21/07/2025
ছোট মহেশখালীতে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী সম্মাননা অনুষ্ঠিত
▫️ওয়াজেদুল হক মণি|||সবসময় নিউজ
জমকালো আয়োজন ও উচ্ছ্বাসপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ছোট মহেশখালী ইউনিয়নের এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী সম্মাননা অনুষ্ঠান।
সোমবার, ২১ জুলাই, ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার সুনামধন্য শিক্ষক, আলেম, সমাজসেবক ও তরুণ একটিভিস্টরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ সমাজসেবক কামাল রনি। আয়োজন করে “ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশন”।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে আগামী দিনের পথচলায় তাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
শিক্ষক আবদুল কাদের বলেন, “এই সাফল্য হোক তোমাদের নতুন যাত্রার সূচনা। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো, তোমরাই হবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব।”
ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল আবছার বলেন, “শিক্ষা শুধু সার্টিফিকেট নয়, এটা চরিত্র গঠনের মূল স্তম্ভ। আলোকিত মানুষ হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হবে তোমাদের দায়িত্ব।”
তরুণ একটিভিস্ট রুহুল আমিন বলেন, “তোমরা যেসব প্রতিবন্ধকতা পেরিয়ে এই পর্যন্ত এসেছো, তা প্রশংসার যোগ্য। সামনে আরও বড় চ্যালেঞ্জ, প্রস্তুত থেকো, স্বপ্ন দেখো এবং পরিশ্রম করে তা বাস্তব করো।”
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও মেডেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের সুযোগ।
ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধাবী ছাত্র আবদুল্লাহ আল নিশান বলেন, “এমন সম্মাননা আমাদের আরও উৎসাহিত করেছে। আমরা যেন ভবিষ্যতে ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজ করতে পারি, এই দোয়া চাই।”
এই আয়োজন ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশনের সামাজিক দায়িত্ববোধ ও শিক্ষানুরাগী ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং সবাই মিলিতভাবে একটি শিক্ষার আলোকবর্তিকা হয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।