DDC Real News Anytime - DDC
(1)

10/10/2025

৩০ বছর পূর্তিতে সরগমের উৎসবমুখর আয়োজন সম্পন্ন

Md Erfan Uddin
“শুদ্ধ সংগীত প্রসারে” স্লোগান নিয়ে সংগীতচর্চার ত্রিশ বছর পূর্তি উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘সরগম’। এই উপলক্ষ্যে শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সংগীতশিল্পী, শিক্ষক, সাবেক ও বর্তমান সদস্যসহ সংগীতপ্রেমীরা অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা বলেন,সরগম তিন দশক ধরে শুদ্ধ সংগীতচর্চার মাধ্যমে সংস্কৃতিমনা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী দিনগুলোতেও সংগঠনটি নতুন প্রজন্মকে সংগীতের শুদ্ধ ধারা শেখাতে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা গান পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত সমাপ্ত হয়।

09/10/2025

২৪ জুলাই যোদ্ধা আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী আন্দোলনে গু/লিবি/দ্ধ ও শ/হিদ পরিবারের সংগঠন “২৪ জুলাই যোদ্ধা আ/ন্দোলনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে” জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা।“ছাত্র জনতা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশ”শীর্ষক শিরোনামে এই সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রেজাউল কবির রেজা, সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী,
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ,আবু নাসের মোহাম্মদ রাহমত উল্লাহ,ডা. মো. শহিদুল ইসলাম ও লায়ন নুরুল ইসলাম মাসুদসহ অনেকে

সভায় জুলাই আ/ন্দোলনে আহ/ত ও শ/হিদ পরিবারের সদস্যরা নিজেদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।
তারা বলেন, রাষ্ট্রীয়ভাবে শহিদদের স্বীকৃতি দিয়ে, পরিবারগুলোর সহায়তার ব্যবস্থা করা জরুরি।

09/10/2025

শারদীয় দূর্গাপূঁজায় ভক্তদের অনুভূতি ও সময়টা যেমন ছিলো

#দূর্গাপুজা #শারদীয় #ভক্ত #সদরঘাট

09/10/2025

বারবার আইন অ'মান্য করায় অটোরিক্সার চাকা ছিদ্র করে দেওয়া হচ্ছে

#ঢাকা #আটোরিক্সা #আইনওবিচার

09/10/2025

শহিদ নাদিমের ছেলে কেন পুলিশ হতে চাই?

#নাদিম #শহীদ #পুলিশ #ইউনুছ #ঢাকা #আনাস #জুলাই #প্রেসক্লাব #জাতীয়

09/10/2025

শহীদদের রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত দেওয়া হোক: শহীদ নাদিমের স্ত্রী

#নাদিম #শহীদ #স্ত্রী #আনাস #জুলাই #ড. #ইউনুছ #শহিদ #ঢাকা #গণঅভ্যুত্থান #প্রেসক্লাব #জাতীয় #দাবী

09/10/2025

আমার বাবার বিচার চাইঃশিশু আনাস #আনাস #জুলাই #গণঅভ্যুত্থান #প্রেসক্লাব #ঢাকা #বাবা #শিশু #পুলিশ @

08/10/2025

প্র'তারণার অভিযোগে রাস্তায় দুইপক্ষের মধ্যে ধ'স্তাধ'স্তি, আসছে বিস্তারিত

07/10/2025
07/10/2025

ভারতীয় আ/ধিপত্য/বা/দী গোষ্ঠীর ষ/ড়/য/ন্ত্রকে হু-শিয়ারী দিলেন আ/ধি/পত্য প্র/তিরোধ আ/ন্দো?লন

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে
শহীদ আবরার ফাহাদ হ/ত্যা দিবস উপলক্ষে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অধিকার রক্ষায় কাজ করা সংগঠন 'আধিপত্য প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে এই মানবন্ধনের আয়োজন করা হয়।

এতে জাতীয় ঐক্য জোটের মুখপাত্র ও আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এরশাদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর ড.এডভোকেট হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ মাওলানা আলতাফ হোসাইন মোল্লা,
জাকপার প্রেসেডিয়াম সদস্য আসাদুর রহমান খানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

07/10/2025

দেখুন রাতের মেট্রোরেলের পরিবেশ যেমন দেখতে

07/10/2025

সিনেমা শুটিং করে যেভাবে

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when DDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DDC:

Share