30/09/2025
মাওলানা নুর আহমদ আনোয়ারী
একজন ডাইনামিক লিডার
---মুসা ইবনে হোসাইন বিপ্লব
একজন জননন্দিত চেয়ারম্যান, খ্যাতিমান ওয়ায়েজিন, দক্ষতা সম্পন্ন প্রিন্সিপ্যাল, কক্সবাজার জেলা জামায়াতের আমীর, গনমুখী রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা নুর আহমদ আনোয়ারী।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাওলানা নুর আহমদ আনোয়ারীকে এমপি প্রার্থী করা হয়েছে। যোগ্যতা ও দক্ষতার দিক থেকে তুলনা মুলক ভাবে ওনার কোনো ঘাটতি নেই।
তিনি টানা ৪বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান: টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের থেকে নির্বাচন করে টানা ৪বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১ম বার প্রায় এক হাজার একশ (১১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন, ২য় বার প্রায় দুই হাজার একশ (২১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন, ৩য় বার প্রায় তিন হাজার একশ (৩১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন, এবং ৪র্থ বার প্রায় চার হাজার একশ (৪১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন।
ওনি চেয়ারম্যান হিসেবে মানুষের দ্বারে দ্বারে ওনার সেবা সমুহ পৌঁছাতে নিশ্চিত করেন। এমন কি চেয়ারম্যান যে সিল মারা হয় সে সিলটি তাঁর নিজে পকেটে পকেটে রাখেন। কোথাও যদি জানাযায়ও যান সেইখানে লোক জনের প্রয়োজনীয় কাগজে সিল স্বাক্ষর দিয়ে থাকেন।
তিনি একজন ওয়ায়েজিন: আমাদের দেশে বর্ষ মৌসুম কেটে গেলে যখন মাঠ শুকনো থাকে তখন গ্রামে গঞ্জে ও শহরে নগরে তাফসিরুল কোরআন মাহফিল, সিরাতুন্নী (সঃ) মাহফিল, মিলাদুন্নী (সঃ) মাহফিল ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানে দেশের খ্যাতিমান ইসলামিক বক্তারা ওয়াজ করেন। মাওলানা নুর আহমদ আনোয়ারী তাদেরই একজন দেশ বরণ্য আলেম। যার ওয়াজের দাওয়াত কক্সবাজার- চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তিনি একজন সুবক্তা।
তিনি একজন প্রিন্সিপ্যাল: টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী হ্নীলা শাহ মজিদিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপ্যাল। তার হাতে গড়া হাজারো ছাত্র দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত আছে। তাঁর হাতে গড়া হাজারো আলেমে বহু শিক্ষা প্রতিষ্ঠানে আলেম তৈরিতে নিয়োজিত রয়েছে। তার তৈরি করা ওয়ায়েজ বর্তমানে সারাদেশে কোরআনের বিপ্লবী দাওয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তিনি জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর:
বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় ইসলামী দল ও অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার আমীরের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি টেকনাফের উপজেলা আমীর ছিলেন, পরে জেলা জামায়াতের নায়েবে আমীর ছিলেন। তার দক্ষতা ও যোগ্যতার কারণে কক্সবাজার জেলা জামায়াতের সর্বচ্ছো শপথের জনশক্তি রুকনরা প্রত্যক্ষ ভোটে ২০২০ সালে ওনাকে জেলা আমীর হিসেবে নির্বাচিত করেন।
ওনার এমন একনিষ্ঠ দক্ষতা, যোগ্যতা ও সততাকে গুরুত্ব দিয়ে নিজের দল জামায়াতে ইসলামী তাঁকে (কক্সবাজার-৪) উখিয়া-টেকনাফ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে চুড়ান্ত করেন। অথচ একই আসনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক ছাত্রশিবিরে কেন্দ্রীয় মাওলানা মুহাম্মদ শাহজাহানও রয়েছে। কিন্তু মুহাম্মদ শাহজাহান নিজেই, মাওলানা নুর আহমদ আনোয়ারীকে দক্ষ ও জনবান্ধব নেতা হিসেবে বিবেচনা করে ওনাকে উক্ত আসনে সিদ্ধান্ত দেন। মাওলানা আনোয়ারীর বিচক্ষণতা ও রাজনৈতিক প্রজ্ঞাকে সম্মান জানিয়ে তার প্রসংশায় পঞ্চমুখ হতেন বিরোধী রাজনৈতিক শক্তি গুলোও।
পরিশেষে বলা যায় আগামী জাতীয় নির্বাচনে (কক্সবাজার-৪) উখিয়া টেকনাফ সংসদীয় জনবান্ধন জননেতা, বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষাবিদ, হ্নীলা শাহ মজিদিয়া সিনিয়র মাদ্রাসা প্রিন্সিপ্যাল, হোয়াইক্যং মডেল ইউনিয়নের চার বারের নির্বাচিত চেয়ারম্যান ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী (হাফি:) একজন ডায়নামিক লিডার এবং সবার সেরা সংসদ সদস্য প্রার্থী। তার কাছে জনগণের আমানত তসরুপ হবে না।
লেখক:
বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব