Midiya News

Midiya News �� Kahani Suno Mashup ��

� Parth Dodiya | Kaifi Khalil, Arijit Singh | Sad Love Song

অনেক দিন আগের কথা। একটি গরু জঙ্গলের পাশের একটি মাঠে ঘাস খাচ্ছিলো। হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ এসে তাকে আক্রমণ করলো। গরুটি ব...
17/05/2025

অনেক দিন আগের কথা। একটি গরু জঙ্গলের পাশের একটি মাঠে ঘাস খাচ্ছিলো। হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ এসে তাকে আক্রমণ করলো। গরুটি বাঘকে দেখেই দৌড় শুরু করলো। অনেক্ষণ দৌড়ানোর পর গরুটি হাপিয়ে উঠলো। বাঘের সাথে দৌড়ে তো গরুর পেরে উঠার কথাও না। তাই আর কোনো উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো। কিন্তু পুকরটি ছিলো শুকনা। যার ফলে সেখানে কাঁদা ছাড়া কোন পানি ছিলো না।

গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিলো। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেলো। বাঘ রেগে মেগে বললো- "কিরে হারামী, তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখন তো দুজনেই মরবরে।"
গরু হেসে বলে- "তোমার কি মালিক আছে’? বাঘ রেগে বলে- ‘বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কিরে! আমি নিজেইতো বনের মালিক’।

গরু তখন মৃদু হেসে বলে- ‘তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে’।

বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইলো। সন্ধ্যা বেলায় গরুটির মালিক গরুটিকে খুজতে বের হলো। এদিক সেদিক খুঁজতে খুঁজতে এসে দেখলো গরুটি কাঁদার মধ্যে ডুবে আছে। পাশে একটি বাঘ দেখে সে একটি বাঁশ নিয়ে আসলো। বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মারলো। মারতে মারতে বাঘটিকে আধমরা করে রাখলো। এরপর গরুটিকে টেনে তুললো।

গরু উপড়ে উঠে বাঘটির দিকে তাকালো। বাঘটির তখন যায় যায় অবস্থা। একটু আগেও যে গরুটির পেছনে পাগলের মতো দৌড়েছে, নিজেকে বনের মালিক বলে বড়াই করছে, এখন তার কি করুণ দশা। কাঁদায় পড়ে মাখামাখি করছে। কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছেনা। গরুটি বাঘের এই অবস্থা দেখে হাসতে হাসতে বাড়ি চলে গেলো। আর বাঘটি যন্ত্রণা ভোগতে ভোগতে একটা সময় মরে একা একা পড়ে রইলো।

আমরা যারা মালিকের উপর ভরসা করি, যারা মনে করি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামীন আমাদের মাথার উপরে আছেন। তিনি আমাদের ভরসার প্রথম এবং শেষ আশ্রয়স্থল।
আমাদের উপর যত অত্যাচার হোক, যত নির্যাতনই হোক না কেনো, আমাদের দিনগুলো যত দুঃখ কষ্টে অতবাহিত করি না কেনো, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামীন ঠিকই একটা সময় আমাদের রক্ষা করবেন। হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু দিনশেষে আল্লাহ রাব্বুল আলামীন তার রহমতের ছায়া তলে আমাদের ডেকে নিবেন।

কারণ আল্লাহ রাব্বুল আলামীন যে বলেছেন- ‘আমার বান্দা যখন আমাকে অনুনয় বিনয় করে ডাকে, আমার কাছে তার দুঃখ কষ

10/04/2025

Bangladesh_with_philistines._🇧🇩🇧🇩🤝🇯🇴🇯🇴🫵👍👍..__🤮🤮🇮🇱🇮🇱🤬🤬.‪ ‬_‪ ‬_‪ ‬ ゚viralシfypシ゚viralシalシ

শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন: শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়। সাবধান---------------১ জুলাই ২০১৭ সাল...
26/03/2025

শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন: শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়।

সাবধান---------------

১ জুলাই ২০১৭ সালে ইউ এস এর আইওয়াতে জন্ম হয়েছিল মারিয়ানা সিফ্রিট এর। সুন্দর স্বাস্থ্যবান বাচ্চা ছিল সে। ৭ জুলাই, তার মা বাবার বিয়ের অনুষ্ঠানের মাত্র দু ঘন্টা পর তাকে হাসপাতালে ভর্তি করতে হল। ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন সে মেনিঞ্জাইটিসএইচ এস ভি-১ এ আক্রান্ত। যা কি না হারপিস মেনিঞ্জাইটিস ভাইরাসের সংক্রমণের কারণে হয়েছে। এই ভাইরাস সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারা ট্রান্সমিটেড হতে পারে। মা থেকে সন্তানের মধ্যেও ছড়াতে পারে। কিন্তু মারিয়ানার বাবা মাকে পরীক্ষা করে ফল নেগেটিভ পাওয়া গেল।

সুতরাং ডাক্তাররা অনুমান করলেন তাদের বাড়িতে কোন ব্যক্তি এসেছিল যে ওই রোগের ক্যারিয়ার ছিল এবং মারিয়ানার ঠোঁটে চুম্বন করেছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার দু দিনের মধ্যে মারিয়ানাকে ছয়বার ব্লাড ট্রান্সফিউসন করা হয়েছিল। কিন্তু তার কিডনি এবং লিভার কাজ করা বন্ধ করে দিয়েছিল।

১১ জুলাই নিকোল সিফ্রিট ফেসবুকে পোস্ট করলেন তাঁর বাচ্চার ব্রেন হার্ট লাং 'স্টপড ফাংশনিং'।

পরদিন ১২ জুলাই সকালে মারিয়ানার মৃত্যু হয়।

তাই বলি, কেউ যদি আদিখ্যেতা করে আপনার শিশুকে চুমু খেতে চায়, কান ধরে দরজার বাইরে বার করে দিন। শিশুর জীবনের বিনিময়ে কোন ভদ্রতা নয়।

সংগৃহীত। শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

26/11/2024

25/08/2024

Address

Cox's Bazar
9080

Telephone

+12345678909

Website

https://www.facebook.com/profile.php?id=100085393580298&mibextid=ZbWKwL

Alerts

Be the first to know and let us send you an email when Midiya News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Midiya News:

Share