বকুল ফুল

বকুল ফুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বকুল ফুল, Digital creator, Cox's Bazar.

If you know, you know.
30/03/2025

If you know, you know.

😏😏😁
29/03/2025

😏😏😁

24/10/2024

যৌবনের প্রথম প্রেম হারিয়ে কিছু পাবলিক বিধবা হয়ে গেলো।

14/10/2024


07/04/2023

রান্না একটা আর্ট, একটা শিল্প‌ও বটে। যারা রান্না পারেন তাদের শিল্পী বা ইঞ্জিনিয়ার বললেও ভুল হবে না। যারা প্রবাসে কিংবা পরিবারের বাইরে থাকেন তারাই জানেন রান্না কি। পরিবার থেকে বের হলেই আমরা বুঝি; আমাদের স্ত্রী, কন্যা, মা ও বোনরা কতো কষ্ট করে আমাদের জন্য রান্নাবান্না করেন। আর এই রমজান মাসে তারা কতো কষ্ট করে, শুধুমাত্র আমাদের একটু ভালো খাওয়ানোর জন্য। আমাদের উচিত সুযোগ পেলে তাদের কাজে সাহায্য করা, রান্নায় তাদের ছোট ছোট ভুল গুলো হাঁসি মুখে মেনে নেওয়া। প্রতিটা কাজের স্বীকৃতি থাকা উচিত, অনেকেই এটাকে ছোট করে দেখে।

- যখন রমাদানের প্রথম রাতটি আসে তখন শয়তান এবং বিদ্রোহ জ্বীনদেরকে শিকলবন্দী করে ফেলা হয়।
23/03/2023

- যখন রমাদানের প্রথম রাতটি আসে তখন শয়তান এবং বিদ্রোহ জ্বীনদেরকে শিকলবন্দী করে ফেলা হয়।

22/03/2023

পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ: রাতে শোয়ার আগে তাওবা না করেই ঘুমিয়ে পড়া। পড়ুন:

‘আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি’ ।

22/03/2023
অনেক দিন পর......
21/03/2023

অনেক দিন পর......

25/09/2022

🥹🥹🥹

24/09/2022

সম্প্রতি কিছু মানুষরূপী শয়তান পর্দা ইস্যুকে সামনে এনে আলেমসমাজ ও সাধারণ মানুষকে মুখামুখি দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে; তারা চলে, বলে, কৌশলে সাধারণ মানুষকে বুঝানোর চেষ্টা করতেছে পর্দা হলো আলেম বা মোল্লাদের তৈরি বিধান এবং তাদের স্ত্রী, কন্যারাই পর্দা করবে বাকিদের করতে হবে না।

তারা কি জানে না? পর্দা হলো আল্লাহর দেওয়া ফরজ বিধানের একটি। কারো সাধ্য নাই এখানে নতুন কিছু এড করার কিংবা কোনোকিছু বাদ দেওয়ার। আলেমরা জমিনে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর দেওয়া একটা ফরজ বিধান ধরে রাখার (পালন করার) চেষ্টা করতেই পারে তাতে আপনাদের গাত্রদাহের কোনো যৌক্তিক কারণ আপাতত দেখছি না।

ইসলাম নারীদের জীবন্ত কবর থেকে তুলে এনে বানিয়েছেন ঘরের রাণী করে। নারীদের সুরক্ষায় আল্লাহ তায়ালা দায়িত্ব দিয়েছেন কখনো বাবাকে, কখনো ভাইকে, কখনো স্বামী অথবা সন্তানদের উপর। নারীরা যেনো পরপুরুষের লালসার শিকার না হয়, সেই জন্যই পর্দার বিধান।

কিছু মানুষের কাছে নারীর স্বাধীনতা মানে নারীদের উন্মুক্ত বক্ষে, হাফ প্যান্ট পরে চলাফেরা করা। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসা হয় নারীদের দেহ প্রদর্শনীর মাধ্যমে। টিভিতে, নাটক-সিনেমায়, বিলবোর্ডের বিজ্ঞাপনে নারীদের এমনভাবেই উপস্থাপন করা হয় যেন যৌনতা প্রকাশ পায়। যা দর্শকদের কাছে টানার উপলক্ষ্য। নারী যেনো ভোগের সামগ্রী এমনভাবেই উপস্থাপন করা হয়।

মূলকথা হলো নারীদের দেহ প্রদর্শনী বন্ধ হলে তাদের ব্যবসায় লালবাতি জ্বলবে, তাই তারা চায় নারীরা উন্মুক্ত বক্ষে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াক।

পরিশেষে বলবো, আমাদের কাছে যা অশ্লীল তাদের কাছে তা শিল্প। সুতরাং সকল মুসলিমদের আরো সতর্ক হতে হবে সাংস্কৃতিক এই আগ্রাসনের বিরুদ্ধে। সংস্কৃতির সাথে সংস্কৃতির এই লড়াইয়ে টিকে থাকতে হলে আমাদের সবাইকেই লড়তে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে। আল্লাহ আমাদের তাওফিক দান করুক। আমিন।

Address

Cox's Bazar

Telephone

+8801828706266

Website

Alerts

Be the first to know and let us send you an email when বকুল ফুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বকুল ফুল:

Share