07/09/2025
কক্সবাজার উখিয়ার মাদক কারবারি সাদ্দাম, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রয়লব্দ নগদ টাকাসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫*
১। সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীরা কক্সবাজার ও পার্শ্ববর্তী জেলা সমুহে অভিনব কৌশল অবলম্বন করে মাদক মজুদ রেখে পাচার করছে মর্মে তথ্য পায় র্যাব। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যায় উক্ত আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপির ০৯নং ওয়ার্ডস্থ কুতুপালং গ্রামের সাদ্দাম হোসাইন ও মহিউদ্দিন এর একচালা বিশিষ্ট টিনশেড বিল্ডিং ও হেলাল উদ্দিনের একতলা বিল্ডিংয়ের ভিতর বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এতে র্যাবের দলটি মাহমুদা খাতুন (৫৯) এবং সাজেদা খাতুন সাজু (১৯) নামের দুজন’কে হাতেনাতে আটক করতে সক্ষম হলেও আরো ০৩ জন মাদক কারবারি পালিয়ে যায়। আটককৃতদের দেওয়া তথ্য মতে পলাতক মাদক কারবারি সাদ্দাম হোসাইন, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বসতঘরে তল্লাশি করে সর্বমোট ৮৯,৬০০ পিস ইয়াবা টেবলেট, ইয়াবা বিক্রয়লব্দ ১৬,৭১,৮৩০/-(ষোল লক্ষ একাত্তর হাজার আটশত ত্রিশ) টাকা, ০৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ০২টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
২। গ্রেফতারকৃত মাদক কারবারিদের পরিচয় ঃ
১। মাহমুদা খাতুন(৫৯), স্বামী-সিরাজুল হক, পিতা-মৃত সুলতান আহমেদ, মাতা-মৃত লালমতি,
২। সাজেদা বেগম সাজু (১৯), স্বামী-সাদ্দাম হোসেন, পিতা-আলী আহমেদ, মাতা-আয়েশা বেগম, সর্বসাং-কুতুপালং পশ্চিম পাড়া, ৯নং ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
আটককৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসতেছে।
৩। উদ্ধারকৃত মাদকদ্রব্য (ইয়াবা), আকটকৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।