Coxsbazar Tourist Club

Coxsbazar Tourist Club We ensure benefit to the tourist,
Be member
enjoy benefits

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের  সি ইও মহোদয়ের  ব BiTT পরিদর্শন।  বাংলাদেশ ট্যুরিজম বোর্ড  সি ই ও জনাব আবু তাহেত মো: জাবের মহো...
09/07/2025

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সি ইও মহোদয়ের ব BiTT পরিদর্শন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সি ই ও জনাব আবু তাহেত মো: জাবের মহোদয় বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্যুরিজম ট্রেনিং এণ্ড রিচার্স ( biTT) পরিদর্শন করেন।
কক্সবাজারে পর্যটন প্রশিক্ষণদানকারী এই প্রতিষ্ঠানটিতে পরিদর্শন এর সময় মাননীয় সিইও ' র সাথে আরো উপস্থিত ছিলেন বোর্ডের সম্মানিত পরিচালক মিজ সালেহা বিনতে সিরাজ, উপ পরিচালক জনাব মহিবুর রহমান । প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন জনাব এম রেজাউল করিম অতিথিব গণ স্বাগত জানান।

18/06/2025
07/06/2025

ঈদ মোবারক
কে কোন জেলা থেকে ঈদ উদযাপন করছেন

30/05/2025

কক্সবাজারে ট্যুরিস্ট ক্লাব মেম্বারদের নিজস্ব হোটেল

কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের চেয়ারম্যান জনাব এম রেজাউল করিম কে গ্রুপের  টীম মেম্বারগণ   কক্সবাজারের প্রথম সরকার নিবন্ধিত ...
21/04/2025

কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের চেয়ারম্যান জনাব এম রেজাউল করিম কে গ্রুপের টীম মেম্বারগণ কক্সবাজারের প্রথম সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড ট্রাভেলস নিবন্ধন পাওয়ায় সংবর্ধনা জানিয়েছে। কক্সবাজারের প্রথম IATA নিবন্ধিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৫ বছর ধরে দেশে বিদেশে পর্যটন সেবা দিয়ে আসছে।
https://www.facebook.com/share/v/1E6unguioV/

আলহামদুলিল্লাহ কক্সবাজার এর প্রথম সরকার নিবন্ধিত  ট্যুর অপারেটর হিসেবে রেজিষ্ট্রেশন  সার্টিফিকেট হাতে পেলাম।  ইউনিভার্সে...
17/04/2025

আলহামদুলিল্লাহ
কক্সবাজার এর প্রথম সরকার নিবন্ধিত ট্যুর অপারেটর হিসেবে রেজিষ্ট্রেশন সার্টিফিকেট হাতে পেলাম।
ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড ট্রাভেলস
কক্সবাজার এর প্রথম সরকার নিবন্ধিত ট্যুর অপারেটর প্রতিষ্ঠান
এবং
প্রথম IATA নিবন্ধিত অনলাইন ট্রাভেল এজেন্সি

আজ একুশে টিভির জন্মদিনদেশের বেসরকারি টিভি চ্যানেল এর মধ্যে প্রথম দিকের অত্যন্ত জনপ্রিয়  একুশে টিভির আজ ২৫ বছর পূর্তি। রজ...
14/04/2025

আজ একুশে টিভির জন্মদিন
দেশের বেসরকারি টিভি চ্যানেল এর মধ্যে প্রথম দিকের অত্যন্ত জনপ্রিয় একুশে টিভির আজ ২৫ বছর পূর্তি। রজত জ্য়ন্তি উদযাপন করা হল। প্রেস ক্লাবে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, Coxsbazar Tourist Club এর চেয়ারম্যান , M Rezaul Karim Reza কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি জনাব মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবি উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জসিম উদ্দীন চৌধুরী। প্রেস ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন সংবাদ মাধ্যম এর জেলা প্রতিনিধি ও সংবাদ কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।

12/04/2025

কক্সবাজার ট্যুরিস্ট ক্লাব চেয়ারম্যান এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

12/04/2025

শীঘ্রই শুভ উদ্বোধনের অপেক্ষায়
কক্সবাজার ট্যুরিষ্ট ক্লাব সদস্যদের নিজস্ব মালিকানায় নির্মিত হচ্ছে ৫ তারকা মানের হোটেল, ট্যুরিস্ট প্যালেস হোটেল এন্ড স্যূট

Eid Mobarak
01/04/2025

Eid Mobarak

মার্কেটারগণ একটু পড়ে দেখতে পারেনকমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা ...
30/03/2025

মার্কেটারগণ একটু পড়ে দেখতে পারেন

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন।

হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন, আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে গিয়ে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

তুমি তার কাছে গিয়ে বললে, "আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?" এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, "ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?" এটাকে বলে বিজ্ঞাপন।

মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, 'আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?' এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

মেয়েটি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করল এবং বছর ঘুরতেই তোমাদের একটি সন্তান হলো। একে বলে প্রোডাকশন (উৎপাদন)।

তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।"

ছাত্রদের আক্কেলগুড়ুম!
collected

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coxsbazar Tourist Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share