
26/07/2025
এই ছবির মানুষটিকে চিনতে পারছেন? উনি জুনায়েদ আহমেদ পলক। একসময় কত প্রভাব, কত প্রতিপত্তি! ভিআইপি প্রটোকল, অর্থ, ক্ষমতা—সবকিছুই ছিল হাতে। মনে হতো যেন সবই নিয়ন্ত্রণে, জীবন যেন রাজকীয় কোনো গল্প।
কিন্তু আজ? পাশে কেউ নেই। একা, নিঃসঙ্গ।
জীবন—এটা একটাই। আপনি যা করেন, তারই ফল একদিন ফিরে আসে। কৃতকর্মের দায় থেকে কেউ পালাতে পারে না।
আজ আপনি কাঁদছেন, অথচ মানুষ হাসছে। এটা কষ্টের, কিন্তু এটাই বাস্তবতা।
What a wastage of life!!