22/08/2025
নাস্তিক ধোলায়ের খুবই পুরাতন বৈদেশিক অস্ত্রের খনি এবার দ্বীনি ডিবেটার ভাইদের সামনে উন্মোচিত হতে যাচ্ছে। চলুন, আমি আপনাদের জন্য এই অস্ত্রগুলো একে একে উপস্থাপন করি।
অর্থাৎ, আপনারা ইতোমধ্যেই বাঙালি নাস্তিকদের মুখে শুনেছেন—ভাই-বোন, মা-ছেলে, বাবা-মেয়ে সম্মতিতে সব কিছু করা যায়! এবার সেই একই স্বর আমরা শুনব বিদেশি নাস্তিকদের মুখ থেকেও।
Reddit -এ r/atheism নামক সাবরেডিটে একজন ব্যবহারকারী 'Ambulate' নামে এক নাস্তিক পোস্ট করেছেন।
এই পোস্টের শিরোনাম হল,
What is the morally correct stance for in**st?
বাংলা উচ্চারণ:
ওয়াট ইজ দ্যা মোরালি করেক্ট স্ট্যান্স ফর ইনসেস্ট?
বাংলা অর্থ:
নিকট আত্মীয়দের মধ্যে যৌন সম্পর্ক (ইনসেস্ট) বিষয়ে নৈতিকভাবে সঠিক অবস্থান কী?
অর্থাৎ বাবা-মেয়ে বা মা-ছেলে ইত্যাদি, নাউজুবিল্লাহ, এদের মধ্যে এই ধরনের জঘন্য সম্পর্কের অবস্থান কী?
১.
ওই পোস্টের কমেন্ট বক্সে এক নাস্তিক লিখেছে–
IMO if both parties are consenting I see no harm in it.
বাংলা উচ্চারণ:
আইএমও ইফ বথ পার্টিজ আর কনসেন্টিং, আই সি নো হার্ম ইন ইট
বাংলা অর্থ:
আমার মতে, যদি দুই পক্ষই সম্মত থাকে, তাহলে আমি এতে কোনো ক্ষতি দেখি না।
২. আরেক নাস্তিক লিখেছে –
There is nothing wrong with consenting adults engaging in sexual behavior
বাংলা উচ্চারণ:
দেয়ার ইজ নাথিং রঙ উইথ কনসেন্টিং অ্যাডাল্টস এঞ্জেজিং ইন সেক্সুয়াল বিহেভিয়ার
বাংলা অর্থ:
সম্মতিপূর্ণ প্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করা কোনো ভুল নয়।
৩. আরেক নাস্তিক লিখেছে–
As long as it's between consenting adults, then fine.
বাংলা উচ্চারণ:
“অ্যা লং অ্যাজ ইট’স বিটুইন কনসেন্টিং অ্যাডাল্টস, দেন ফাইন।”
বাংলা অর্থ:
যতক্ষণ এটি স্বেচ্ছা স্বীকারক প্রাপ্তবয়স্কদের মধ্যে ঘটে, ততক্ষণ ঠিক আছে।
৪.
আরেক নাস্তিক লিখেছে–
Whatever two consenting adults want to do, let them do. Marriage? Fine.
বাংলা উচ্চারণ:
হোয়াটেভার টু কনসেন্টিং অ্যাডাল্টস ওয়ান্ট টু ডু, লেট দেম ডু। ম্যারেজ? ফাইন।
বাংলা অর্থ:
যা কিছু দুইজন স্বেচ্ছা স্বীকারক প্রাপ্তবয়স্ক করতে চায়, তাদের করতে দিন। বিয়ে? ঠিক আছে।
৫. আরেক নাস্তিক লিখেছে–
I'm for equality, no matter what the mindset of other people say."
বাংলা উচ্চারণ:
আই’ম ফর ইক্যুয়ালিটি, নো ম্যাটার হোয়াট দ্য মাইন্ডসেট অফ আদার পিপল সে।
বাংলা অর্থ:
আমি সমতার পক্ষে, অন্য মানুষদের মনোভাব যা বলুক না কেন।”
আরো অনে অস্ত্র হয়তো উদঘাটন করা যাবে সময় ব্যয় করে সবগুলো কমেন্ট পড়লে। কিন্তু আমার কাছে সময় নেই। তাই আর সময় ব্যয় করতে পারি নাই। বাকি গুলো আপনার জন্য রেখে গেলাম। আপনারা চাইলে সময় ব্যয় করে উদঘাটন করতে পারেন।
তবে জানিয়ে রাখি!
আগে গুগলে গিয়ে–
'Reddit r/atheism What is the morally correct stance for in**st?' (বাংলা উচ্চারণ: রেডডিট আর/এথিয়িজম ওয়াট ইজ দ্যা মোরালি করেক্ট স্ট্যান্স ফর ইনসেস্ট?)
লিখে চার্স করে এটি পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় না। তারা কি যেন করে রেখেছে। তাই আমি সরাসরি ওই পোস্টের লিংক দিয়ে দিলাম লিংকে টাচ করেই তা দেখেতে পাবেন–
https://www.reddit.com/r/atheism/comments/ffhi4/what_is_the_morally_correct_stance_for_in**st/?utm_source=share&utm_medium=mweb3x&utm_name=mweb3xcss&utm_term=1&utm_content=share_button