Sunvi & Ayra's Mom

Sunvi & Ayra's Mom অনুকরণ নয়,অনুসরণ নয়,নিজেকে খুঁজুন,নিজেকে জানুন,নিজের পথে চলুন🥰🥰

ঈদুল আযহা ২০২৫❤️😍
14/06/2025

ঈদুল আযহা ২০২৫❤️😍

03/06/2025

এতো বুদ্ধি কই থেকে যে উৎপত্তি হয়

31/05/2025

প্রতিনিয়ত এমন কর্মকান্ড আমার বাসায় হয়েই থাকে

এর আগে আম খাওয়ার এতো সুন্দর ছবি কখনো দেখেছেন কেউ?🥰🫣
28/05/2025

এর আগে আম খাওয়ার এতো সুন্দর ছবি কখনো দেখেছেন কেউ?🥰🫣

প্রতিদিন মাদ্রাসা থেকে টিফিন টাইমে বাসায় আসার সাথে সাথে টিভি নিয়ে ব্যস্থ হয়ে পড়ে।অন্যান্য বাচ্চারা যেখানে টিফিন টাইমে না...
26/05/2025

প্রতিদিন মাদ্রাসা থেকে টিফিন টাইমে বাসায় আসার সাথে সাথে টিভি নিয়ে ব্যস্থ হয়ে পড়ে।অন্যান্য বাচ্চারা যেখানে টিফিন টাইমে নাস্তা খাওয়ার তাড়ায় থাকে সেখানে সে থাকে টিভি দেখার তাড়ায়🥵

ছবিতে দেখতে পাচ্ছেন সে আলমিরার উপর বসে মোবাইল দেখতেছে।কিন্তু কেন জানেন?কারণ তাকে মোবাইল দেখতে বারণ করা হয়েছে।একটা জিনিস ...
23/05/2025

ছবিতে দেখতে পাচ্ছেন সে আলমিরার উপর বসে মোবাইল দেখতেছে।কিন্তু কেন জানেন?কারণ তাকে মোবাইল দেখতে বারণ করা হয়েছে।একটা জিনিস বাচ্চার মায়েরা খুব ভালো ভাবে উপলব্ধি করতে পারবে এবং আমার সাথেও একমত হবে সেটা হলো বাচ্চাদের যে জিনসটাই বারণ করা হয় তারা সেটা আরো বেশি জোর দিয়ে করে।কারণ কোনো কিছু বারণ করলে সেটার প্রতি বাচ্চাদের আগ্রহ টা আরো বেড়ে যায়।এক্ষেত্রে যেটা করা উচিত সেটা হলো বাচ্চাদের সরাসরি কোনোকিছুতে বারণ না করে ঐ জিনিসটার বিকল্প সুযোগ দেওয়া যেটা তে সে আরো বেশি আগ্রহী হবে।ধরুন,বাচ্চা মোবাইল দেখতে চাচ্ছে বেশি।তখস তাকে সরাসরি বারণ না করে যদি বিকল্প হিসেবে একটা কালকরফুল ড্রয়িং সেট,বিভন্ন রঙের রং পেন্সিল তাকে গিপ্ট করা হয় তাহলে সেটা খুব কাজে দিবে। যদিও এই জিনিসটা শুরুর দিকেই করতে হবে।এমন যদি হয় সে জিনিসটার প্রতি একেবারে আসক্ত হয়ে গেছে এবং প্রথম দিকেই তাকে সেখান থেকে ব্যাক আনা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প কোনঁ কিছু দিয়েও আর কাজ হবেনা।যেই ভুল টা আমি নিজেও না বুঝে করেছি।তাই বাচ্চাদের কোনোকিছু তে সরাসরি না বলতে হয় না।পারলে তাকে সে জিনিসটার খারাপ দিকটা বুঝান,তার মনোযোগ টা বিকল্প কোনোকিছু তে ডাইভার্ট করার চেষ্টা করুন

20/05/2025

যদিও বা জন্ম,মৃত্যু, বিয়ে ৩ টা ই আল্লাহ্ র হাতে।সেভাবে আমাদের বিয়েটা হয়েছিল একদম কাছাকাছি বাড়ির মধ্যে যেটা আমার একেবারেই অপছন্দের।কাছাকাছি বাড়িতে বিয়ে হলে অনেকগুলো সমস্যা থাকে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো একটা সময় পর নিজেদের বা বাচ্চা দের একটা আফসোস থাকে যে সবাই যেভাবে নানাবাড়ি বেড়াতে যায়, নানাবাড়ির আপ্যায়ন পায় সেটা আমাদের ভাগ্যে নেই।তাই সবসময় আমার মাথায় ঘুরে আল্লাহ্ যেন কখনো আমাকে নিজের বাড়ি থেকে দূরে কোথাও একটা নিজের স্থান তৈরি করার তৌফিক দেয়। যাতে আমার বাচ্চাদের এই জিনিসটা নিয়ে কখনো আপসোস করতে না হয়।তাছাড়া নিজেদের মান-সম্মান,কদরের ও একটা বিষয় আছে।গতরাতে হঠাৎ রাতে লাইট অফ করে ঘুমাতে যাওয়ার সময় ছেলের মুখে এমন প্রশ্ন শুনবো ভাবিনি যেটা নিয়ে আমি ভাবতে থাকি সর্বদা।

new hair style❤️🥰
17/05/2025

new hair style❤️🥰

22/04/2025

উচিত কথার ভাত নেই,তবুও আমি উচিত কথা বলা ছাড়বো না।
কারণ আমার ভাত খুব একটা ভালো লাগেনা😃😃

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunvi & Ayra's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunvi & Ayra's Mom:

Share