14/05/2025
এই সমাজ...
আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে কেউ কাঁদলে হাসির খোরাক হয়, আর কেউ হাসলে জ্বালার কারণ হয়।
ভালো হতে চাইলে মানুষ সন্দেহ করে, খারাপ হলে সবাই মেনে নেয়।
কারো বিপদে পাশে দাঁড়ালে বলে ‘নিশ্চয়ই কোনো স্বার্থ আছে’।
আর চুপচাপ থাকলে বলে ‘অহংকারে ভরে গেছে’।
মানুষ বদলায় না—সময় বদলায়, মুখোশ বদলায়।
কেউ সত্য বললে সে কটু হয়, আর মিথ্যা মিষ্টি বললে সে প্রিয় হয়।
এই সমাজে ভালো থাকার চেয়ে ভালো অভিনয় করা শিখে নাও—বেঁচে থাকাটা সহজ হবে!