আনন্দময় সময়

আনন্দময় সময় Life is a simple name. But this life work is the biggest from a simple name.

"মায়ের আবদার রক্ষায় হবু পাত্রের সাথে প্রথমবার উত্তরায় দেখা করতে গেলাম। আলাপচারিতার এক পর্যায়ে পাত্র জানতে চাইলো আমি তার ...
09/04/2025

"মায়ের আবদার রক্ষায় হবু পাত্রের সাথে প্রথমবার উত্তরায় দেখা করতে গেলাম। আলাপচারিতার এক পর্যায়ে পাত্র জানতে চাইলো আমি তার কাছে কত মোহর আশা করি। আমি বললাম, আমার বান্ধবীর ১৫ লাখে বিয়ে হয়েছে। আমার এর কমে হলে ভালো দেখায়না। পাত্র মাথা নাড়িয়ে সায় দিল। আমরা একে অপরের ব্যাপারে অনেক কিছু জেনে নিই। একসময় আমরা একে অপরের থেকে বিদায় নেই।

আজকে সকালে মায়ের থেকে জানতে পারলাম পাত্রপক্ষ বিয়েতে না করে দিয়েছে। আমার একটু অপমান লাগে ব্যাপারটা। রিজেক্ট করার অধিকার শুধু আমিই রাখতে চেয়েছিলাম। আমি পাত্রকে কল দিয়ে রিজেক্ট করার কারন জানতে চাইলাম। পাত্র স্বভাবসুলভ বিনয়ের সাথে উত্তর দেয়, তার বন্ধুর নাকি প্রাইভেট ভার্সিটির সেরা সুন্দরীর সাথে বিয়ে হয়েছে। এখন এমন সুন্দরী মেয়ের সাথে বিয়ে না হলে নাকি তার সমাজে মুখ থাকবেনা। তাই সে বিয়েতে অসম্মতি জানিয়েছে। আমি এবার আরো বেশি অ'পমানিত বোধ করলাম। আমি সুন্দরি নই ?

কেউ কি একটু পরামর্শ দিবেন কোনোভাবে কি এই ছেলের বিরদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে? "

বিয়েতে ছেলের অসম্মতি থাকায় তরুণীর খোলা চিঠি💔
লেখকের অনুরোধে নাম প্রকাশ করতে পারলাম না।



#জীবন

মিরিঞ্জা ভ্যালি শীতকালে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়।
03/12/2024

মিরিঞ্জা ভ্যালি শীতকালে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়।

হ্যালো Everyone 👨‍💼 এই Opportunity আপনার জন্য -নতুন যে সকল স্টুডেন্ট ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে ফ্রিল্যান্সিং ক্যারিয়...
24/02/2024

হ্যালো Everyone 👨‍💼 এই Opportunity আপনার জন্য -

নতুন যে সকল স্টুডেন্ট ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ডআপ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাদের নিয়ে শুরু হচ্ছে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কোর্সের নতুন ব্যাচ। চলছে স্কলারশিপ বাচাই পর্ব।

***শুধুমাত্র যারা আগ্রহী তারা ইনবক্স করবেন***
Everyone Facebook

ইটের গাথুনী এবং প্লাস্টারের হিসাব অবশ্যই টাইম লাইনে রেখে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফি...
04/02/2024

ইটের গাথুনী এবং প্লাস্টারের হিসাব
অবশ্যই টাইম লাইনে রেখে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।গাথুনী এবং প্লাস্টারে ১ বস্তা সিমেন্টে ৪ বস্তা বালি। তবে ৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
Facebook Everyone

ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করুনবর্তমান সময়ে সরকারের অনুমোদিত আয়ের পথ হচ্ছে ফ্রিল্যান্সিং, পেশাজীবী, বেকার, নারী ও প...
16/01/2024

ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করুন
বর্তমান সময়ে সরকারের অনুমোদিত আয়ের পথ হচ্ছে ফ্রিল্যান্সিং, পেশাজীবী, বেকার, নারী ও পুরুষ সবাই এই পেশা বেছে নিয়ে , আপনার অবসর সময়টুকু কে কাজে লাগিয়ে ইচ্ছে মত আয় করে যেকোনো পরিস্থিতি তে পরিবারের পাশে দাঁড়াতে পারেন...। যাঁরা এই সেক্টরে ক্যারিয়ার গড়তে চান আমাকে ইনবক্স করুন। Everyone

যারা ফ্রিল্যান্সিং কি জানতে চান এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং কোর্স করতে চান তাদের জন্য ফ্রি ক্লাসের সুযোগ রয়েছে। দ্রুত এপ্লাই করুন ফ্রি সেমিনারের জন্য।

Free Seminar link
এই ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন। নিচে দেওয়া কোডটি ফর্মে Code অপশনে দিন।
Code: AM-01
https://docs.google.com/forms/d/1Yc4tZwYrnjjrYaPJkcLUuhgZ6zPXA2b-GuvPG4IIafw/viewform?edit_requested=true&fbclid=IwAR0v9guQ5JK9M5iI9mmrkAH-X-aEccxHE8MlV99Dh-0JWAcCovOQFzwG2Gg

যারা ফ্রিল্যান্সিং কি জানতে চান এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং কোর্স করতে চান তাদের জন্য ফ্রি ক্লাসের সুযোগ রয়...
11/12/2023

যারা ফ্রিল্যান্সিং কি জানতে চান এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং কোর্স করতে চান তাদের জন্য ফ্রি ক্লাসের সুযোগ রয়েছে। দ্রুত এপ্লাই করুন ফ্রি সেমিনারের জন্য।

Free Seminar link
এই ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন। নিচে দেওয়া কোডটি ফর্মে Code অপশনে দিন।
Code: AM-01
https://docs.google.com/forms/d/1Yc4tZwYrnjjrYaPJkcLUuhgZ6zPXA2b-GuvPG4IIafw/viewform?edit_requested=true&fbclid=IwAR0v9guQ5JK9M5iI9mmrkAH-X-aEccxHE8MlV99Dh-0JWAcCovOQFzwG2Gg

বর্তমান বিশ্বের সবচেয়ে পছন্দনীয় সেক্টর ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে স্বাগতম। নিজের দক্ষতা বৃদ.....

ফ্রিল্যান্সিং কী ❔ কিভাবে করতে হয় ❓ কোন দক্ষতা থাকলে ফ্রিল্যান্সিং করা যাবে ❔কি কি প্রয়োজন ফ্রিল্যান্সিং করতে ❓✅ ফ্রিল্য...
04/12/2023

ফ্রিল্যান্সিং কী ❔
কিভাবে করতে হয় ❓
কোন দক্ষতা থাকলে ফ্রিল্যান্সিং করা যাবে ❔
কি কি প্রয়োজন ফ্রিল্যান্সিং করতে ❓

✅ ফ্রিল্যান্সিং নিয়ে অনেক প্রশ্ন, অনেক ভুল ধারণা নিয়ে আছেন অনেকে কিভাবে শুরু করবেন শিখবেন কিভাবে কোন ধরণের কাজকে ফ্রিল্যান্সিং বলে আরো অনেক কিছু।

👉 ফ্রিল্যান্সিং নিয়ে বিস্তারিত জানতে
🎯 রেজিষ্ট্রেশন করতে ইনবক্স করুন অথবা
যোগাযোগ করুন -
_______________________________
Md. Abdullah Al Mamun
☞ Digital Entrepreneur
☞ Freelancing Consultant
✆ Contact: 01881599505
🪙 Harbour It Institute

Free Seminar link
এই ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন। নিচে দেওয়া কোডটি ফর্মে Code অপশনে দিন।

Code: AM-01
https://docs.google.com/forms/d/1Yc4tZwYrnjjrYaPJkcLUuhgZ6zPXA2b-GuvPG4IIafw/viewform?edit_requested=true

ফেইসবুকে যখন মানুষ দেখে টাকা ইনকামের কোনো পোস্ট দিয়েছে অমনি দৌড়ে  তার টাকা ইনকাম কেমনে হয়েছে সেটা জিজ্ঞেস করতে।এবং প্রশ্...
24/09/2023

ফেইসবুকে যখন মানুষ দেখে টাকা ইনকামের কোনো পোস্ট দিয়েছে অমনি দৌড়ে তার টাকা ইনকাম কেমনে হয়েছে সেটা জিজ্ঞেস করতে।
এবং প্রশ্নটা এমন যে আপু/ভাইয়া আপনি কত টাকা ইনকাম করছেন কত টাকা আয় করা যায়, আমি ও ইনকাম করতে চাই।

এবার যখন আমার ইনকামের পিছনের পরিশ্রমের কথা বলা হয় এবার সবাই হাওয়া।
আমার এত সময় নাই আপু/ভাইয়া, শর্টকাটে কি করা যায় বলেন।

ভাই/আপু আপনার সময় নাই, আপনি পরিশ্রম করবেন না আবার আমার মতো টাকা ইনকাম করতে চাইবেন এটা হাস্যকর নই কি?

আগে জ্ঞান অর্জন করার মানসিকতা তৈরি করুন, শিখার, জানার, পরিশ্রম করার মানসিকতা তৈরি করুন, তারপর ইনকাম আপনার এমনিতেই আসবে।

কোনো কিছু না জেনে করলে তার ফল কখনো সুন্দর বা ভালো হয় না।

Md Abdullah Al Mamun

Mamun Nodia Freelancers Everyone Everyone ONBOX

🛑 দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বদলে যাবে 🛑⊙ সঠিক সিদ্ধান্ত-ই বদলে দিবে আপনার জীবন। ⊙ আপনার মধ্যে দক্ষতা আছে,হয়তো আপনি সেটা উ...
22/09/2023

🛑 দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বদলে যাবে 🛑

⊙ সঠিক সিদ্ধান্ত-ই বদলে দিবে আপনার জীবন।

⊙ আপনার মধ্যে দক্ষতা আছে,হয়তো আপনি সেটা উপলব্ধি করতে পারেন।

֎ কিন্তু সেই দক্ষতা কিভাবে কাজে লাগাবেন?
֎ কিভাবে নিজেকে স্কিলফুল করে তুলবেন ?
֎ কিভাবে আপনার দক্ষতাকে পুরো বিশ্বে ছড়িয়ে দিবেন?

⊙ সময় এখনই ঘুরে দাঁড়াবার,নিজেকে নিজের পরিচয়ে গড়ে তুলুন। কারো অধীনে না থেকে অনিশ্চিত জীবন থেকে বের হয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কিছু করুন।

⊙ বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টর হতে পারে আমাদের ঘুরে দাঁড়ানোর অন্যতম হাতিয়ার।

⊙ আমরা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে তৈরি করতে পারি একটি সুন্দর ভবিষ্যত।

ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোন তথ্যের জন্য পার্সোনাল ইন বক্সে যোগাযোগ করুন। আমার দেওয়া তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ।




Everyone

কন্যার স্বামীকে বাবা বলেছিলেন:প্রথম যে পুরুষটি ওকে ছুঁয়েছিলো- সে, তুমি নও, আমি।প্রথম যে পুরুষটি ওকে চুমু দিয়েছিলো-সে, তু...
20/08/2023

কন্যার স্বামীকে বাবা বলেছিলেন:

প্রথম যে পুরুষটি ওকে ছুঁয়েছিলো- সে, তুমি নও, আমি।
প্রথম যে পুরুষটি ওকে চুমু দিয়েছিলো-সে, তুমি নও,আমি।
প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসেছিলো-সে, তুমি নও, আমি।

যাইহোক, যে-পুরুষটি ওকে সারাটি জীবন যত্নে রাখতে পারবে, আমি আশা করি সে, আমি নই, তুমি।

কিন্তু, যদি কোনদিন ওকে আর ভালোবাসতে না পারো, ওকে জানিয়ো না, আমাকে জানিয়ো; আবার নিয়ে আসবো আমার কাছে।

বাবার ভালোবাসা 💙
(ভালো থাক পৃথিবীর সব বাবার মেয়েরা)

লেখা সংগৃহীত!!

17/08/2023

ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং রিলেটেড যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে নিঃসংকোচে যোগাযোগ করতে পারবেন যেকোনো সময়। আমার দেয়া কোনো তথ্য বা সহযোগিতা যদি আপনার কাজে লাগে, তবে সেটা আমাকে আনন্দ দিবে। আমি নিজেও অন্য কারো সহযোগিতা পেয়ে আজ মহান আল্লাহর রহমতে এত ভালো অবস্থানে আসতে পেরেছি।
_______________________________
Md. Abdullah Al Mamun
☞ Digital Entrepreneur
☞ Freelancing Consultant
✆ Contact: 01881599505
🪙 Harbour It Institute

https://www.facebook.com/ricky.b.mamun?mibextid=ZbWKwL

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when আনন্দময় সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share