় শাখার সবচেয়ে উন্নত শাখার নাম ডিজিটাল মার্কেটিং।

🔴ডিজিটাল মার্কেটিং কী?

ইংরেজি শব্দ "Marketing" এর অর্থ বিপণন করা বা প্রচার করা। সাধারণত কোন কিছুর প্রচারণা করাই হলো মার্কেটিং।
আর, ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি) ব্যবহার করে কোন পন্য বা সার্ভিসের প্রচারণা করাই হলো ডিজিটাল মার্কেটিং। অনলাইন প্রচারণাও বলা হয়।
অর্থাৎ,ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় কোন পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Arpita Sushil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share