08/08/2025
কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে সর্বনাশী ইয়াবা ট্যাবলেটসহ আসামি গ্রেফতার।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অব্যাহত অভিযানের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আজ আরেকটি সাফল্য অর্জন করেছে। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট (আংশিক ভাঙ্গা), নগদ ২,১৫,৪৮০/- টাকা এবং ১টি মোবাইল ফোনসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পাশাপাশি তথ্য পাওয়া গেছে যে, ঢাকা হতে আগত ক্রেতাদের কাছে বিক্রির জন্য পৃথক একটি চালানে ২০,০০০ ইয়াবা আজকে পৌঁছানোর কথা ছিল যা আটককৃত আসামীরা নিশ্চিত করে এবং উক্ত চালান ও ক্রেতাদের গ্রেফতারে বিস্তারিত তথ্যানুসন্ধান চলছে।
অদ্য ০৮ আগস্ট ২০২৫ তারিখ নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন সন্দেহভাজন স্থানীয় খুচরা বিক্রেতা অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত এবং ঢাকা হতে আগত ক্রেতাদের কাছে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। অধিনায়ক পরিস্থিতি মূল্যায়ন করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) থেকে একটি বিশেষ আভিযানিক দল উক্ত এলাকায় মোতায়েন করেন। আনুমানিক ১৬৪৫ ঘটিকায় অভিযান দলটি আচারবুনিয়া এলাকার জনৈক কালামের বাড়িতে প্রবেশ করলে উপস্থিত চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে। এসময় কালামের স্ত্রী, মেয়ের জামাই ও মেয়েকে আটক করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়। সন্দেহভাজন বাড়িটিতে ইয়াবা সহ অন্যান্য মাদক বিপণনের বিস্তর আলামত পাওয়া যায়।
আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী কালামের বসত ঘরের জুতার ভিতরে অভিনব পদ্ধতিতে লুকানো ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট (আংশিক ভাঙ্গা) উদ্ধার করা হয়। এছাড়াও, মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত নগদ ২,১৫,৪৮০/- টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। বর্তমানে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা রুজু এবং থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন । *ধৃত আসামীদের বিস্তারিত ঠিকানা নিম্নরুপঃ*
আবুল কালাম (২৭), পিতা-মোঃ ইসমাইল, গ্রাম-কচুবুনিয়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
খ। মাহমুদা (৪০), স্বামী-কামাল, গ্রাম-আচারবুনিয়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
গ। ইসরাত জাহান (১৫), পিতা-কামাল, গ্রাম-আচারবুনিয়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে এবং জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে।
*লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি*
অধিনায়ক
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)