27/06/2025
হিংসা কখনো তোমার শত্রু হয় না—
সে হয় তোমার ছায়া।
চাইলেও ফেলা যায় না,
দেখলেও অস্বীকার করা যায় না।
তাই আগুন ছুঁয়ে নয়,
আলো ছড়িয়ে বাঁচো।
কারণ অন্যের আলো নিভিয়ে
কেউ কখনো নিজের অন্ধকার দূর করতে পারে না।