12/02/2023
সপ্তাহে অন্তত একটা দিন একটু ভিন্ন ভাবে কাটাতে পারি ।
যদি আপনার নামাজ নিয়মিত না হয়, তবে একদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফজর থেকে শুরু করে জামাতে পড়তে পারেন ।
সপ্তাহে কোন একটা দিন মনস্থির করলেন আপনি সারাদিন অযু অবস্থায় থাকবেন । আর যদি কখনো সুযোগ হয় অজুর পরে দুই রাকাত নামাজ ।
কোন একটা দিন সকালে উঠে সংকল্প করলেন, আজকে দিন আমি সারাদিন কারো কোন গীবত করবো না ।
কোন একটা দিন আপনি কঠিনভাবে সিদ্ধান্ত নিলেন আজকে সারাদিনে আপনার দুচোখে আপনি কোন গুনাহ করবেন না । না পথে ঘাটে, না নিজের পরিচিত পরিবেশে, না ফেসবুকে, না ইউটিউবে, না প্রকাশ্যে না গোপনে ।
সপ্তাহের কোন একটা দিনে রোজায় কাটাতে পারেন, সোম অথবা বৃহস্পতি ।
একটা দিন পুরোটা দিন কাটুক মিথ্যা বলা ছাড়া । খুব ছোটখাটো মিথ্যাও না, হাসির ছলেও না ।
যদি সপ্তাহের একদিন সম্ভব না হয়, পনের দিনে একদিন, অথবা মাসে একদিন । চেষ্টা করে দেখতে পারেন । আপাতদৃষ্টিতে মনে হতে পারে কাজগুলো খুব কঠিন । অথচ আমাদের মাঝে এমনও লোকজন আছে যে এসব প্রতিদিনের নিয়মিত অভ্যাস । আল্লাহ আমাকে এবং আমাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করুন ।
আপনার কাছে মনে হতে পারে, আমি আপনাকে শৃঙ্খলা বদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি । না না সেটা একদমই না, আমি বরং আপনাকে শৃংখল থেকে মুক্ত করার চেষ্টা করছি, শয়তানের শৃংখল থেকে । এ এমন এক কয়েদি, সে বুঝতেও পারে না যে সে কয়েদি ।
শয়তানের শৃঙ্খলে থেকে আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে আপনি ভালো আছেন, আপনি আসলে ভালো নেই । শরীর যেমন কাজ করতে করতে করে ক্লান্ত হয় । গুনাহ করতে করতে আমাদের অন্তরও ক্লান্ত হয় । আপনি আপনার সেই অতৃপ্ত ক্লান্ত আত্মার খোঁজ রাখেন না ।
আপনার পরিচিত জগতের বাইরেও একটা জগত আছে । সে জগতে একবার ডুব দিয়ে দেখুন, গোপনে অনবরত চোখের জল পড়বে, আরো আগে কেন আপনি ফিরেননি, এই আফসোসে ।
কিছু মানুষ, খুব অল্প কিছু মানুষ স্রোতের বিপরীতে জগতের সব গুনাহের ভোগ বিলাস ছেড়ে কিছু একটা নিয়ে পড়ে আছে । কি সেটা, জানতে চেয়েছেন কখনো ?