Saif Khan

Saif Khan It's a personal blog that provides various kinds of news.

29/09/2023
12/02/2023

সপ্তাহে অন্তত একটা দিন একটু ভিন্ন ভাবে কাটাতে পারি ।

যদি আপনার নামাজ নিয়মিত না হয়, তবে একদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফজর থেকে শুরু করে জামাতে পড়তে পারেন ।

সপ্তাহে কোন একটা দিন মনস্থির করলেন আপনি সারাদিন অযু অবস্থায় থাকবেন । আর যদি কখনো সুযোগ হয় অজুর পরে দুই রাকাত নামাজ ।

কোন একটা দিন সকালে উঠে সংকল্প করলেন, আজকে দিন আমি সারাদিন কারো কোন গীবত করবো না ।

কোন একটা দিন আপনি কঠিনভাবে সিদ্ধান্ত নিলেন আজকে সারাদিনে আপনার দুচোখে আপনি কোন গুনাহ করবেন না । না পথে ঘাটে, না নিজের পরিচিত পরিবেশে, না ফেসবুকে, না ইউটিউবে, না প্রকাশ্যে না গোপনে ।

সপ্তাহের কোন একটা দিনে রোজায় কাটাতে পারেন, সোম অথবা বৃহস্পতি ।

একটা দিন পুরোটা দিন কাটুক মিথ্যা বলা ছাড়া । খুব ছোটখাটো মিথ্যাও না, হাসির ছলেও না ‌।

যদি সপ্তাহের একদিন সম্ভব না হয়, পনের দিনে একদিন, অথবা মাসে একদিন । চেষ্টা করে দেখতে পারেন । আপাতদৃষ্টিতে মনে হতে পারে কাজগুলো খুব কঠিন । অথচ আমাদের মাঝে এমনও লোকজন আছে যে এসব প্রতিদিনের নিয়মিত অভ্যাস । আল্লাহ আমাকে এবং আমাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করুন ।

আপনার কাছে মনে হতে পারে, আমি আপনাকে শৃঙ্খলা বদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি । না না সেটা একদমই না, আমি বরং আপনাকে শৃংখল থেকে মুক্ত করার চেষ্টা করছি, শয়তানের শৃংখল থেকে । এ এমন এক কয়েদি, সে বুঝতেও পারে না যে সে কয়েদি ।

শয়তানের শৃঙ্খলে থেকে আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে আপনি ভালো আছেন, আপনি আসলে ভালো নেই । শরীর যেমন কাজ করতে করতে করে ক্লান্ত হয় । গুনাহ করতে করতে আমাদের অন্তরও ক্লান্ত হয় । আপনি আপনার সেই অতৃপ্ত ক্লান্ত আত্মার খোঁজ রাখেন না ।

আপনার পরিচিত জগতের বাইরেও একটা জগত আছে । সে জগতে একবার ডুব দিয়ে দেখুন,‌ গোপনে অনবরত চোখের জল পড়বে, আরো আগে কেন আপনি ফিরেননি, এই আফসোসে ।

কিছু মানুষ, খুব অল্প কিছু মানুষ স্রোতের বিপরীতে জগতের সব গুনাহের ভোগ বিলাস ছেড়ে কিছু একটা নিয়ে পড়ে আছে । কি সেটা, জানতে চেয়েছেন কখনো ?

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।মাত্র ...
11/02/2023

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।

মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোনো
পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই
মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক
এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।
মূলকথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো,
আমাদের মালিক ( আল্লাহ ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।

-Collected.

সেইন্টসমার্টিন দ্বীপের ফেরিঘাট।
10/02/2023

সেইন্টসমার্টিন দ্বীপের ফেরিঘাট।

🏆চ্যাম্পিয়ন  -কাতার বিশ্বকাপ২০২২ 🏆লিওনেল মেসির হাতে বিশ্বকাপ, ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা........গোল উৎসব, এক...
19/12/2022

🏆চ্যাম্পিয়ন -কাতার বিশ্বকাপ২০২২ 🏆
লিওনেল মেসির হাতে বিশ্বকাপ, ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা........
গোল উৎসব, একপেশে থেকে হাড্ডাহাড্ডি লড়াই, রোমাঞ্চকর ১২০ মিনিট, বারবার মোড় বদল, রুদ্ধশ্বাস শিরোপা লড়াইয়ে শেষটা স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে। যেখানে আরো একবার শতভাগ সফল হয়ে ৩৬ বছর পর শিরোপা উল্লাসে মেতে উঠল আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতে উঠল আরাধ্য সেই সোনালী ট্রফি। মেসির জোড়া গোল, এমবাপ্পের হ্যাটট্রিক, দি মারিয়ার গোল মিলিয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ৩-৩ সমতা। তারপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

13/12/2022

তোমার সাথে থাকার এক আকাশ সমান ইচ্ছা আমার..!

চার দিনে তিনবার হার ছেলে ও তার আব্বার 😀😀
24/11/2022

চার দিনে তিনবার হার
ছেলে ও তার আব্বার 😀😀

সর্বকনিষ্ঠ স্প্যানিশ ফুটবলার এবং পেলের পর ২য় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করলেন গাভি।গোল করার সময় গাভির বয়স ছিল...
23/11/2022

সর্বকনিষ্ঠ স্প্যানিশ ফুটবলার এবং পেলের পর ২য় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করলেন গাভি।

গোল করার সময় গাভির বয়স ছিল ১৮ বছর ১১০ দিন...

অভিনন্দন  স্পেন 💖💖স্পেন ৭-০ কোস্টারিকা!!! স্পেনের  হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে ম্যাচ খেলতে নামা। এরপর বিশ্বকাপে স্পেনের...
23/11/2022

অভিনন্দন স্পেন 💖💖
স্পেন ৭-০ কোস্টারিকা!!!

স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে ম্যাচ খেলতে নামা। এরপর বিশ্বকাপে স্পেনের সর্বকনিষ্ঠ গোলস্কোরার বনে যাওয়া। গোল্ডেন বয় গাবি। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই নিজের ছাপ রেখে দিলো। গোল্ডেন বয়ের গোল্ডেন পারফরমেন্স।

খেলা দেখে বয়সের সংখ্যা ভুল ভাবাতে বাধ্য করবে। পেলের পর সবচেয়ে কমবয়সী প্লেয়ার হিসেবে বিশ্বকাপে গোল করলো। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামা প্লেয়ারদের মধ্যে সবচেয়ে কমবয়সী গোলস্কোরারটাও এখন গাবি। 🌹 অভিনন্দন গাবিকে 🌹🌹

স্পেন বড়দল,ছোটদল সব দলের বিপক্ষে অলওয়েজ ভালো খেলেই আসতেসে..!😁😁
23/11/2022

স্পেন বড়দল,ছোটদল সব দলের বিপক্ষে অলওয়েজ ভালো খেলেই আসতেসে..!😁😁

ম্যাচ শেষে দর্শকদের ফেলা আবর্জনা পরিষ্কারে সাহায্য করছে জাপান ভক্তরা❤️২০১৮ সালে নকআউটে হৃদয়বিদারক হারের পরও স্টেডিয়ামের ...
23/11/2022

ম্যাচ শেষে দর্শকদের ফেলা আবর্জনা পরিষ্কারে সাহায্য করছে জাপান ভক্তরা❤️

২০১৮ সালে নকআউটে হৃদয়বিদারক হারের পরও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছিল জাপানিরা। 🥰

জাপান ২-১জার্মান!!!🥹🏆💖💗অসাধারণ টাচ। শোল্ডার ডাউন করে দৌড়। ন্যুয়ারের নিয়ার পোস্টে অসাধারণ ফিনিশ। জাপানিজ রূপকথা। এনিমের স...
23/11/2022

জাপান ২-১জার্মান!!!🥹🏆💖💗

অসাধারণ টাচ। শোল্ডার ডাউন করে দৌড়। ন্যুয়ারের নিয়ার পোস্টে অসাধারণ ফিনিশ। জাপানিজ রূপকথা। এনিমের স্ক্রিপ্টের থেকেও সুন্দর নাটকীয়তা। চমকের পর চমক!

কি অসাধারণ কামব্যাক জাপানের। প্রতিটা বিশ্বকাপেই ভালো পারফর্ম করেও কেন যেন আলোচনায় থাকে না বেশি দলটা। তবে বুক চিতিয়ে লড়াই করে যায় সবসময়ই। আজও জার্মানদের বিরুদ্ধে চোখে চোখ রেখেই লড়াই চালিয়ে গেলো। পেছনে থেকেও ফিরে আসলো। জার্মানদের সিস্টেমিক দলকে ধরাশায়ী করলো নিজেদের সিস্টেমেই। বিশ্বকাপ! কি বিশ্বকাপ!

তেল ও গ্যাসের টাকার গরমের কাছে তাবত দুনিয়ার সব শক্তিকে মুখে হাত দিয়ে চুপ করেযেতে হয়। মধ্যপ্রাচ্যের ছোট্ট এক দেশ কাতারবিশ...
23/11/2022

তেল ও গ্যাসের টাকার গরমের কাছে তাবত দুনিয়ার সব শক্তিকে মুখে হাত দিয়ে চুপ করে
যেতে হয়। মধ্যপ্রাচ্যের ছোট্ট এক দেশ কাতার
বিশ্বকাপে নিজেদের হ্যাডম দেখিয়ে দিয়েছে।
কিন্তু কথা হইলো, আকাশী-নীলদের ইউরোপ
শাখার বড় ভাইয়েরা তাদের ছোট ভাইদের পথ
অনুসরণ করে ২-১ এ জাপানের কাছে ধরাটা
খেয়েছে! আহারে চমৎকার এক মিল ভাইদের।

মরগান ফ্রিম্যান - গানিম আল মুফতাহ 🥰💛
23/11/2022

মরগান ফ্রিম্যান - গানিম আল মুফতাহ 🥰💛

অভিনন্দন  ফ্রান্স ❤️‍🔥ফ্রান্স ৪-১ অস্ট্রেলিয়া 🏆থিয়েরি অঁরি এর পর মাত্র ২য় ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে ফ্রান্সের হয়ে ৫০+ গোল ...
23/11/2022

অভিনন্দন ফ্রান্স ❤️‍🔥
ফ্রান্স ৪-১ অস্ট্রেলিয়া 🏆

থিয়েরি অঁরি এর পর মাত্র ২য় ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে ফ্রান্সের হয়ে ৫০+ গোল করার মাইলফলক স্পর্শ করলেন অলিভার জিরু।

থিয়েরি অঁরি ৫১ গোল
অলিভার জিরু ৫০* গোল

আর মাত্র দুটি গোল করতে ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এর মালিক হয়ে যাবেন এই এসি মিলান স্টার🖤

আর্জেন্টিনাকে ২ - ১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শুভ সূচনা করল সৌদি আরব। অভিনন্দন টিম সৌদি আরব..! 🌹🌹
22/11/2022

আর্জেন্টিনাকে ২ - ১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শুভ সূচনা করল সৌদি আরব। অভিনন্দন টিম সৌদি আরব..! 🌹🌹

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Saif Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share