RJR-Videos

RJR-Videos শিক্ষা

20/04/2025

কক্সবাজার এসে যারা সী ফুডস খান দেখেন পঁচা মাছ খাওয়ায়

সুন্দর একটা বিড়াল
20/04/2025

সুন্দর একটা বিড়াল

সরকারি কর্মকর্তার "পুলিশ বউয়ের" সাথে গভীর রাতে শাহবাগে এডিসি হারুন আড্ডা দিচ্ছিলো, পুলিশ বউয়ের "স্বামী" হারুনকে ভয় দে...
11/09/2023

সরকারি কর্মকর্তার "পুলিশ বউয়ের" সাথে গভীর রাতে শাহবাগে এডিসি হারুন আড্ডা দিচ্ছিলো, পুলিশ বউয়ের "স্বামী" হারুনকে ভয় দেখাতে ছাত্রলীগের বিজ্ঞান সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক'কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেকে আনে, দেবর-ভাবির আড্ডায় ডিস্টার্ব করার অপরাধে এডিসি হারুন ছাত্রলীগের নেতাদের থানায় ঢুকিয়ে এমন মাইর মারছে একজনের ২৬ টা দাত পড়ে গেছে, আরেকজন মুখ দিয়ে জয় বাংলা বলতে পারছেনা।

স্বামী সরকারি কর্মকর্তা
বউ পুলিশ
মারছে এডিসি
মাইর খাইছে ছাত্রলীগ

কার কাছে কার বিচার চাইবো বুঝতেছিনা...

25/06/2023
24/05/2023

মেরিন ড্রাইভ রোড কক্সবাজার

কাটিং
16/02/2023

কাটিং

আপনার বাচ্চাদের যা শেখানো জরুরী। তার মধ্যে কয়েকটিঃ১. বসে থেকে হ্যান্ডশেক করতে হয় না। ২. দর কষাকষিতে কখনোই প্রথমে প্রস্তা...
29/01/2023

আপনার বাচ্চাদের যা শেখানো জরুরী। তার মধ্যে কয়েকটিঃ

১. বসে থেকে হ্যান্ডশেক করতে হয় না।
২. দর কষাকষিতে কখনোই প্রথমে প্রস্তাব দিবে না।
৩. কাউকে ধন্যবাদ জানাতে ও কৃতজ্ঞতা প্রকাশে দেরী করোনা
৪. হাসের মতো হও। ভেসে থাকা উপরের অংশ শান্ত রেখো, কিন্তু জলের নিচে খুব দ্রুত পা চালিয়ে যেও।
৫. একা একা ঘুরে বেড়ালে নিজেকে খুঁজে পাওয়া যায়।
৬. তোমার বিবেচনায় সবচাইতে যোগ্য মেয়েটি/ছেলেটিকে প্রস্তাব দিতে ভয় পেও না।
৭. মৃত্যুর পরে তোমাকে নিয়ে কী কী বললে তোমার ভালো লাগবে সেটা ভাবো। বেচে থাকতে সেরকম হওয়ার চেষ্টা করো।
৮. কারো উপর রেগে গেলে সেটা নিয়ে একটি কড়া ইমেল লেখো। তারপর ইমেলটি ডিলিট করে দিও।
৯. শুধু বিনয় দেখাবে না। বিনয় ও আত্মবিশ্বাস একসাথে দেখাবে।
১০. কৃতিত্ব অন্যকে দাও, ব্যর্থতার দায়ভার নিজের জন্য রাখো।
১১. উপকার করার অভ্যাস করো, উপকার করার নেশা করো না।
১২. মিথ্যা বলা আর চাপা মারা দুটো ভিন্ন জিনিস।
১৩. রেপুটেশন তোমার দূর্গ, যে কোনো মূল্যে রক্ষা করো।
১৪. ম্যানার্স মেইকস এ ম্যান।
১৫. দুর্বলকে রক্ষা করো, দুর্বলের সাথে নিজেকে জড়িয়ে ফেলো না।
১৬. টাকা উপার্জন হয়তো কঠিন, সম্মান অর্জন সহজ। তাই কখনো ছ্যাচড়ামি করো না।
১৭. ধর্ম, অর্থ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে মানুষের বিচার করোনা
১৮. পৃথিবীর প্রতিটি মানুষ স্বাতন্ত্র্য, তাকে সেভাবেই গ্রহণ করো।
১৯. বাহিরে নারীদের সাথে তেমন ব্যাবহার করো যেমন ব্যাবহার তুমি তোমার পরিবারের নারীদের সাথে বাহিরের মানুষের কাছে আশা করো
২০. যেই শিক্ষা তোমার ভেতর থেকে অহংকার দূর না করবে সেই শিক্ষাকে প্রকৃত শিক্ষা ভেবো না।
২১. তুমি তোমার স্বাধীনতা উপভোগ করো কিন্তু অন্য কারো স্বাধীনতা খর্ব করে নয়
২২. আজকের দিনের জন্য সুখী হতে চেষ্টা করো। কাল আদৌ হবে কিনা তুমি জানো না
২৩. যতোসময় তোমার আত্মবিশ্বাস থাকবে যে তুমি ঠিক ততোসময় নিজের উপর অন্যের প্রভাব পরতে দিওনা, কিন্তু অন্যের কথাকে আন্তরিকভাবে বিশ্লেষণ করো
২৪. তোমার কাছে তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেউ না এটা মনে রাখবে। তেমনই প্রতিটি মানুষ তার নিজের কাছে গুরুত্বপূর্ণ এটাও মনে রেখো।
২৫. কখনো তুমি পুরুষ হয়ে জন্মেছো বলেই নারীর চেয়ে বেশি সুবিধা আশা করোনা এবং নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ করোনা।
২৬। অন্যের সাফল্যের সাথে নিজের সাফল্যের কম্পেয়ার করোনা
২৭. সবসময় নিজের স্বপ্ন নিজের ইচ্ছেমত তৈরি করো, অন্য কারো স্বপ্ন দেখে না
২৮. তোমার ধর্মীয় বিশ্বাস তুমি ধারণ করো। এটাকে অন্যের উপর চাপিয়ে দিতে চেষ্টা করোনা
২৯. অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা রাখো এমন কি সেই মতামতটাকে যদি তুমি গ্রহণ না করো তখনো
৩০। যা তুমি নিজে মেধা ও শ্রম দিয়ে অর্জন করোনি তা নিয়ে অহংকার বা লজ্জা কোনটিই অনুভব করোনা। যেমন জন্ম পরিচয়, জন্মসূত্রে পাওয়া পরিবারের ধর্মীয় ও সামাজিক পরিচয়, শরীরিক আকার ও রঙ।
৩১. কারো বিশ্বাস ভাঙার আগে তারসাথে সম্পর্ক ভেঙে দেবে
৩২. কাউকে শারীরিক ভাবে আঘাত করার অধিকার তোমার নেই সেটা যেকোনো সম্পর্কই হোক আর যেকোনো পরিস্থিতিতেই হোক।

আসলেই সুন্দর তাইনা?
15/01/2023

আসলেই সুন্দর তাইনা?

09/01/2023

হুবহু ওবায়দুল কাদেরের কন্ঠে মঞ্চ ভেংগে পড়ার ডায়লগ
ওরে বাপরে বাপ এত্তো বিনোদন
সত্যি অসাধারণ প্রতিভা😆😆😆😆😆

শীতের সকাল আর অফিস
09/01/2023

শীতের সকাল আর অফিস

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJR-Videos posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share