Jahed Reza

Jahed Reza follow me everyone

09/07/2025
07/07/2025

⭕ "রাসূল ( সাঃ ) বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দ্বার প্রান্তে একটি বাড়ির প্রতি শ্রুতি দিচ্ছি, যে সঠিক হওয়া সত্ত্বে ও তর্কে লিপ্ত হয় নাহ্ …….!! "
------ সুনানে আবু দাউদ, ৪৮০২…."!

🩸 একটি প্রশ্ন, যেটা বদলে দেয় এক জীবন!“১০০ বছর অন্যায়ের পক্ষে থেকে বেঁচে থাকার চেয়ে, ন্যায়ের পক্ষে থেকে শহীদ হওয়া অনেক গৌ...
06/07/2025

🩸 একটি প্রশ্ন, যেটা বদলে দেয় এক জীবন!

“১০০ বছর অন্যায়ের পক্ষে থেকে বেঁচে থাকার চেয়ে, ন্যায়ের পক্ষে থেকে শহীদ হওয়া অনেক গৌরবের!”
শহীদ আবু সাঈদ, ১৩ জুলাই ২০২৪

আজও তাঁর এই এক লাইনের লেখা আমার বুকের ভিতর আগুন হয়ে জ্বলে। হয়তো সে জানতো না, এই কথাই একদিন হবে হাজার তরুণের জীবনের বাঁক বদলের কারণ।
হয়তো সে জানতো না, এই কথাই একদিন হয়ে উঠবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস।

সে চলে গেছে...তবে রেখে গেছে এক অমর চেতনা—
একটি প্রশ্ন, যা ঘুম ভাঙিয়ে দেয় রাতের নির্জনতায়...

"আমি কী এখনো নিরব?
আমি কী এখনো সুবিধার পক্ষে, না সাহসের পক্ষে?"

তাকে মেরে ফেলা হয়েছে হয়তো,
কিন্তু তার বিশ্বাস? তার ভাষা? তার জেদ? তা তো এখনও বেঁচে আছে হাজার তরুণের রক্তে, চিন্তায়, স্বপ্নে।

জুলাই শুরু হয়েছে—তাঁর সেই পোস্টের বর্ষপূর্তিতে আমরা একটু থামি। একবার অন্তত আয়নায় চোখ রেখে বলি…
"আমিও ন্যায়ের পক্ষে দাঁড়াবো, যেকোনো মূল্যে!"

✍️ আসক্ত জীবন আমার

#শহীদ_আবু_সাঈদ #জেগে_ওঠো_তারুণ্য
#সত্যের_সাথেই_আমার_পরিচয় #ভয়কে_ভেঙে_গড়ি

মহেশখালীতে গুণীজনদের সম্মানে আন নুর ইসলামিক সেন্টারের হৃদয়ছোঁয়া সংবর্ধনানিজস্ব প্রতিবেদক:আন নুর ইসলামিক সেন্টার কতৃক আয়ো...
05/07/2025

মহেশখালীতে গুণীজনদের সম্মানে আন নুর ইসলামিক সেন্টারের হৃদয়ছোঁয়া সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
আন নুর ইসলামিক সেন্টার কতৃক আয়োজিত এক অনন্য সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত করা হলো মহেশখালীর কৃতি সন্তান, উদীয়মান তরুণ উদ্যোক্তা ও মানবিক ফয়সাল আমিনসহ সমাজের গুণী ব্যক্তিদের।

শনিবার, ৫ জুলাই মহেশখালী সরকারি মহিলা কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের সভাপতি আলহাজ্ব আশরাফ জামান কোঃ এবং স্বাগত বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক সরওয়ার কামাল।

সাধারণ সম্পাদক মাস্টার শাহেনুর আলম শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবুল হাসেম এবং প্রধান বক্তা ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উদীয়মান তরুণ উদ্যোক্তা মানবিক ফয়সাল আমিন, দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার পরিচালক আল্লামা ফুরকানউল্লাহ, আলহাজ্ব হাফেজ মাওলানা নুরুচ্ছফা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলা উদ্দিন, প্রভাষক সানাউল্লাহ, মাওলানা জি এম ইয়াছিন আরাফাত, হাফেজ দেলোয়ার হোসেন, শিক্ষক আব্দুল্লাহ শাহরিয়ার বাপ্পি ও লেখক হামিদসহ বহু গণ্যমান্য ব্যক্তি।

এই সংবর্ধনা অনুষ্ঠান গুণীজনদের প্রতি শ্রদ্ধা ও উদীয়মানদের অনুপ্রেরণা জোগানোর এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত দেন আয়োজক ও উপস্থিত অতিথিবৃন্দ।

—𝗥𝗲𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀𝗵𝗶𝗽 এর চেয়ে.𝗙𝗿𝗶𝗲𝗻𝗱𝘀𝗵𝗶𝗽 টাই বেশি সুন্দর-!😊🌸🖤•- "𝑵𝒐 𝒄𝒂𝒑𝒕𝒊𝒐𝒏𝒔 𝒇𝒐𝒓 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅𝒔,,,😍-"𝒃𝒆𝒄𝒂𝒖𝒔𝒆 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒄𝒂𝒑𝒕𝒊𝒐𝒏...
04/07/2025

—𝗥𝗲𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀𝗵𝗶𝗽 এর চেয়ে.𝗙𝗿𝗶𝗲𝗻𝗱𝘀𝗵𝗶𝗽 টাই বেশি সুন্দর-!😊🌸🖤
•- "𝑵𝒐 𝒄𝒂𝒑𝒕𝒊𝒐𝒏𝒔 𝒇𝒐𝒓 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅𝒔,,,😍
-"𝒃𝒆𝒄𝒂𝒖𝒔𝒆 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒄𝒂𝒑𝒕𝒊𝒐𝒏 𝒇𝒐𝒓𝒆𝒗𝒆𝒓"💜❝།།💚
•------••✧✿❛ლ︵❝།།😘🤝💝ლ❛✿✧••------•
ლ❛✿✧••------•

✿┼─💙𝙅𝙪𝙨𝙩 𝙖𝙨 𝙮𝙤𝙪 𝙘𝙖𝙣𝙣𝙤𝙩 𝙘𝙧𝙤𝙨𝙨 𝙖 𝙧𝙞𝙫𝙚𝙧 𝙬𝙞𝙩𝙝 𝙖 𝙥𝙖𝙥𝙚𝙧 𝙗𝙤𝙖𝙩.  𝘼𝙡𝙨𝙤 𝙙𝙤 𝙣𝙤𝙩 𝙡𝙞𝙫𝙚 𝙬𝙞𝙩𝙝 𝙛𝙖𝙡𝙨𝙚 𝙚𝙢𝙤𝙩𝙞𝙤𝙣𝙨 𝙖𝙣𝙙 𝙛𝙖𝙡𝙨𝙚 𝙡𝙤𝙫𝙚.😊🦋💜✨✿┼─💚💙(-...
20/06/2025

✿┼─💙𝙅𝙪𝙨𝙩 𝙖𝙨 𝙮𝙤𝙪 𝙘𝙖𝙣𝙣𝙤𝙩 𝙘𝙧𝙤𝙨𝙨 𝙖 𝙧𝙞𝙫𝙚𝙧 𝙬𝙞𝙩𝙝 𝙖 𝙥𝙖𝙥𝙚𝙧 𝙗𝙤𝙖𝙩. 𝘼𝙡𝙨𝙤 𝙙𝙤 𝙣𝙤𝙩 𝙡𝙞𝙫𝙚 𝙬𝙞𝙩𝙝 𝙛𝙖𝙡𝙨𝙚 𝙚𝙢𝙤𝙩𝙞𝙤𝙣𝙨 𝙖𝙣𝙙 𝙛𝙖𝙡𝙨𝙚 𝙡𝙤𝙫𝙚.😊🦋💜✨
✿┼─💚💙(-!!❝কাগজে নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না। তেমনি মিথ্যে আবেগ আর মিথ্যে ভালোবাসা দিয়ে জীবন চলানো যাইনা।❞!!-) 💚💜

With Ukraine Women  – I just got recognised as one of their top fans! 🎉
05/01/2025

With Ukraine Women – I just got recognised as one of their top fans! 🎉

22/12/2024

এর সাথে Sameer Abbasi – আমি তার কনটেন্টের একজন অন্যতম সেরা অংশগ্রহণকারী হয়ে সবেমাত্র তার সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে জায়গা পেয়েছি!

06/12/2024

Send a message to learn more

25/11/2024

Barbie Official

I got 8 reactions and 2 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done i...
23/11/2024

I got 8 reactions and 2 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Jahed Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahed Reza:

Share