Maulana Sayed Ahmad Majidi

Maulana Sayed Ahmad Majidi আমার অফিশিয়াল পেইজে আপনাদের সবাইকে স্বাগতম �

সোনার পাড়া আহমদিয়া কেন্দ্রীয় হাফেজ খানার সাবেক ছাত্র ও শিক্ষক,হাফেজ মুহিব উল্লাহ'র স্ত্রী দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তে...
10/02/2025

সোনার পাড়া আহমদিয়া কেন্দ্রীয় হাফেজ খানার সাবেক ছাত্র ও শিক্ষক,হাফেজ মুহিব উল্লাহ'র স্ত্রী দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

10/04/2024

ঈদের নামাজ আদায়ের পদ্ধতি

১। প্রথমত, স্বাভাবিক নামাজের মতোই তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবেন। তারপর ছানা পাঠ করবেন।

২। তারপর অতিরিক্ত তিনটি তাকবির বলবেন। প্রথম দুই তাকবিরে হাত তুলে ছেড়ে দেবেন এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন।

৩। তারপর আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার পর ইমাম সুরা ফাতিহা পড়ে এর সঙ্গে অন্য একটি সুরা মেলাবেন।

৪। তারপর স্বাভাবিক নামাজের মতোই রুকু-সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন।

৫। দ্বিতীয় রাকাতে ইমাম কিরাত পড়া শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দেবেন। প্রতি তাকবিরের সঙ্গে হাত উঠাবেন এবং ছেড়ে দেবেন। তারপর চতুর্থ তাকবির বলে রুকুতে চলে যাবেন।

৬। তারপর স্বাভাবিক নামাজের মতোই নামাজ শেষ করবেন।

৭। নামাজ শেষে ইমাম মিম্বারে উঠবেন। দুটি খুতবা দেবেন। এ সময় ইমামের খুতবা মনোযোগসহকারে শুনতে হবে। কোনো ধরনের কথা বলা বা অন্য কাজে ব্যস্ত হওয়া যাবে না।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ মাহফিলে আলোচনারত অবস্থায়
08/02/2024

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ মাহফিলে আলোচনারত অবস্থায়

মাহফিলে আলোচনারত অবস্থায়
05/02/2024

মাহফিলে আলোচনারত অবস্থায়

মুসলমানদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:), পবিত্র ইসলাম, পবিত্র কুরআন মাজীদ, রাসুল (সা:) এর বিভিন্ন সুন্...
06/08/2023

মুসলমানদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:), পবিত্র ইসলাম, পবিত্র কুরআন মাজীদ, রাসুল (সা:) এর বিভিন্ন সুন্নত এবং মহান আল্লাহকে নিয়ে বিভিন্ন ভিডিওতে কটুক্তিকারী কুলাঙ্গার আসাদ নুরের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
সে আমাদের প্রিয় নবী (সাঃ) কে মরুভূমির ডাকাত বলতে দ্বিধা করে নাই। আমাদের সকলেরই ঈমানী দায়িত্ব তার বিরুদ্ধে প্রতিবাদ করা।

27/06/2023
আসুন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ঝড়ো বাসাতে বেশি বেশি দোয়া ও ইসতেগফার করি----ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ঝড়ো বাসাতসহ যে কোন প্রাক...
14/05/2023

আসুন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ঝড়ো বাসাতে বেশি বেশি দোয়া ও ইসতেগফার করি----

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ঝড়ো বাসাতসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ মহানবী (স.) আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কেননা মহান আল্লাহই মানুষের সবচেয়ে বড় আশ্রয়দাতা। আল্লাহ ছাড়া মানুষকে নিরাপত্তা কেউ নেই।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা বাতাসকে গালি দিও না। যদি তোমরা একে তোমাদের ইচ্ছার বিরুদ্ধে দেখতে পাও, তবে এই দোয়া করবে-

اَللَّهُمَّ اِنَّا نَسْئَالُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيْحِ وَ خَيْرِ مَا فَيْهَا وَ خَيْرِمَا أُمِرَتْ بِهِ وَ نَعُوْذُبِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيْحِ وَ شَرِّ مَا فَيْهَا وَ شَرِّ مَا أُمِرَتْ بِهِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাজিহির রিহি ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরাত বিহি, ওয়া নাউজুবিকা মিন শাররি হাজিহির রিহি ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরাত বিহি’ (তিরমিজি, মিশকাত)।

অর্থ : হে আল্লাহ! আমরা তোমার নিকট এ বাতাসের ভালো দিক, এতে যে কল্যাণ রয়েছে তা এবং যে উদ্দেশ্যে তা নির্দেশপ্রাপ্ত হয়ে এসেছে তার উত্তম দিকটি প্রার্থনা করছি। তোমার নিকট এর খারাপ দিক হতে, এতে যে অকল্যাণ রয়েছে তা হতে এবং এটা যে উদ্দেশ্যে আদেশপ্রাপ্ত হয়ে এসেছে তার মন্দ দিক হতে আশ্রয় প্রার্থনা করছি।

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তার উম্মতকে দুর্যোগ ও বিপর্যয় দিয়ে এক সঙ্গে ধ্বংস করে দেয়া না হয়।

এসব বিপদকালীন সময়ে বিশ্বনবী বেশি বেশি তাওবা ও ইসতেগফার করতেন এবং অন্যদেরকেও তা পড়তে নির্দেশ দিতেন।
তাই আমাদের উচিত ঘূর্ণিঝড়, প্রবল ঝড়ো বাতাস ও বিপদ-আপদে দোয়া এবং বেশি বেশি তাওবা-ইসতেগফার করা।
আল্লাহতালা সবাইকে হেফাজত করুন। আমীন।

সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন,  এই চ্যানেলে হুজুরের আলোচনা আপলোড করা হবে
05/03/2023

সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন,
এই চ্যানেলে হুজুরের আলোচনা আপলোড করা হবে

If you want to learn regular house wiring work, stay tuned to our channel.

নবী প্রেমিকদের রক্তে রঞ্জিত কাদিয়ানী অধ্যুষিত পঞ্চগড়ের মাটি। প্রতি ফোঁটা রক্ত একদিন কথা বলবে ইনশাআল্লাহ।নবী করিম সাঃ কে...
03/03/2023

নবী প্রেমিকদের রক্তে রঞ্জিত কাদিয়ানী অধ্যুষিত পঞ্চগড়ের মাটি। প্রতি ফোঁটা রক্ত একদিন কথা বলবে ইনশাআল্লাহ।

নবী করিম সাঃ কে যারা শেষ নবী মানে না তারা কাফের, কাফের - কাফের কাদিয়ানিরা কাফের।
যারা কাফের মনে করবে না, তারাও কাফের। কাদিয়ানী পক্ষ হয়ে আমার ভাইদের উপর লাঠি কিংবা অস্ত্র চালিয়েছেন তারাও কাফের।

আজ দক্ষিণ গোয়ালিয়া পালং Maulana Syed Ahmad Majidi হুজুরের মাহফিল।
17/02/2023

আজ দক্ষিণ গোয়ালিয়া পালং Maulana Syed Ahmad Majidi হুজুরের মাহফিল।

17/02/2023

দ্বীনের পথে মানুষকে দাওয়াত দেওয়ার পদ্ধতি।
🎙️ Maulana Syed Ahmad Majidi

Address

Sonar Para, Ukhiya
Cox's Bazar
4750

Telephone

+8801310055476

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maulana Sayed Ahmad Majidi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category