S. Shariful Islam

S. Shariful Islam We mainly discuss comparative Theology. You can follow our page

07/06/2025

চেষ্টা করে দেখি, কোরবানির ভিডিও এভাবে পোস্ট করলে ফেসবুক এটাকে রুলস ভায়োলেশন (rules violation) হিসেবে গণ্য করে কি না।

06/06/2025

হে তরুণ, স্মরণ রেখো—
তোমার চোখ যা দেখে, একসময় তোমার মন তেমনই হয়ে যায়।
তুমি যদি সোশ্যাল মিডিয়ায় শুধু অশ্লীলতা, নাচগান, খারাপ রিলস দেখো– তাহলে একসময় তা-ই হবে তোমার চিন্তা, স্বপ্ন, এমনকি চরিত্র।

05/06/2025

হে বেটা, তুমি ভালো লোকদের সান্নিধ্যে থাকো, যাতে তাদের নৈতিকতা ও চরিত্র তোমার ওপর প্রভাব ফেলে। কারণ, সঙ্গীই মানুষের প্রকৃতি গঠন করে

04/06/2025

আমি এক দার্শনিককে দেখেছিলাম, যিনি দরিদ্র ছিলেন কিন্তু আত্মার দিক থেকে ধনী।
তিনি বললেন: আমি ছোটবেলায় দুষ্কৃতিকারীদের সঙ্গ পেয়েছিলাম, তাই ভালো মানুষ হতে পারিনি। ভালো লোকেরা আমাকে তেমনভাবে গ্রহণ করেনি, আর খারাপদের প্রভাবেই আমি খারাপ হয়ে গিয়েছিলাম।”

অর্থাৎ শৈশবে যাদের সাথে সময় কাটে, তাদের চরিত্রই শিশুর ভবিষ্যত গঠন করে।

04/06/2025

তুমি যেমন কনটেন্ট দেখো, ঠিক তেমনই একদিন তুমি ভাববে,
আর যেমনভাবে ভাববে, তেমনভাবেই একদিন তুমি জীবন কাটাবে।

তাই বাছাই করে দেখো— কে তোমার স্ক্রিনে, কে তোমার মাথায় ঢুকছে।
কারণ, চোখের গুনাহ থেকেই শুরু হয় অন্তরের অন্ধত্ব।

03/06/2025

এক পিতা প্রকৃত ধনী হয় জ্ঞানী সন্তান দিয়ে,
না যে সে ধনী হয় সোনা-রূপার ভাণ্ডারে।”

অর্থাৎ পরিবারের সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞানী ও সুসন্তান। তাই শৈশবেই তাদের শিক্ষা দেওয়া উচিত।

01/06/2025

একসময় রাজারা বলত— ভালো মানুষের সাহচর্যে থেকো, তবেই ভালো মানুষ হবে।
এখন বলি— ভালো মানুষের রিলস দেখো, ভালো কনটেন্টে সময় দাও, তবেই মন, মগজ সব ঠিক থাকবে।
কারণ, চরিত্র গড়ে ওঠে চোখ দিয়ে যা দেখো, মন দিয়ে যাকে ফলো করো।”

31/05/2025

ফেসবুক-ইউটিউব একেকটা দরজা,
সেই দরজা দিয়ে তুমি চাইলে জ্ঞান, আলো, হেদায়েত পেতে পারো—
আর চাইলে অন্ধকার, নাফরমানি আর নষ্ট মন নিয়েও ফিরে আসতে পারো।

30/05/2025

হে বেটা, এখনকার যুগে মানুষ কাদের সঙ্গে চলে, সেটা নয় — বরং মোবাইলে কাদের দেখে সময় কাটায়, সেটাই বেশি প্রভাব ফেলে।
তুমি এমন লোকদের কনটেন্ট দেখো, যাদের জীবন ও চিন্তা তোমার মন-মানসিকতা উন্নত করে।
কারণ, যাদের দেখে বড় হও, ধীরে ধীরে তেমনই হয়ে যাও।”

29/05/2025

ছোটবেলায় যাদের মুখ দেখে বড় হয়েছি, আজ বড় হয়ে তাদের কাউকেই আর চোখে দেখি না...

29/05/2025

সৎ ব্যক্তির রিল্স তোমার চরিত্র গঠন করে,
আর অসৎ ব্যক্তির রিল্স তোমার চরিত্র নষ্ট করে।

“আগে চরিত্র নষ্ট হতো খারাপ বন্ধুর কারণে,
এখন হয় স্ক্রিনে স্ক্রল করা খারাপ রিল্সের কারণে।”

“ভালো কনটেন্ট চরিত্র গড়ে,
খারাপ কনটেন্ট চরিত্র নষ্ট করে

25/05/2025

শাহবাগিদের জবাব...

Address

বাংলাদেশ
Cox's Bazar
1122334455

Website

Alerts

Be the first to know and let us send you an email when S. Shariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category