08/10/2025
বই কেনার আগে...
আমরা বই কিনি জ্ঞান অর্জনের জন্য, সময় কাটানোর জন্য, ভালো মানুষ হওয়ার আশায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, আমাদের কেনা বইগুলো আমাদের ঈমান ও আমলের দিকনির্দেশনা দিচ্ছে, নাকি আমাদের মূল শেকড় থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে?
বই মানে শুধু তথ্য নয়, বই আমাদের চিন্তাকে গড়ে দেয়, বিশ্বাসকে শক্ত করে বা দুর্বল করে। আর সেই চিন্তার মূল ভিত্তি হওয়া উচিত কুরআন ও সুন্নাহ।
আমরা আজ কেন জানি বুদ্ধিবৃত্তিক আর রাজনৈতিক গভীর আলোচনায় প্রয়োজনের চেয়ে বেশি মুগ্ধতার কারণে মূল শেকড় থেকে হারিয়ে যাচ্ছি। সদ্য দ্বীনের ফেরা মানুষটাও এখন ইসলামের মৌলিক ও প্রাথমিক ধারণার আগেই রাজনীতি আর রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ছুটে যায়। অথচ ইসলাম প্রতিষ্ঠার প্রথম ক্ষেত্র হলো ব্যক্তিগত জীবন।এক শতাব্দী আগে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহ. উম্মতের যে সমস্যাগুলো চিহ্নিত করেছিলেন তার প্রথম ও প্রধান সমস্যা হলো, কুরআন থেকে দূরে সরে যাওয়া।
আমাদের মধ্যে একটা কমন সমস্যা হলো, সবাই সব বিষয়ে জানতে চায়। জানার এই আগ্রহটা ভালো হলেও অধিকাংশ ক্ষেত্রে কল্যাণকর হয় না। কারণ সবাইকে সবকিছু বোঝার যোগ্যতা দেয়া হয় নি। তাই সবার সবকিছু জানার দরকার নেই। আর সবার জন্য সবকিছু বোঝা ফরজও না। ইসলামের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, ফরজকে ফরজের যায়গায় রাখা, সুন্নাতকে সুন্নতের যায়গায় রাখা আর নফলকে নফলের যায়গায়। অর্থাৎ বিষয় অনুপাতে গুরুত্ব বা প্রয়োজনীয়তা সেট করা। যেটা জরুরি তা আগে রাখা এবং একটু কম গুরুত্বপূর্ণ বিষয়কে কম গুরুত্ব দেয়া।
আমাদের প্রত্যেকের যেমন নিজস্ব ব্যক্তিসত্তা, চরিত্র ও মেজাজ রয়েছে তেমনি ইসলামেরও একটা নিজস্ব মেজাজ রয়েছে। যে যত দ্রুত এই মেজাজ বুঝবে সে তত বেশি এই আসমানি ইলমের প্রকৃত স্বাদ লুফে নিতে পারবে। ইসলামের সেই মেজাজ হলো কুরআন। ইসলাম চায়, মানুষের সকাল-সন্ধ্যা, ফজর-এশা শুধু কুরআনের সাথেই কাটুক। আমরা যেমন প্রত্যেকেই নিজের পছন্দের বিষয়কে প্রাধান্য দেই, নিজের মেজাজকে ধরে রাখি, নিজের চাহিদা পূরণে স্বার্থপরতা করি ইসলামও তার সমস্ত নুর দেয়ার ব্যাপারে কার্পণ্য করে। তার মেজাজ অনুযায়ী না চললে তার স্বাদ সবাইকে সে দেয় না। কুরআনের প্রতি আসক্ত না হওয়া পর্যন্ত এই বাক্য বোঝানো কঠিন।
মূল শেকড়টা ঠিক রেখে আপনি নিজের পছন্দ বা যোগ্যতার যায়গাকে গুরুত্ব দিন। সবার সব বিষয়ে যোগ্যতা সমান নয়। কেউ একটা ভালো বোঝে কেউ আরেকটা। তাই কিছুক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের জন্য উম্মতের কল্যাণের স্বার্থে বাড়তি কিছু বিষয় জানাও জরুরি। কারণ তার মতো অন্যকেউ এটাকে গভীরভাবে বুঝবে না।
এরপরের পরামর্শগুলো দ্বীনের ফিরে আসা প্রাথমিক অবস্থার ভাই-বোনদের জন্য। যারা এখনো বই কেনা শুরু করেন নি অথবা কি কিনবেন, কিভাবে কিনবেন বুঝতে পারছেন না। আপনারা নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল করলে নিজের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারবেন ইনশা আল্লাহ!
📌কোনো বই কেনার আগে এই চারটি মূলনীতি অনুসরণ করুন –
ক. মূল নুসুস বা কুরআন হাদিস সম্পর্কিত বই কেনা।
খ. আপনার পছন্দ বা যোগ্যতার বিষয় সম্পর্কে বই কেনা।
গ. পুরোনো আলিমদের বইকে বর্তমানের চেয়ে প্রাধান্য দেয়া।
ঘ. নিজের সমস্যার সমাধানে বই কেনা।
বই কেনা শুধু একটা শখ নয়, এটা আপনার আত্মা ও চিন্তাকে গড়ে তোলার বিনিয়োগ। ভুল জায়গায় বিনিয়োগ করলে আপনি সময় ও টাকা হারাবেন, কিন্তু ঠিক জায়গায় বিনিয়োগ করলে আপনি বদলে যাবেন, আপনার জীবন বদলে যাবে।
তাই আপনার বুকশেলফে যত বইই থাকুক, যেন তার শুরুটা হয় কুরআন থেকে, আলোটা আসে সুন্নাহ থেকে। এই দুটো যদি ঠিক থাকে, বাকি সব জ্ঞান আপনাকে উপরে তুলবে, নিচে ফেলবে না।
পথিক থেকে সংগৃহীত