1xbet Solitaire

1xbet Solitaire We want you. what do you think and how do you want to reach your goals?

24/08/2023

গাজীপুর এর এম পি কে সাথে নিয়ে অসাধারণ ওয়াজ আবু ত্বহা মোহাম্মদ আদনান | Gazipur Abu Taha Muhammad adnan Bangla new Motivational Waz by Abu Toha Muhammad Adnan....

কে এই তাহেরী?খাবেন?' 'ঢেলে দেই?' ‘ভাই পরিবেশটা সুন্দর না? 'কোনো হইচই আছে?' এই শব্দগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজ...
02/08/2023

কে এই তাহেরী?

খাবেন?' 'ঢেলে দেই?' ‘ভাই পরিবেশটা সুন্দর না? 'কোনো হইচই আছে?' এই শব্দগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা ছবি পোস্ট করলেই এসব ক্যাপশন দিচ্ছেন। বাংলাদেশের ফেসবুক প্ল্যাটফরম ঘাঁটলেই এমনটা দেখা যাচ্ছে। এ বাক্য চারটির বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

তাহেরীর ওয়াজে দেখা যায় তিনি বক্তব্যের শুরুতেই কতটুক করেন। মজা করেন উপস্থিতিদের সঙ্গে। সম্প্রতি তার একটি ওয়াজের অংশ বিশেষ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘কেউ কথা কইয়েন না, একটু চা খাব? খাই একটু? আপনারা খাবেন? ঢেলে দেই? ঢেলে দেই? ... ‘ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? এরপরও সকালে একদল লোক বলবে, তাহেরী বালা না।


দাওয়াতে ঈমানী বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতী মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী। ২০১৮ সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে-গেয়ে ‘বসেন বসেন, বইসা যান’ বলায় সমালোচিত হন তাহেরী। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয়ে নানা ট্রল ও ভিডিও। এরপর কিছুদিন ওয়াজ বন্ধ রেখেছিলেন তিনি।

সম্প্রতি ফের আলোচনায় এলেন এই বক্তা।
ব্রাহ্মণবাড়িয়ার তাহেরী নামেই তিনি পরিচিত। ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন মুফতী মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী। তাঁর পারিবারিক ইতিহাস ও বংশগত পরিচয় নিয়ে কোনো বিতর্ক নেই। তবে তিনি তর্ক বিতর্কের মধ্য দিয়েই যাচ্ছেন।

যদিও তিনি তাঁর সম্পর্কে বিতর্কের বিভিন্ন ব্যাখ্যা তিনি দিয়ে আসছেন। তার বিরুদ্ধে নাচ করার যে অভিযোগ রয়েছে তাকে তিনি ক্যামেরার কারসাজি বলে উল্লেখ করেছেন।
২০১৩ সালে নরসিংদীতে গিয়াস উদ্দিন আত-তাহেরীর ওয়াজে ‘তাবলীগের লোকদের কাফের বলে গালাগাল, আলেম-ওলামা সম্পর্কে এবং শরীয়তের পীর-মাশায়েকদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য’নিয়ে রায়পুরার অলিপুরা শাহেরচর ও বড়চর গ্রামে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশত শটগানের ফাঁকা গুলি ও ৩০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। ওই ঘটনায় একটি মামলাও হয়।

উত্তরবঙ্গের একটি জেলায় সম্প্রতি এক ওয়াজ মাহফিলে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ‘পোলা তো নয় সে যে আগুনের গোলা রে’ গানটি নেচে-গেয়ে উপস্থাপন করায় ইসলামী আলোচকদের সমালোচনার মুখে পড়েন তাহেরী।

স্থানীয়রা বলছে, গিয়াস উদ্দিন আত তাহেরী একজন লাল পাগড়ি ও লাল আলখেল্লা পরিহিত ভণ্ডপীর। রায়পুরার মাস্তানগঞ্জ নামক একটি মহল্লায় খাজা বাবার দরবার নাম দিয়ে এখানে দীর্ঘদিন ধরে একটি আস্তানা গড়ে তুলেছেন। এ আস্তানায় সার্বক্ষণিক আড্ডা দেয়া এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত লোকজন। এই আস্তানায় নারীপুরুষ একত্রে নেশা করে নাচ গান করে। তবে ঘটনার সত্যতা কতটুকু বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

গণমাধ্যমগুলো বলছে, গিয়াস উদ্দিন আত তাহেরী তার বক্তৃতায় তাবলীগের লোকদের কাফের বলে গালাগাল করে এবং আলেম ওলামা সম্পর্কে ও শরীয়তের পীর মাশায়েকদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। গত ১৫ জানুয়ারি নরসিংদীতে স্থানীয় ছাদেক চেয়ারম্যান ও এলাহী মেম্বার মিলে অলিপুরা গ্রামে গিয়াস উদ্দিন আত তাহেরীকে প্রধান বক্তা করে এক জলসার ঘোষণা দিলে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা আত তাহেরীর আগমন বন্দের দাবিতে মিছিল করে রায়পুরা প্রধান সড়কে অবস্থান নেয়।

জানা যায়, রায়পুরা থানার ওসি মাহমুদুল ইসলাম মুসলি্লদের আশ্বাস দিলে তারা চলে যায়। পরে অলিপুরা ব্রাহ্মনবধুয়া, চান্দেরকান্দী, নবীয়াবাদ, রাধানগর, শাহেরচর ও বরচর গ্রামের ধর্মপ্রাণ লোকেরা একত্রে মিলিত হয়ে তাহেরীর আগমন রোধে আদালতের আশ্রয় গ্রহণ করে। এলাকার মুসল্লীদের পক্ষে মাওলানা নাজিম উদ্দিন বাদী হয়ে রায়পুরার অলিপুরায় গিয়াস উদ্দিন আত তাহেরীর আগমনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রায়পুরার সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলা নং ১০/২০১৩। এ মামলায় বিজ্ঞ সহকারী জজ সাইদুজ্জামান শরীফ, বাদী পক্ষের শুনানি শেষে ঘটনাস্থলে আত তাহেরীর জলসা স্থগিত ঘোষণা করে এবং কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না এ মর্মে কারণ দশানোর নোটিশ জারি করেন।

গত ২৫ আগস্ট কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবিতে ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন করে সংগঠনের নেতৃবৃন্দরা। এই মানববন্ধনেই সর্বশেষ অংশ নিতে দেখা যায় তাহেরীকে।

With Dr. Fayzul Huq The Youth Leader Of Bangladesh – I just got recognised as one of their top fans! 🎉
20/06/2023

With Dr. Fayzul Huq The Youth Leader Of Bangladesh – I just got recognised as one of their top fans! 🎉

রেজিষ্ট্রেশন লিঙ্কঃ https://refpa1364493.top/L?tag=d_1707583m_1622c_&site=1707583&ad=1622APP: https://refpa1364493.top/L...
20/06/2023

রেজিষ্ট্রেশন লিঙ্কঃ https://refpa1364493.top/L?tag=d_1707583m_1622c_&site=1707583&ad=1622

APP: https://refpa1364493.top/L?tag=d_1707583m_4129c_&site=1707583&ad=4129

প্রমো কোড ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে ১০,০০০ টাকা পর্যন্ত বোনাস।🤑🤑

প্রমো কোড: RAS9992

রেজিস্ট্রেশনের পর কোন সমস্যা হলে আমাকে ইনবক্সে মেসেজ করুন
যদি আপনারা পাসওয়ার্ড রিসেট করতে না পারেন আমার সাথে কন্টাক করেন
মনে রাখবেন রেজিস্ট্রেশন করার সময় ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন

🏆 ICC CRICKET WORLD CUP QUALIFIERS 2023NEPAL 🆚 UNITED STATES🏏  6TH MATCH📆 20/06/2023উভয় দলই তাদের প্রথম ম্যাচ হেরেছে ⚔️⚔...
20/06/2023

🏆 ICC CRICKET WORLD CUP QUALIFIERS 2023

NEPAL 🆚 UNITED STATES

🏏 6TH MATCH

📆 20/06/2023

উভয় দলই তাদের প্রথম ম্যাচ হেরেছে ⚔️⚔️

✅ জিম্বাবুয়ের বিপক্ষে ২৯০ রান ডিফেন্ড করতে গিয়ে নেপাল মাত্র ২ উইকেট নিতে পেরেছিল।

✅ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ব্যাটিং ভেঙে পড়েছিল।

✅ নেপালের টপ অর্ডার ভালো পারফর্মেন্স করতে পারে।

সম্ভাব্য বিজয়ী নেপাল 💥💥

ম্যাচটিতে বেট করতে এখনই রেজিষ্ট্রেশন করুন। 👇👇

রেজিষ্ট্রেশন লিঙ্কঃ https://mostbetbangla.com/ETAs

https://xf38lo22j1y0ihymst.com/NTAs

প্রমো কোড ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে ২৫,০০০ টাকা পর্যন্ত বোনাস।🤑🤑

প্রমো কোড: MBBDT

রেজিস্ট্রেশনের পর কোন সমস্যা হলে আমাকে ইনবক্সে মেসেজ করুন
যদি আপনারা পাসওয়ার্ড রিসেট করতে না পারেন আমার সাথে কন্টাক করেন
মনে রাখবেন রেজিস্ট্রেশন করার সময় ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন

"খেলুন, জিতুন এবং এনজয় করুন মোস্টবেটের সাথে। 💘💘💘"

🏆 ICC CRICKET WORLD CUP QUALIFIERS 2023SRI LANKA 🆚 UNITED ARAB EMIRATES🏏  3RD MATCH📆 19/06/2023আজ মুখোমুখি হচ্ছে শ্রীলংক...
19/06/2023

🏆 ICC CRICKET WORLD CUP QUALIFIERS 2023

SRI LANKA 🆚 UNITED ARAB EMIRATES

🏏 3RD MATCH

📆 19/06/2023

আজ মুখোমুখি হচ্ছে শ্রীলংকা এবং সংযুক্ত আরব আমিরাত ⚔️⚔️

✅ বিশ্বকাপ ১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সব ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছে শ্রীলঙ্কা এবং ১৯৯৬ সালে বিশ্বকাপ জিতেছিল তারা।

✅ সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত দুটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল (১৯৯৬ এবং ২০১৫)।

✅ শ্রীলঙ্কা এখন পর্যন্ত ওয়ানডেতে তাদের মধ্যে খেলা দুটি ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে।

সম্ভাব্য বিজয়ী শ্রীলংকা 💥💥

ম্যাচটিতে বেট করতে এখনই রেজিষ্ট্রেশন করুন। 👇👇

রেজিষ্ট্রেশন লিঙ্কঃ https://mostbetbangla.com/ETAs

প্রমো কোড ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে ২৫,০০০ টাকা পর্যন্ত বোনাস।🤑🤑

https://xf38lo22j1y0ihymst.com/NTAs

প্রমো কোড: MBBDT

রেজিস্ট্রেশনের পর কোন সমস্যা হলে আমাকে ইনবক্সে মেসেজ করুন
যদি আপনারা পাসওয়ার্ড রিসেট করতে না পারেন আমার সাথে কন্টাক করেন
মনে রাখবেন রেজিস্ট্রেশন করার সময় ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন

"খেলুন, জিতুন এবং এনজয় করুন মোস্টবেটের সাথে। 💘💘💘"

Address

Palakata, Chiringa, Chakaria
Cox's Bazar
4740

Telephone

+8801987777673

Website

Alerts

Be the first to know and let us send you an email when 1xbet Solitaire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 1xbet Solitaire:

Share