Sahedul Islam tareq

Sahedul Islam tareq TJ travel family
(1)

27/09/2023

বিসিবির একজন কর্তা আমাকে ফোন দিয়ে প্রথম ম্যাচে খেলতে নিষেধ করেছেন ( তামিম)

না না সাকিব করছে ( আবেগি ভক্ত) Tamim Iqbal

10/06/2023

ছেলে হওয়া প্রচন্ড ফুর্তির একটি বিষয়। ছেলে হইলে মোটামুটি যা ইচ্ছা তাই-ই করা যায়।
যেকোনো সময় ঘুরতে যাওয়া যায়, টং এ আড্ডা দেয়া যায়- কারও অনুমতির প্রয়োজন হয় না। রাত বিরাতে রাস্তায় হাঁটা যায়। পার্টি করা যায়।
এইসব করতে করতে ধুম করে একটা ট্রাঞ্জিশন পিরিয়ড আসে। ওইটারে বলে ম্যানহুড হিট করা।
চিরন্তন ফুর্তিবাজ ছেলের জীবনে হঠাৎ পিআর প্রেশার জমে।
হালকা জীবনযাত্রায় কেউ কেউ ফিসফিস করে ক্যারিয়ার, স্যালারি, বিয়ে এইসব ভারী ভারী কথাবার্তা বলতে থাকে, হুট করে।
সব দিকে যখন তার দিশেহারা অবস্থা, তখন সে ফ্যামিলির লোকজনের কাছে স্বস্তি খুঁজতে আসে।
সেখানেও তখন আলাপ চলে সাংসারিক ঝামেলার, আর্থিক টানাপোড়েনের। যে কখনও নিজের খাবার নিজে গিয়ে কিনে নি, তাকে চোখের নিমিষে বড় বড় সিদ্ধান্ত নিতে হয়।
আস্তে আস্তে ফুর্তিবাজ ছেলেটা ঐ বাসের কোণায় বিরক্ত মুখে দাঁড়ায়ে থাকা মিডল এইজড ক্লিশে মানুষে পরিণত হয়।
বেশি কিছু তো না-
জগতের সকল অপবাদ, কুকর্ম, দুশ্চরিত্রের দায়ভার বয়ে চলা পুরুষ জাতি এই ট্রাঞ্জিশনের জন্য অন্তত: কিছুটা কৃতিত্ব দাবী করতে পারে।

দূষিত সমাজ থেকে বহুদূরে 🌿❤️
03/05/2023

দূষিত সমাজ থেকে বহুদূরে 🌿❤️

13/03/2023

I didn't change.
But I just found myself ....🙂

12/03/2023

যোগাযোগ ফুরোয়,অ'ধিকার ফুরোয়! শুধু কিছু মানুষের উপর থেকে মা'য়া ফুরোয় না!'😊🌸

10/03/2023

তোমাকে প্রচন্ড ভালোবাসতে পারি কিন্তু তোমার ভালোর জন্য তোমাকে ছেড়ে ও থাকতে পারি 💔

07/09/2022

"একাকীত্বই শ্রেয়,কোনো এক্সপেকটেশন না থাকলেই জীবন সুন্দর ❤️😌

05/09/2022

চিম্বুক পাহাড়ের রাস্তা 🥰

03/09/2022

Beauty of Chittagong University with authentic nature & rain....!!

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Sahedul Islam tareq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahedul Islam tareq:

Share

Category