S. Shariful Islam

S. Shariful Islam We mainly discuss comparative Theology. You can follow our page

13/09/2025

ভিডিওঃ খালেদ মুহিউদ্দিন জানতে চেয়েছেন - আমরা উত্তর দিয়েছি এই ভিডিওতে।
কমেন্ট করুন, শেয়ার করুন, আমরাই আমাদের মিডিয়া।
Video: RealityCheckBD

10/09/2025

লাকাল হামদ | বিজয় শোনার সাথে সাথে সিজদায় ❣️

09/09/2025

✨ আলহামদুলিল্লাহ!
সব হলে ফলাফল একে একে বের হচ্ছে, আর জামায়াত শিবিরই বিজয়ী হচ্ছে 🎉🙌

09/09/2025

এই পর্যন্ত ৫টি হলের ফলাফলঃ
আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ৭০৭৬
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান ১৭৮৯ ভোট

09/09/2025

আহারে! জয় বাংলা করে দিয়েছে...

09/09/2025

ডাকসু নির্বাচনে চারটি হলের ফলাফলে এখন পর্যন্ত--

সাদিক কায়েম = ৩৭১৪
আবিদ = ১০৬৪

22/08/2025

নাস্তিক ধোলায়ের খুবই পুরাতন বৈদেশিক অস্ত্রের খনি এবার দ্বীনি ডিবেটার ভাইদের সামনে উন্মোচিত হতে যাচ্ছে। চলুন, আমি আপনাদের জন্য এই অস্ত্রগুলো একে একে উপস্থাপন করি।

অর্থাৎ, আপনারা ইতোমধ্যেই বাঙালি নাস্তিকদের মুখে শুনেছেন—ভাই-বোন, মা-ছেলে, বাবা-মেয়ে সম্মতিতে সব কিছু করা যায়! এবার সেই একই স্বর আমরা শুনব বিদেশি নাস্তিকদের মুখ থেকেও।

Reddit -এ r/atheism নামক সাবরেডিটে একজন ব্যবহারকারী 'Ambulate' নামে এক নাস্তিক পোস্ট করেছেন।

এই পোস্টের শিরোনাম হল,
What is the morally correct stance for in**st?

বাংলা উচ্চারণ:
ওয়াট ইজ দ্যা মোরালি করেক্ট স্ট্যান্স ফর ইনসেস্ট?

বাংলা অর্থ:
নিকট আত্মীয়দের মধ্যে যৌন সম্পর্ক (ইনসেস্ট) বিষয়ে নৈতিকভাবে সঠিক অবস্থান কী?

অর্থাৎ বাবা-মেয়ে বা মা-ছেলে ইত্যাদি, নাউজুবিল্লাহ, এদের মধ্যে এই ধরনের জঘন্য সম্পর্কের অবস্থান কী?

১.
ওই পোস্টের কমেন্ট বক্সে এক নাস্তিক লিখেছে–
IMO if both parties are consenting I see no harm in it.

বাংলা উচ্চারণ:
আইএমও ইফ বথ পার্টিজ আর কনসেন্টিং, আই সি নো হার্ম ইন ইট

বাংলা অর্থ:
আমার মতে, যদি দুই পক্ষই সম্মত থাকে, তাহলে আমি এতে কোনো ক্ষতি দেখি না।

২. আরেক নাস্তিক লিখেছে –
There is nothing wrong with consenting adults engaging in sexual behavior

বাংলা উচ্চারণ:
দেয়ার ইজ নাথিং রঙ উইথ কনসেন্টিং অ্যাডাল্টস এঞ্জেজিং ইন সেক্সুয়াল বিহেভিয়ার

বাংলা অর্থ:
সম্মতিপূর্ণ প্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করা কোনো ভুল নয়।

৩. আরেক নাস্তিক লিখেছে–
As long as it's between consenting adults, then fine.

বাংলা উচ্চারণ:
“অ্যা লং অ্যাজ ইট’স বিটুইন কনসেন্টিং অ্যাডাল্টস, দেন ফাইন।”

বাংলা অর্থ:
যতক্ষণ এটি স্বেচ্ছা স্বীকারক প্রাপ্তবয়স্কদের মধ্যে ঘটে, ততক্ষণ ঠিক আছে।

৪.
আরেক নাস্তিক লিখেছে–
Whatever two consenting adults want to do, let them do. Marriage? Fine.

বাংলা উচ্চারণ:
হোয়াটেভার টু কনসেন্টিং অ্যাডাল্টস ওয়ান্ট টু ডু, লেট দেম ডু। ম্যারেজ? ফাইন।

বাংলা অর্থ:
যা কিছু দুইজন স্বেচ্ছা স্বীকারক প্রাপ্তবয়স্ক করতে চায়, তাদের করতে দিন। বিয়ে? ঠিক আছে।

৫. আরেক নাস্তিক লিখেছে–
I'm for equality, no matter what the mindset of other people say."

বাংলা উচ্চারণ:
আই’ম ফর ইক্যুয়ালিটি, নো ম্যাটার হোয়াট দ্য মাইন্ডসেট অফ আদার পিপল সে।

বাংলা অর্থ:
আমি সমতার পক্ষে, অন্য মানুষদের মনোভাব যা বলুক না কেন।”

আরো অনে অস্ত্র হয়তো উদঘাটন করা যাবে সময় ব্যয় করে সবগুলো কমেন্ট পড়লে। কিন্তু আমার কাছে সময় নেই। তাই আর সময় ব্যয় করতে পারি নাই। বাকি গুলো আপনার জন্য রেখে গেলাম। আপনারা চাইলে সময় ব্যয় করে উদঘাটন করতে পারেন।

তবে জানিয়ে রাখি!
আগে গুগলে গিয়ে–
'Reddit r/atheism What is the morally correct stance for in**st?' (বাংলা উচ্চারণ: রেডডিট আর/এথিয়িজম ওয়াট ইজ দ্যা মোরালি করেক্ট স্ট্যান্স ফর ইনসেস্ট?)

লিখে চার্স করে এটি পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় না। তারা কি যেন করে রেখেছে। তাই আমি সরাসরি ওই পোস্টের লিংক দিয়ে দিলাম লিংকে টাচ করেই তা দেখেতে পাবেন–
https://www.reddit.com/r/atheism/comments/ffhi4/what_is_the_morally_correct_stance_for_in**st/?utm_source=share&utm_medium=mweb3x&utm_name=mweb3xcss&utm_term=1&utm_content=share_button

21/07/2025

রাত প্রায় ১টা, ছাত্রদলের সন্ত্রাসীরা শিবিরের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলো।

রাস্তায় ওপেন স্লোগান দিচ্ছে ' একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর।'

অথচ এদিকে দিনে মাইলস্টোন স্কুলে এক ভয়াবহ দূর্ঘটনা ঘটনো। পুরো জাতি এটা নিয়ে ব্যথিত।

ছাত্রদলও আওমিলিগের মতো জবাই করার রাজনীতি শুরু করলো তাইলে?

11/07/2025

ক্ষমতায় গেলে বিএনপি কি করবে এবার চিন্তা করুন!
গতকাল রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর ও ইট দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে হত্যা করে বিএনপির যুবদলের নেতা মঈন।

07/06/2025

চেষ্টা করে দেখি, কোরবানির ভিডিও এভাবে পোস্ট করলে ফেসবুক এটাকে রুলস ভায়োলেশন (rules violation) হিসেবে গণ্য করে কি না।

06/06/2025

হে তরুণ, স্মরণ রেখো—
তোমার চোখ যা দেখে, একসময় তোমার মন তেমনই হয়ে যায়।
তুমি যদি সোশ্যাল মিডিয়ায় শুধু অশ্লীলতা, নাচগান, খারাপ রিলস দেখো– তাহলে একসময় তা-ই হবে তোমার চিন্তা, স্বপ্ন, এমনকি চরিত্র।

05/06/2025

হে বেটা, তুমি ভালো লোকদের সান্নিধ্যে থাকো, যাতে তাদের নৈতিকতা ও চরিত্র তোমার ওপর প্রভাব ফেলে। কারণ, সঙ্গীই মানুষের প্রকৃতি গঠন করে

Address

বাংলাদেশ
Cox's Bazar
1122334455

Website

Alerts

Be the first to know and let us send you an email when S. Shariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category