12/12/2024
""মৃত্যুর মুঠোয় জীবন বন্দী জেনেও,
কতো নিশ্চিন্তে জীবনকে উপভোগের উল্লাসে মাতি""
""আমরা জানি এ পৃথিবী নশ্বর,
অপরের অকস্মাৎ চলে যাওয়া নির্বাক দেখি-আর ভাবি, আমি হয়তো আরও বহুবছর বাঁচবো""
::::::হায়! বোকা মন, বোকা অনুভূতি:::::