ইতিমাদ পাবলিকেশন

ইতিমাদ পাবলিকেশন চিন্তা জ্ঞানের বিশুদ্ধতায় রবের অন্বেষণ

23/10/2025
বই কেনার আগে...আমরা বই কিনি জ্ঞান অর্জনের জন্য, সময় কাটানোর জন্য, ভালো মানুষ হওয়ার আশায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, আমা...
08/10/2025

বই কেনার আগে...
আমরা বই কিনি জ্ঞান অর্জনের জন্য, সময় কাটানোর জন্য, ভালো মানুষ হওয়ার আশায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, আমাদের কেনা বইগুলো আমাদের ঈমান ও আমলের দিকনির্দেশনা দিচ্ছে, নাকি আমাদের মূল শেকড় থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে?
বই মানে শুধু তথ্য নয়, বই আমাদের চিন্তাকে গড়ে দেয়, বিশ্বাসকে শক্ত করে বা দুর্বল করে। আর সেই চিন্তার মূল ভিত্তি হওয়া উচিত কুরআন ও সুন্নাহ।
আমরা আজ কেন জানি বুদ্ধিবৃত্তিক আর রাজনৈতিক গভীর আলোচনায় প্রয়োজনের চেয়ে বেশি মুগ্ধতার কারণে মূল শেকড় থেকে হারিয়ে যাচ্ছি। সদ্য দ্বীনের ফেরা মানুষটাও এখন ইসলামের মৌলিক ও প্রাথমিক ধারণার আগেই রাজনীতি আর রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ছুটে যায়। অথচ ইসলাম প্রতিষ্ঠার প্রথম ক্ষেত্র হলো ব্যক্তিগত জীবন।এক শতাব্দী আগে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহ. উম্মতের যে সমস্যাগুলো চিহ্নিত করেছিলেন তার প্রথম ও প্রধান সমস্যা হলো, কুরআন থেকে দূরে সরে যাওয়া।
আমাদের মধ্যে একটা কমন সমস্যা হলো, সবাই সব বিষয়ে জানতে চায়। জানার এই আগ্রহটা ভালো হলেও অধিকাংশ ক্ষেত্রে কল্যাণকর হয় না। কারণ সবাইকে সবকিছু বোঝার যোগ্যতা দেয়া হয় নি। তাই সবার সবকিছু জানার দরকার নেই। আর সবার জন্য সবকিছু বোঝা ফরজও না। ইসলামের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, ফরজকে ফরজের যায়গায় রাখা, সুন্নাতকে সুন্নতের যায়গায় রাখা আর নফলকে নফলের যায়গায়। অর্থাৎ বিষয় অনুপাতে গুরুত্ব বা প্রয়োজনীয়তা সেট করা। যেটা জরুরি তা আগে রাখা এবং একটু কম গুরুত্বপূর্ণ বিষয়কে কম গুরুত্ব দেয়া।
আমাদের প্রত্যেকের যেমন নিজস্ব ব্যক্তিসত্তা, চরিত্র ও মেজাজ রয়েছে তেমনি ইসলামেরও একটা নিজস্ব মেজাজ রয়েছে। যে যত দ্রুত এই মেজাজ বুঝবে সে তত বেশি এই আসমানি ইলমের প্রকৃত স্বাদ লুফে নিতে পারবে। ইসলামের সেই মেজাজ হলো কুরআন। ইসলাম চায়, মানুষের সকাল-সন্ধ্যা, ফজর-এশা শুধু কুরআনের সাথেই কাটুক। আমরা যেমন প্রত্যেকেই নিজের পছন্দের বিষয়কে প্রাধান্য দেই, নিজের মেজাজকে ধরে রাখি, নিজের চাহিদা পূরণে স্বার্থপরতা করি ইসলামও তার সমস্ত নুর দেয়ার ব্যাপারে কার্পণ্য করে। তার মেজাজ অনুযায়ী না চললে তার স্বাদ সবাইকে সে দেয় না। কুরআনের প্রতি আসক্ত না হওয়া পর্যন্ত এই বাক্য বোঝানো কঠিন।
মূল শেকড়টা ঠিক রেখে আপনি নিজের পছন্দ বা যোগ্যতার যায়গাকে গুরুত্ব দিন। সবার সব বিষয়ে যোগ্যতা সমান নয়। কেউ একটা ভালো বোঝে কেউ আরেকটা। তাই কিছুক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের জন্য উম্মতের কল্যাণের স্বার্থে বাড়তি কিছু বিষয় জানাও জরুরি। কারণ তার মতো অন্যকেউ এটাকে গভীরভাবে বুঝবে না।
এরপরের পরামর্শগুলো দ্বীনের ফিরে আসা প্রাথমিক অবস্থার ভাই-বোনদের জন্য। যারা এখনো বই কেনা শুরু করেন নি অথবা কি কিনবেন, কিভাবে কিনবেন বুঝতে পারছেন না। আপনারা নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল করলে নিজের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারবেন ইনশা আল্লাহ!
📌কোনো বই কেনার আগে এই চারটি মূলনীতি অনুসরণ করুন –
ক. মূল নুসুস বা কুরআন হাদিস সম্পর্কিত বই কেনা।
খ. আপনার পছন্দ বা যোগ্যতার বিষয় সম্পর্কে বই কেনা।
গ. পুরোনো আলিমদের বইকে বর্তমানের চেয়ে প্রাধান্য দেয়া।
ঘ. নিজের সমস্যার সমাধানে বই কেনা।
বই কেনা শুধু একটা শখ নয়, এটা আপনার আত্মা ও চিন্তাকে গড়ে তোলার বিনিয়োগ। ভুল জায়গায় বিনিয়োগ করলে আপনি সময় ও টাকা হারাবেন, কিন্তু ঠিক জায়গায় বিনিয়োগ করলে আপনি বদলে যাবেন, আপনার জীবন বদলে যাবে।
তাই আপনার বুকশেলফে যত বইই থাকুক, যেন তার শুরুটা হয় কুরআন থেকে, আলোটা আসে সুন্নাহ থেকে। এই দুটো যদি ঠিক থাকে, বাকি সব জ্ঞান আপনাকে উপরে তুলবে, নিচে ফেলবে না।

পথিক থেকে সংগৃহীত

03/10/2025

দাওয়াহ সাময়িকী প্রচারপত্র তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি :

বায়তুল মোকাররম পূর্ব গেইটে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বইমেলায় একঝাঁক তরুণ লিখিয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হলো প্রচারপত্র তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সাংস্কৃতিক আগ্রাসনের উপর গুরুত্বপূর্ণ আর্টিকেলে সমৃদ্ধ এবারের সংখ্যা। শুক্রবার ০৩-১০-২০২৫ বিকাল ইসলামী বইমেলার লিটলম্যাগ আন্দোলন এর কর্ণারে প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়। নির্বাহী সম্পাদক মুহি উদ্দীন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চিন্তানামা সম্পাদক সাঈদ আবরার। স্বাগত বক্তব্য রাখেন পড়ো পত্রিকার সম্পাদক মাহমুদ তানভীর, অনুভূতি প্রকাশ করেন পড়ো পত্রিকার সহকারী সম্পাদক সাদ উদ্দিন রুমি। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন প্রচ্ছদ সহযোগী ও ডিজাইনার জাহিদ আনোয়ার, আরও ছিলেন কালান্তরের অনুবাদক শাকের আনোয়ার, শুভানুধ্যায়ী খালেদ বিন কামাল,তারেক আবদুল্লাহ, আহমদ ইয়াছিন প্রমুখ। বক্তারা বলেন, ❝চলমান শতাব্দীতে মুসলিম সভ্যতা ও সংস্কৃতি বিনষ্টের বহুমুখী ষড়যন্ত্র চলছে। বিভিন্ন ফেতনা বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক আগ্রাসন মুসলিম জীবনে ব্যাপক প্রভাব ফেলে। সংস্কৃতির নামে অপসংস্কৃতির মুক্ত চর্চা তরুণ সমাজে এক মহামারি ধারণ করে। এসব ষড়যন্ত্র থেকে জাতিকে রক্ষা করা লেখকদের আদর্শিক দায়িত্ব। এ চিন্তা থেকে দাওয়াহ সাময়িকী প্রচারপত্রের পথ চলা। ❞

বার্তা প্রেরক
মুহি উদ্দীন খান
নির্বাহী সম্পাদক

আগামী জুমাবার ৩ অক্টোবর'২৫ প্রচারপত্র ৩য় সংখ্যা 'সাংস্কৃতিক আগ্রাসন' বিষয়ের প্রকাশনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। বায়তুল...
02/10/2025

আগামী জুমাবার ৩ অক্টোবর'২৫ প্রচারপত্র ৩য় সংখ্যা 'সাংস্কৃতিক আগ্রাসন' বিষয়ের প্রকাশনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।

বায়তুল মোকাররম আন্তর্জাতিক ইসলামী বইমেলা'র লিটলম্যাগ কর্ণারে আপনিও আসুন! একঝাঁক লিখেয়ে, কবি–সাহিত্যিক ও গবেষকের প্রাণবন্ত আড্ডায় আত্মা আন্দোলিত করুন।

দাওয়াহ সাময়িকী
প্রচারপত্র

সম্পাদক
অলি উল্লাহ আরজু

সংস্কৃতির বোঝাপড়া ও বয়ান নির্মাণকে কেন্দ্র করে "নববর্ষ, শোভাযাত্রা এবং হেজেমনি: প্রতিসংস্কৃতি বনাম পপুলিস্ট শর্টকার্টিং"...
01/10/2025

সংস্কৃতির বোঝাপড়া ও বয়ান নির্মাণকে কেন্দ্র করে "নববর্ষ, শোভাযাত্রা এবং হেজেমনি: প্রতিসংস্কৃতি বনাম পপুলিস্ট শর্টকার্টিং" শিরোনামে থাকছে আসিফ আদনান ভাইয়ের আর্টিকেল।

জবান ম্যাগাজিনের সম্পাদক Rezaul Karim Rony ভাইয়ের একটা বিশেষ সাক্ষাৎকার ছেপে আসতেছে তৃতীয় সংখ্যায় ইনশাআল্লাহ। ইসলামোফোবি...
01/10/2025

জবান ম্যাগাজিনের সম্পাদক Rezaul Karim Rony ভাইয়ের একটা বিশেষ সাক্ষাৎকার ছেপে আসতেছে তৃতীয় সংখ্যায় ইনশাআল্লাহ। ইসলামোফোবিয়া, রাজনীতি, সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে চমৎকার আলোচনা হয়েছে।

ইতিমাদের চার বছরের পথচলা ২০২১ সালের আজকের এই দিনে ইতিমাদ এর যাত্রা শুরু হয়েছিলো।→ইতিমাদ প্রাথমিক পর্যায়ে বুকশপে সীমাবদ...
01/10/2025

ইতিমাদের চার বছরের পথচলা

২০২১ সালের আজকের এই দিনে ইতিমাদ এর যাত্রা শুরু হয়েছিলো।

→ইতিমাদ প্রাথমিক পর্যায়ে বুকশপে সীমাবদ্ধ থাকলেও এখন প্রকাশনিতে রুপ নিয়েছে, আলহামদুলিল্লাহ।

→ইতিমাদ এখনো স্থায়ীভাবে অফিশিয়াল কার্যক্রম শুরু করেনি।

→প্রস্তুতি নিয়ে অফিশিয়াল কার্যক্রম শুরু করবে ইনশাআল্লাহ।

ইতিমাদ পাবলিকেশ থেকে ইতোমধ্যে পাঁচটি মতো বই প্রকাশ পেয়েছে আলহামদুলিল্লাহ।

আল্লাহ ইতিমাদের সাথে সংশ্লিষ্ট সকলকে কবুল, করুন আমীন।

দাওয়াহ সাময়িকী প্রচারপত্র -০৩টপিক- সাংস্কৃতিক আগ্রাসন।বরাবরের মতো ইতিমাদ টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আল্লাহ কবুল করু...
18/09/2025

দাওয়াহ সাময়িকী প্রচারপত্র -০৩
টপিক- সাংস্কৃতিক আগ্রাসন।

বরাবরের মতো ইতিমাদ টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আল্লাহ কবুল করুন, আমীন।

24/06/2025

উখিয়া হাসপাতাল রোড সংলগ্ন বটতলী জামে মসজিদের বার্ষিক সভায় ইতিমাদ পাবলিকেশন ও আলতাফ লাইব্রেরীর যৌথ পরিবেশনায় বইয়ের ষ্টল

২৪ জুন মঙ্গলবার, উখিয়া হাসপাতাল রোড সংলগ্ন বটতলী জামে মসজিদের বার্ষিক সভায় এক কর্ণারে ইতিমাদ পাবলিকেশন ও আলতাফ লাইব্রেরীর যৌথ পরিবেশনায় বইয়ের ষ্টল দেয়া হয়। এতে পরিবেশন করা হয়েছে, আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব হুজুরের লিখিত অসংখ্য বই, ইতিমাদ পাবলিকেশনের প্রকাশিত বই সমূহ, সাহিত্যকলি, প্রচারপত্র ম্যাগাজিন সহ বিভিন্ন ধর্মীয় বইপুস্তক।

আলতাফ লাইব্রেরীর সত্বাধিকারী মাওলানা গিয়াস উদ্দিন আলতাফীর সাথে কথা বলে জানা যায়, নতুন প্রজন্মের হাতে বই তুলে দিতে এই উদ্যোগ। বিভিন্ন ডিভাইসের ছড়াছড়ি পাঠক যেন বইয়ের কথা ভুলে গেছেন। পাঠকদের স্বরণ করিয়ে দিতে এই উদ্যোগ।

ইতিমাদ পাবলিকেশনের ডিরেক্টর ম্যানেজার আবদুল্লাহ মাহমুদের সাথে কথা বলে জানা যায়, শহরের মানুষেরা বিভিন্ন মাধ্যমে ধর্মীয় বইপুস্তক সহজে পেলেও গ্রামের মানুষের জন্য ধর্মীয় বইপুস্তক হাতের নাগালে পাওয়া বড়ই মুশকিল। গ্রামগঞ্জে ধর্মীয় বইপুস্তক ছড়িয়ে দিতে এ উদ্যোগ।

তারা আরো বলেন, বই বিক্রি হোক বা না হোক, পাঠকের সামনে বইয়ের উপস্থিতি এতেই আমাদের স্বার্থকতা। এভাবে তারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে ধর্মীয় বইপুস্তক পৌঁছে দিতে যান।

উখিয়া, কক্সবাজার।

ইতিমাদ পাবলিকেশন  ও আলতাফ লাইব্রেরীর যৌথ পরিবেশনায় উখিয়া হাসপাতাল রোড় সংলগ্ন বটতলী জামে মসজিদের বার্ষিক সভায় বইয়ের ...
24/06/2025

ইতিমাদ পাবলিকেশন ও আলতাফ লাইব্রেরীর যৌথ পরিবেশনায় উখিয়া হাসপাতাল রোড় সংলগ্ন বটতলী জামে মসজিদের বার্ষিক সভায় বইয়ের ষ্টল।

সাহিত্য কলি দশম সংখ্যার  ফাইনাল প্রচ্ছদ।
07/05/2025

সাহিত্য কলি দশম সংখ্যার ফাইনাল প্রচ্ছদ।

20/04/2025

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইতিমাদ পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category