
11/06/2025
চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নে গতরাতে মেম্বার রমজান আলী ও তার বাহিনী নিয়ে ডাকাতির সময় জনগণের ধাওয়া খেয়ে ৩ জন ডাকাত আটক হয়েছে। সেই ৩ জন ডাকাত চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনার মেম্বার পুতু র গোপন কক্ষে নিরাপদের আশ্রয় দেওয়া হয়েছে। একই এলাকার বজল কবির মেম্বারের ছেলে এহেছানুল কবিরের জিম্মায় মোটা অংকের টাকা খেয়ে প্রশাসন মেনেজ করে ডাকাতদের বাঁচানোর জোর তদবির চলছে। এনিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে। সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সচেতন মহল।