12/07/2024
🙏🙏🙏সময় পেলে অবশ্যই পড়বেন !!!
↪সবাই সেরা জিনিসটা নিতে চায় , কিন্তু সবাই তাদের অনিচ্ছার কারণে এটি নিতে পারে না !!!
↩ওরে যুবক!!!
তুমি যাদেরকে বস বস বলে চিৎকার করতেছো🤔🤔!! কিয়ামত এর দিন তারা তোমার জাহান্নাম সাঙ্গি হবে ( নাওজুবিল্লাহ )l মানুষ তার ইচ্ছা শক্তির কাছে পরাজিত হয় ??? কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব ( আশরাফুলমাখলোকাত ) l 🤔🤔🤔 মানুষ তার বিবেক দ্বারা শ্রেষ্ঠ জীব হিসেবে প্রমাণিত হয়েছে l তুমি কি জানো না তারা ইসলামের চরম শত্রু। একজন মুসলিম হিসেবে তুমি কেমনে একজন ইহুদির ভক্ত বলে বলে চিৎকার করতে পারো। যে দেশে আযান নিষিদ্ধ সেই দেশ এন্ড সেই দেশের মানুষ তোমার কেমন করেপ্রিয় হতে পারে।?? 😒😒😒 যে দেশ ( আর্জেন্টিনা ) মুসলিম দের বিপক্ষে জাতিসংঘে ইসরাইলকে ভোট দেয় , সেই দেশ কেমনে তুমার প্রিয় হতে পারে ??? কথাগুলো শুনলে মনের মধ্যে শিহরণ জেগে ওঠে!!! আল্লাহর পথে নিজেকে মনোনিবেশ করো। একদিন হয়তো তুমাকে অনুসরণের মাধ্যমে অন্যজন ও মনোনিবেশ হতে উৎসাহি হবে।তোমার মূল্যবান সময়কে কখনোই তাদের কাজে ব্যবহার করবেন না l🙏🙏🙏 সময় থাকতে মৃত্যুর কথা মনে করুন ll এ ধরনের খারাপ কাজ থেকে বাঁচতে চাইলে প্রতিদিন নামাজ পড়া উচিত। আল্লাহ তা'আলা সবাইকে বোঝার জন্য তাওফিক দান করুক ll জাযাকাল্লাহু খাইরন ❤️❤️❤️