
22/08/2025
⏳ দীর্ঘ আড়াই বছর পর অবশেষে আমি দেশে ফিরছি, আর মাত্র ৪ দিনের অপেক্ষা…
কিন্তু এই চার দিন যেন আমার কাছে চার বছরের সমান দীর্ঘ মনে হচ্ছে।
ভাবতেই বুক ভরে যাচ্ছে —
আমার বউ আর সোনামণিদের মুখ দেখবো,
বন্ধু-বান্ধবের সাথে আড্ডা হবে,
পরিবারের সাথে হাসি-খুশিতে সময় কাটবে।
👉 দোয়া করবেন সবাই,
যেন এই অপেক্ষার শেষটা হয় সবচেয়ে সুন্দর,
আর আমি নিরাপদে পৌঁছাতে পারি আমার আপনজনদের কাছে। ✈️🤲❤️