11/04/2025
তুমি যদি বিশ্বের সেরা হও, কিন্তু দেশের জন্য কিছু না করতে পারো—তাহলে তোমার জন্ম বৃথা। 🌍
যাও বিদেশে…
দক্ষতা অর্জন কর বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে।
কিন্তু ফিরে এসো বিজয়ের বেশে, মায়ের কোলে।
তবেই তো বদলে যাবে আমার বাংলাদেশ।
তবেই গড়ে উঠবে এমন এক দেশ,
যেখানে প্রতিটি মানুষ নিজেকে গর্ব করে বলবে — “আমি বাংলাদেশি।”
আমাদের অনুপ্রেরণা হচ্ছেন সেইসব গর্বিত সন্তানরা,
যারা বিদেশের মাটিতে সেরা হয়েছেন,
আর মায়ের জন্য রেখে যাচ্ছেন কিছু না কিছু অবদান।
🎓💼⚽ চলো দেখি তাঁদের কথা, যারা বাংলাদেশকে পৌঁছে দিচ্ছেন বিশ্বমঞ্চে:
🧬 ড. ইউনুস, নোবেল বিজয়ী (Bangladesh/Global) Muhammad Yunus
Grameen Bank-এর মাধ্যমে বিশ্বে মাইক্রোক্রেডিট ধারণার জনক।
বাংলাদেশি হয়ে সারা বিশ্বের দরিদ্র মানুষকে দেখিয়েছেন আশার আলো।
🌟 জাহিদ সুবর – প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, Google (USA) Zaheed Sabur
গুগলের মূল প্রযুক্তি কাঠামোতে দীর্ঘদিন কাজ করছেন এই বাংলাদেশি প্রতিভাবান।
বিশ্বের অন্যতম টেক জায়ান্টে তার অবদান অনন্য।
🌍 আশিক চৌধুরী – বিনিয়োগ বিশেষজ্ঞ ও বর্তমান চেয়ারম্যান, BIDA (Bangladesh) Ashik Chowdhury
বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করার পর ফিরে এসেছেন দেশের জন্য।
এখন তিনি বাংলাদেশে বিনিয়োগ উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন—বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন।
💼 রাহাত আহমেদ – কো-ফাউন্ডার ও CEO, Anchorless Bangladesh (USA/Bangladesh)
নিউইয়র্কভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম—যারা বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ করে বদলে দিচ্ছেন অর্থনৈতিক ভবিষ্যৎ।
📱 তানভীর হক – প্রোডাক্ট ম্যানেজার, Snapchat (USA)
Snapchat-এর গুরুত্বপূর্ণ ফিচার ডেভেলপমেন্টে কাজ করেছেন, একজন উদীয়মান টেক লিডার।
⚽ হামজা চৌধুরী – ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার (UK) Hamza Choudhury
Leicester City ও England U21 দলের হয়ে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার—বাংলাদেশি পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।
🏏 রোয়ান হোসেন – স্পোর্টস অ্যানালিস্ট, অস্ট্রেলিয়ান ক্রিকেট দল (Australia)
খেলোয়াড় নন, কিন্তু অস্ট্রেলিয়ান জাতীয় ক্রিকেট দলের পারফর্ম্যান্স বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
💳 রুমি আলী – সাবেক ম্যানেজিং ডিরেক্টর, JP Morgan (USA)
বিশ্বখ্যাত ব্যাংক JP Morgan ও IFC-তে কাজ করেছেন উচ্চপদে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক আর্থিক জগতে।
🧠 শামিম আহমেদ – প্রতিষ্ঠাতা, Zunaid Consulting (UK)
প্রযুক্তি ও কনসালটিং সেবায় ইউরোপের সফল বাংলাদেশিদের একজন।
📚 সালমান খান – প্রতিষ্ঠাতা, Khan Academy (USA) Khan Academy
MIT ও Harvard-এর এই বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক বিশ্বব্যাপী শিক্ষার সংজ্ঞাই পাল্টে দিয়েছেন।
আজ Khan Academy-তে লাখো শিক্ষার্থী ফ্রি পড়ছে—বাংলাদেশও বাদ নেই।
🔐 ড. রাগিব হাসান – অ্যাসোসিয়েট প্রফেসর, University of Alabama (USA)
Cybersecurity গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তথ্য নিরাপত্তার ভবিষ্যৎ গড়তে কাজ করছেন নিরলসভাবে।
🎯 তোমার অবস্থান যেমনই হোক… যদি তুমি তোমার সর্বোচ্চটা দাও দেশের জন্য — তবেই আমার বাংলাদেশ হবে বিশ্বের সেরা।
তুমি হতে পারো পরবর্তী হামজা, সালমান, রাহাত বা জাহিদ সুবর।
শুধু স্বপ্ন দেখো, চেষ্টা করো…
আর দেশের কথা মনে রেখো।
বাংলাদেশ তোমার দিকে চেয়ে আছে…
🔁 এই পোস্টটি শেয়ার করো, যদি তুমি বাংলাদেশকে ভালোবাসো।
📢 Follow করো এমন অনুপ্রেরণামূলক কনটেন্ট পেতে।
পোস্টঃ সংগৃহীত