03/10/2025
কালারমারছড়া ৬নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত
মহেশখালী প্রতিনিধি।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে মহেশখালী উপজেলার আওতাধীন কালারমারছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ৩ অক্টোবর বিকাল ৫ টার সময় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় ৬নং ওয়ার্ড বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালারমারছড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালারমারছড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নুরুল আবছার , বিশেষ অতিথি মহেশখালী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল , কালারমারছড়া ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি রিদুয়ানুল হক চৌধুরী পুতুল , ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি সালাহ উদ্দিন নূরী পিয়ারু , ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি আবুল কাসেম , সাংগঠনিক সম্পাদক আরিফ উল্লাহ , যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম বাদশা , ২নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি রেজাউল করিম , ৮ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুস সালাম , ইউনিয়ন বিএনপি'র যুগ্ন সম্পাদক ডাঃ নাছির উদ্দিন , কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ক ম আলমগীর , সদস্য সচিব , সেলিম মাহমুদ জীবন , জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ফরিদুল আলম , ইউনিয়ন বিএনপি'র দপ্তর সম্পাদক আকতার কামাল , ৬নং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন , ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিম , ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওসমান গনি , ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইসমাইল প্রমূখ । ৬নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল ফজল ও সিনিয়র যুগ্ন সম্পাদক এন আলমগীর চৌধুরীর যৌথ সঞ্চালনায় উত্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন বিএনপি , যুবদল , শ্রমিকদল , মৎস্যজীবী দল , ছাত্রদল ও কৃষকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন । কর্মী সভায় বিএনপি'র নেতাকর্মীরা বলেন , বিগত ১৭ বছর স্বৈরচারী শাসনামলে এদেশে কোন রাজনৈতিক দলকে সভা সমাবেশ করতে দেয়া হয়নি । লুটপাট আর জুলুম নির্যাতন করে দেশে বাঁকশাল কায়েম করতে চেয়ে ছিল ।
কিন্তু এদেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক দেশ ত্যাগে বাধ্য করেছে । এখন দেশের উন্নয়নের জন্য জনগন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে প্রস্তুত রয়েছে । কর্মী সভায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।