Osman gani

Osman gani দয়া করে ফেইজটা ফলো দিবেন।

14/05/2025

এই সমাজ...

আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে কেউ কাঁদলে হাসির খোরাক হয়, আর কেউ হাসলে জ্বালার কারণ হয়।
ভালো হতে চাইলে মানুষ সন্দেহ করে, খারাপ হলে সবাই মেনে নেয়।
কারো বিপদে পাশে দাঁড়ালে বলে ‘নিশ্চয়ই কোনো স্বার্থ আছে’।
আর চুপচাপ থাকলে বলে ‘অহংকারে ভরে গেছে’।

মানুষ বদলায় না—সময় বদলায়, মুখোশ বদলায়।
কেউ সত্য বললে সে কটু হয়, আর মিথ্যা মিষ্টি বললে সে প্রিয় হয়।
এই সমাজে ভালো থাকার চেয়ে ভালো অভিনয় করা শিখে নাও—বেঁচে থাকাটা সহজ হবে!

এতো ব্যাস্ত হওয়ার দরকার নেই, আমার রব সব ঠিক করে রেখেছেন।শুধু চেষ্টায় থাকতে হবে পথ ভ্রস্ট না হওয়ার।
08/05/2025

এতো ব্যাস্ত হওয়ার দরকার নেই, আমার রব সব ঠিক করে রেখেছেন।শুধু চেষ্টায় থাকতে হবে পথ ভ্রস্ট না হওয়ার।

27/04/2025

ইসরায়েলের উপর দাবানল: গজবের নিদর্শন নাকি সতর্কবার্তা?
সম্মানিত ভাই ও বোনেরা,
আজ আমরা এমন এক সময়ের মধ্যে রয়েছি, যখন গোটা বিশ্ব জুলুমে ভরে গেছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় আমাদের নিরীহ ভাই-বোনদের উপর যে নির্যাতন চলছে, তা অমানবিকতার সীমা অতিক্রম করেছে। আর ঠিক এই সময়েই আমরা দেখতে পাচ্ছি—ইসরায়েলের মধ্যভাগে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। শত শত বাড়িঘর পুড়ে যাচ্ছে, মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে।

এটা কি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ? নাকি আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা?

21/04/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল।

আলহামদুলিল্লাহ! মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আগামী ১৬ডিসেম্বর ২০২৪,রোজ: সোমবার। দারুলউলুম মাদ্রাসা হেফজ খানা ও এত...
14/11/2024

আলহামদুলিল্লাহ! মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি।
আগামী ১৬ডিসেম্বর ২০২৪,
রোজ: সোমবার।
দারুলউলুম মাদ্রাসা হেফজ খানা ও এতিম খানা,
দক্ষিণ মিঠাছড়ি,চেইন্দা লাহার পাড়া,
রামু, কক্সবাজার।
বা*ষিক সভার দিন ধার্য্য করা হয়েছে।
উক্ত সভায় ৩জন ছাত্র কে পাগড়ি, এবং অন্য তিনজন ছাত্র কে সনদ(certifiked ) প্রদান করা হবে ইনশাআল্লাহ। 🤲

🗣️ব্রি:দ্র: আগামী ১লা জানোয়ারি থেকে চেইন্দা লাহার পাড়া, দারুলউলুম মাদ্রাসায় (বিশেষ সিলেবাস দারা পরিচালিত) কিতাব খানায় ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ, সম্পুর্ন আবাসিক।
জাজাকাল্লাহ খাইরান।

Highlight Your Thoughts

আলহামদুলিল্লাহ
09/11/2024

আলহামদুলিল্লাহ

Address

Chainda, Lahar Para, Dakkhin Mithachory. Ramu, Cox’s Bazar
Cox's Bazar
4700

Telephone

+8801875492973

Website

Alerts

Be the first to know and let us send you an email when Osman gani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Osman gani:

Share

Nearby media companies