আঁরা মইশখাইল্যা

আঁরা মইশখাইল্যা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী'র সৌন্দর্যরূপ দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

29/09/2025

হোয়ানক'ত কি চলেদ্দে হবর জানো নি?

হোয়ানক ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সাংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের উপস্থিতিতে নেমেছে জনতার ঢল। এসময় জনতার বাধভাঙ্গা উল্লাসে গানে-গানে মেতে উঠে জনপদ।

29/09/2025

কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার বহুতল ভবনের উদ্ভোধন সম্পন্ন।
তথ্য চিত্র : ওয়াজেদুল হক মণি

29/09/2025

মাতারবাড়ি ছাত্রলীগের সাবেক সভাপতি কাইয়ুম হা*তকড়া পরা অবস্থায় পুলিশ হেফাজত থেকে পালিয়েছে।

মহেশখালীতে কুতুবজোম জামে উস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধননিজস্ব প্রতিবেদক: ২৯ সেপ্টেম্বর, ম...
29/09/2025

মহেশখালীতে কুতুবজোম জামে উস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: ২৯ সেপ্টেম্বর, মহেশখালী (কক্সবাজার):
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কুতুবজোম জামে উস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার নবনির্মিত বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ রহিম উল্লাহ এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ আইয়ুবুর রহমান।
এসময় মাদ্রাসার সুপার মোঃ আলী রেজা, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, “দীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্মিত ভবনটি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

29/09/2025

রবি কোম্পানির ব্যাগ হারানো মহেশখালীর দেলোয়ারকে ৪০ হাজার টাকা উপহার দিলেন ফয়সাল আমিন।

বিস্তারিত কমেন্টে.....
29/09/2025

বিস্তারিত কমেন্টে.....

শুভ সকাল, মহেশখালী বাসীদিনটি সকলের ভালো কাটুক।
29/09/2025

শুভ সকাল, মহেশখালী বাসী
দিনটি সকলের ভালো কাটুক।

28/09/2025

মহেশখালীতে প্রতিমা বিসর্জনের রীতি নেই,আদিনাথ মন্দিরেই রয়েছে জীবন্ত প্রতিমা

তথ্যচিত্রঃ ওয়াজেদুল হক মনি

28/09/2025

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে কাঁদিয়ে ৯ম বারের মতো এশিয়া কাপ নিজেদের ঘরে তুলল ভারত

28/09/2025

মহেশখালীতে ভোজনরসিকদের পছন্দের শীর্ষে থাকা অত্যাধুনিক রেস্টুরেন্ট ফয়সাল ডাইন-এ এখন পাওয়া যাচ্ছে দেশসেরা সুনামধন্য মহেশখালীর ঐতিহ্যবাহী মিষ্টি পান

28/09/2025

সোনাদিয়া

অদ্য ২৮/৯/২৫ইং তারিখ,সি-ট্রাক এস,টি জব্বার জলজানের  ভারপ্রাপ্ত মাস্টার কর্মকর্তার উপরের উল্লেখিত  চিঠি মোতাবেক এবং মাস্ট...
28/09/2025

অদ্য ২৮/৯/২৫ইং তারিখ,সি-ট্রাক এস,টি জব্বার জলজানের ভারপ্রাপ্ত মাস্টার কর্মকর্তার উপরের উল্লেখিত চিঠি মোতাবেক এবং মাস্টার সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী মহেশখালী থেকে দুপুর ২.৩০ মিনিট ও বিকাল ৫ টার ট্রিপ বন্ধ থাকবে এবং কক্সবাজার থেকে ৩.৩০ মিনিট ও সন্ধ্যা ৬ টার ট্রিপ বন্ধ থাকবে।

আগামী ২৯/৯/২৫ইং তারিখ হইতে পূর্বে সিডিউল সি-ট্রাক যথাসময়ে চলাচল করবে আশা করি ।

Address

Moheshkahli
Cox's Bazar
4710

Telephone

+8801619558256

Website

Alerts

Be the first to know and let us send you an email when আঁরা মইশখাইল্যা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আঁরা মইশখাইল্যা:

Share