29/09/2025
মহেশখালীতে কুতুবজোম জামে উস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: ২৯ সেপ্টেম্বর, মহেশখালী (কক্সবাজার):
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কুতুবজোম জামে উস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার নবনির্মিত বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ রহিম উল্লাহ এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ আইয়ুবুর রহমান।
এসময় মাদ্রাসার সুপার মোঃ আলী রেজা, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, “দীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্মিত ভবনটি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।