Beraj Devotional Vlogs-বিরাজ ভক্তিমূলক ব্লগ

Beraj Devotional Vlogs-বিরাজ ভক্তিমূলক ব্লগ 🙏🏻হরে কৃষ্ণ🙏🏻
আমাদের ধর্মীয় পোস্ট ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করেন এবং পোস্টে লাইক,কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন🙏🏻

🙏👏শ্রীমদ্ভাগবতের দ্বাদশ স্কন্দে তৃতীয় অধ্যায়ে শুকদেব গোস্বামী বলেছেন কলিযুগ পাপের সমুদ্র হলেও একটি মহৎ গুন রয়েছে। সেট...
02/11/2025

🙏👏শ্রীমদ্ভাগবতের দ্বাদশ স্কন্দে তৃতীয় অধ্যায়ে শুকদেব গোস্বামী বলেছেন কলিযুগ পাপের সমুদ্র হলেও একটি মহৎ গুন রয়েছে। সেটি হলো-

👏কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্তসঙ্গঃ পরংব্রজেৎ👏

কেবলমাত্র কৃষ্ণনাম কীর্তন করার ফলে, অনায়াসে এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়।"
তাই হরিনাম সংকীর্তনই হচ্ছে জগতের সব চেয়ে মঙ্গলময় অনুষ্ঠান।অনুগ্রহ করে তা হৃদয়ঙ্গম করুন।

🌿🌼 দামোদর কে?🌿🌼 দামোদর ব্রত কী?🌿🌼 প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য কী?🌿🌼 আরতি নিবেদনের নিয়ম কী? 🌿🌺দামোদরঃ-পরমেশ্বর ভগবান শ্র...
06/10/2025

🌿🌼 দামোদর কে?
🌿🌼 দামোদর ব্রত কী?
🌿🌼 প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য কী?
🌿🌼 আরতি নিবেদনের নিয়ম কী?

🌿🌺দামোদরঃ-
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। 'দাম' শব্দের অর্থ রশি এবং 'উদর' শব্দের অর্থ হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন হয়েছে, তিনিই দামোদর।

🌿🌺 দামোদর ব্রতঃ-
বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। দামোদর ব্রতের সময়ে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং দামোদর অষ্টকম্ পাঠ করতে হয়।

🌿🌺প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্যঃ-
প্রজ্বলিত কর্পূর সমন্বিত দীপ দ্বারা আরতি করলে সপ্তকল্প যাবত ভগবদ্ধামে বাস হয়। মনোহর দৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরির আরতি করলে কাম-ক্রোধাদি বিদূরিত হয় এবং পুনর্জন্ম হয় না। দীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায়। যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন, যশ, পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তোষ্ট হন।

🌿🌺আরতি নিবেদনের নিয়মঃ-
ঘৃত বা তিলের তৈল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চার বার, নাভিদেশে দুই বার, মুখমণ্ডলে তিন বার এবং সর্বাঙ্গে সাত বার প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয়। মাটির প্রদীপ একবারই ব্যবহার যোগ্য।

#শুভারম্ভ_হচ্ছে...
🌿🌼দামোদর দীপদান মহোৎসব🌼🌿
_____________২০২৫ইং____________

৭ অক্টোবর হতে ৫ নভেম্বর পর্যন্ত ।

জয় জয় ভগবান দামোদর গোপাল কি জয় 🙏👏
#হরিনাম #সংকীর্তন #আধ্যাত্মিক_জ্ঞান

19/09/2025

তুলসী আরতি 👏🙏
কক্সবাজার রাধা দামোদর মন্দিরে ভক্তে সংঘে আরতি কীর্তন 🙏👏💜
#হরিনাম #সংকৃতি

🙏💐আজ ১৭ সেপ্টেম্বর- বিশ্ব হরিনাম দিবস👏🙏কলি যুগের উদ্ধারের একমাত্র পথ হরিনাম সংকীর্তন। 👏🙏💐এই জড় জগৎ থেকে মুক্তির একমাত্র ...
17/09/2025

🙏💐আজ ১৭ সেপ্টেম্বর- বিশ্ব হরিনাম দিবস👏🙏
কলি যুগের উদ্ধারের একমাত্র পথ হরিনাম সংকীর্তন। 👏🙏💐
এই জড় জগৎ থেকে মুক্তির একমাত্র উপায় হরিনাম💐🙏👏
আসুন সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি জীবনটাকে সুন্দর করি,🙏👏❤️
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে👏👏🙏🙏❤️💐

#আধ্যাত্মিক_জ্ঞান #হরেকৃষ্ণ #হরিনাম

👉 শতং বিহায় ভোক্তব্যং সহস্রং স্নানমাচরেৎ। লক্ষং বিহায় দাতব্যং কোটিংত্যক্তা হরিং ভজেৎ।।🙏👏শ্লোকটির বাংলার অর্থ হলো - শত ...
10/09/2025

👉 শতং বিহায় ভোক্তব্যং সহস্রং স্নানমাচরেৎ। লক্ষং বিহায় দাতব্যং কোটিংত্যক্তা হরিং ভজেৎ।।🙏👏

শ্লোকটির বাংলার অর্থ হলো -
শত কাজ থাকলেও সময়মতো খাওয়া উচিৎ,
হাজার কাজ থাকলেও সময়মতো স্নান করা উচিৎ,
লক্ষ্য দায়িত্ব থাকলেও ভগবৎ সেবার জন্য দান করা উচিৎ,
কোটি কাজ থাকলেও সময়মতো হরিভজন করা উচিৎ।
#আধ্যাত্মিক_জ্ঞান #শ্রীমদ্ভাগবতম #হরেকৃষ্ণ #সংকৃতি #হরিনাম

দুর্গা পূজায় মাতলামি মানেঅসুরকে আমন্ত্রণ,দেবীকে নয়!!!সনাতন ধর্মে মানুষের শরীরকে বলা হয়েছে “দেবালয়”গীতা, বেদ, উপনিষদ ...
08/09/2025

দুর্গা পূজায় মাতলামি মানে
অসুরকে আমন্ত্রণ,দেবীকে নয়!!!

সনাতন ধর্মে মানুষের শরীরকে বলা হয়েছে “দেবালয়”
গীতা, বেদ, উপনিষদ সর্বত্রই দেহকে আত্মার আসন রূপে বর্ণনা করা হয়েছে।
যখন দেহ মদ ও নেশায় কলুষিত হয়, তখন মন ও আত্মাও অন্ধকারে ডুবে যায়।

🌺 দুর্গাপূজা ও কালীপূজা শুধুমাত্র আনন্দ নয়,
এটি আধ্যাত্মিক শুদ্ধি ও ভক্তির মহোৎসব।

দেবীর আরাধনা মানে অসুরশক্তির দমন ও সত্ত্বশক্তির জাগরণ। মদ ও নেশা সেই অসুরশক্তিরই প্রতীক, যা পূজার পবিত্রতাকে ধ্বংস করে।দেবীর প্রসাদ, ভোগ ও আরতি আমাদের মনে শুদ্ধি আনে; সেখানে নেশার মতো কলুষ বস্তু একেবারেই অশাস্ত্রীয়।

তাহলে প্রশ্ন হলো—
যেখানে মা দুর্গাকে আহ্বান করা হয় শক্তি, জ্ঞান ও কল্যাণের প্রতীক হিসেবে,
যেখানে মা কালীকে আহ্বান করা হয় অজ্ঞতার অন্ধকার নাশকারিণী শক্তি হিসেবে,
সেই পূজার সময় মদ্যপান করলে পূজার মূল উদ্দেশ্যই কি ধ্বংস হবে না?

📜 শাস্ত্রের স্পষ্ট বাণী

🔴 অথর্ব বেদ (৬.৭০.১): “মদ্যপান অজ্ঞতা, হিংসা ও পাপের পথ খুলে দেয়।”
🔴 মনুস্মৃতি (৯.২২৫): “মদ্যপান গুরুতর অপরাধ।”
🔴 মহাভারত (সভার পর্ব): দ্রৌপদী বলেছেন— “মদ মানুষের বিবেক নষ্ট করে, আর বিবেকহীন মানুষ পশুর চেয়েও অধম।”
🔴 নিরুক্ত (৬/২৭/১০): “সুবর্ণচুরি, গুরুপত্নীগমন, ব্রাহ্মণবধ, গর্ভনাশ, মদ্যপান, বারবার পাপকর্ম ও পাপকথন—এই সাতটি মহাপাপ।”
🔴ঋগ্বেদ (৮/২/১২)
“যে সুরা পান করে, সে নিজের শক্তি ও বুদ্ধি হারায়।”

👉 শুধু মদ্যপান নয়, বরং মদ্যপায়ীর সঙ্গে মেলামেশাকেও শাস্ত্রে নিষিদ্ধ বলা হয়েছে (ছান্দোগ্য উপনিষদ ৫/১০/৯; ঋগ্বেদ ৮/২১/১৪)।

এই থেকে বোঝা যায় যে—
“হিন্দু ধর্মে তো পূজায় মদ্যপান বৈধ”
এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।
এবং পূজার নামে মাতলামি একেবারেই অশাস্ত্রীয়।

সনাতন ধর্ম মানুষকে মুক্তি, আনন্দ ও কল্যাণের পথে আহ্বান করে।মদ ও নেশা সেই পথে অন্তরায়, অন্ধকারের গহ্বর।

দুর্গাপূজায় মাতলামি, অশ্লীলতা কিংবা কালীপূজায় নেশার নামে উল্লাস —
এগুলো ভক্তি নয়, মহাপাপ।নেশা মানুষের শক্তি নষ্ট করে, আত্মাকে কলুষিত করে, সমাজকে বিপথে ঠেলে দেয়।আর ভক্তির নামে নেশা মানে দেবীর অবমাননা।

✨ স্মরণ রাখুন—
আত্মসংযমই প্রকৃত শক্তি,আর নেশা সেই শক্তিকে ধ্বংস করে।

তাই আসুন, প্রতিজ্ঞা করি—
🔴 নেশা নয়, ভক্তির আনন্দ আস্বাদন করব।
🔴 মদ নয়, মায়ের প্রসাদ গ্রহণ করব।
🔴 অসুর নয়, সত্ত্বশক্তির জাগরণ ঘটাব।

🌻🌻শ্রীমদ্ভাগবত মাহাত্ম্য শ্রবনের ফল 👉🌼শ্রীমদ্ভাগবত শ্রবণের ফলে ধার্মিক হয় এবং সর্ব রোগ ও পাপ মুক্ত হয়ে দীর্ঘ-জীবন লাভ কর...
07/09/2025

🌻🌻শ্রীমদ্ভাগবত মাহাত্ম্য শ্রবনের ফল 👉

🌼শ্রীমদ্ভাগবত শ্রবণের ফলে ধার্মিক হয় এবং সর্ব রোগ ও পাপ মুক্ত হয়ে দীর্ঘ-জীবন লাভ করে।🙏

🌼কলি-যুগে যেখানেই পবিত্র শ্রীমদ্ভাগবত পাঠ হয়,সেখানেই সকল দেব-দেবী সমভিব্যাহারে আমি বাস করি।🙏

🌼প্রিয় বৎস, যারা ষোড়শোপচারে শ্রীমদ্ভাগবতের পূজা করে ও ভক্তি সহকারে ভাগবত শ্রবণ করে তাদের দ্বারা আমি নিয়ন্ত্রিত। 🙏

🌼আমার সন্তুষ্টির জন্য যারা এই উৎসবে অংশগ্রহন করে ও ভক্তিসহকারে শ্রীমদ্ভাগবত শ্রবণ করে এবং যারা বস্ত্র,অলংকার, পুষ্প, প্রদীপ ও ধূপ-ধুনা ইত্যাদি সুগন্ধী দ্রব্য দিয়ে শ্রীমদ্ভাগবতের পূজা করে তারা সতীনারী তার পতিকে নিয়ন্ত্রণ করার মতো আমাকে নিয়ন্ত্রণ করে থাকে।

🌼প্রতিদিন নিয়মিতভাবে যে শ্রীমদ্ভাগবত পাঠ করে পিঙ্গলবর্ণের গো-দানের ফল সে অক্ষরে অক্ষরে লাভ করে থাকে।

🌼যে প্রতিদিন শ্রীমদ্ভাগবতের অর্ধ বা এক চতুর্থাংশ শ্লোকও পাঠ বা শ্রবন করে,এক সহস্র গো-দান জনিত ফল সে লাভ করে।🙏

🌼প্রিয় বৎস, যে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে প্রতিদিন শ্রীমদ্ভাগবত পাঠ করে, অষ্টাদশ পুরাণ পাঠের ফল তার লাভ হয়।🙏

🌼প্রিয় বৎস, যেখানে শ্রীমদ্ভাগবত কথা আলোচনা হয়, সেখানেই সকল পবিত্র নদ-নদী,কুন্ড,হ্রদ,সকল যজ্ঞ,সপ্ত তীর্থক্ষেত্র-অযোধ্যা,মথুরা,মায়া(হরিদ্বার), কাশী,কাঞ্চি,অবন্তি(উজ্জয়িন)ও দ্বারকা-এবং পবিত্র পর্বতসমূহ উপস্থিত থাকে।🙏

🌼"হে চতুরানন ব্রক্ষা,গাভী যেমন স্বতঃস্ফূর্তভাবে তার বৎসকে অনুসরণ করে আমিও তেমনই যেখানে শ্রীমদ্ভাগবত প্রসঙ্গের আলোচনা হয় সেখানেই গমন করি।🙏

🌼শ্রীমদ্ভাগবত কথন ও শ্রবন উপভোগকারীকে আমি কখনও পরিত্যাগ করি না।🙏

🌼"শ্রীমদ্ভাগবত শ্রবণে যে বিশুদ্ধতা অর্জন করা যায়,বদরিকাশ্রম দর্শনে বা প্রয়াগ-সঙ্গমে অবগাহন করেও সেই শুদ্ধতা অর্জন করা যায় না।"🙏

👉"ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম স্বার্থক করি করো পরোপকার"🙏

Address

Cox's Bazar

Telephone

+8801849470308

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beraj Devotional Vlogs-বিরাজ ভক্তিমূলক ব্লগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beraj Devotional Vlogs-বিরাজ ভক্তিমূলক ব্লগ:

Share

Category