Vision tv news

Vision tv news www.visiontvnews.com

"আমরা অন্যায়ের প্রতিবাদ করি' অন্যায় যেখানে হয়, আমরা সেখানে এ্যাকশন নি।

⬆️

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকাশ!
28/11/2023

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকাশ!

*৮ এপিবিএন এর তাজনিমারখোলা পুলিশ ক্যাম্প কর্তৃক ২০,০০০ (বিশ হাজার) পিস্ ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ (এক) জন হত্য...
28/11/2023

*৮ এপিবিএন এর তাজনিমারখোলা পুলিশ ক্যাম্প কর্তৃক ২০,০০০ (বিশ হাজার) পিস্ ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ (এক) জন হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার।*

𝟖 𝑨𝑷𝑩𝒏 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳
[28 November 2023]

অদ্য ২৮/১১/২০২৩ খ্রিঃ তারিখ ০০:০৫ হতে ০১:৩০ ঘটিকা পর্যন্ত ০৮ এপিবিএন এর অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আমির জাফর, বিপিএম মহোদয় এর নির্দেশনায় জনাব খন্দকার ফজলে রাব্বি, পুলিশ সুপার এর তত্ত্বাবধানে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি) জনাব মরতবা ওয়ালী ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এফডিএমএন ক্যাম্প-১৯ এর এ/৮ ব্লকে বসবাসরত আহসান উল্লাহ (৩০) এর বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০,০০০ (বিশ হাজার) পিস এমফিটামিনযুক্ত ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধারপূর্বক এফডিএমএন সদস্য আহসান উল্লাহ (৩০) পিতা-কাদের হোসেন, এফসিএন-২৫৭৭৭৩, ব্লক-এ/৮, ক্যাম্প-১৯ কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী (আতাউল্লাহ হত্যা মামলা) উখিয়া থানার মামলা নং-৭৫, তারিখ-২৬/১১/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর ০৬ নং এজাহারনামীয় আসামী। এ সংক্রান্তে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

27/11/2023

Rohingya killed a big cleric and broke the terrorist group

কক্সবাজারে দলীয় মনোনয়ন পেলেন যারা। কক্সবাজার-১ সিআইপি সালাহউদ্দিন কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক কক্সবাজার-৩ সাইমুম সরওয়া...
27/11/2023

কক্সবাজারে দলীয় মনোনয়ন পেলেন যারা।

কক্সবাজার-১ সিআইপি সালাহউদ্দিন
কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক
কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল
কক্সবাজার-৪ শাহীনা আক্তার চৌধুরী

17/11/2023

Indonesian police rescued many Rohingya people from the sea. Many Rohingya members are also here in Bangladesh. Reporter Faisal Chowdhury reports.

সন্ধান চাই...!এই লোকটি কিছুক্ষণ আগে কুমিল্লা  জেলার লাকসাম  বাইপাস হাউজিং মসজিদের সামনে উপকূল বাসে বসে বমি করতে করতে মৃত...
11/11/2023

সন্ধান চাই...!
এই লোকটি কিছুক্ষণ আগে কুমিল্লা জেলার লাকসাম বাইপাস হাউজিং মসজিদের সামনে উপকূল বাসে বসে বমি করতে করতে মৃত্যুরবরণ করেন! কেউ যদি ওনাকে চিনে থাকেন তাহলে হাউজিং মসজিদে সামনে এসে যোগাযোগ করুন অথবা থানায় যোগাযোগ করুন।

11/11/2023

সমুদ্র জনপদে
বঙ্গকন্যা শেখ হাসিনা। কক্সবাজার আসলেন রিপোর্টার ফয়সাল চৌধুরী তথ্য প্রতিবেদন

রাত পোহালেই শুভ উদ্বোধন করেন কক্সবাজার রেলওয়ে স্টেশন
11/11/2023

রাত পোহালেই শুভ উদ্বোধন করেন কক্সবাজার রেলওয়ে স্টেশন

২৬ মিনিটে রামু গেলেন প্রধানমন্ত্রী
11/11/2023

২৬ মিনিটে রামু গেলেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিন সাগর থেকে ১২ লাখ ইয়াবাসহ ভারি আগ্নেয়াস্ত্ৰ উদ্ধার। বিস্তারিত ফয়সাল চৌধুরী প্রতিবেদনে.....
11/11/2023

সেন্টমার্টিন সাগর থেকে ১২ লাখ ইয়াবাসহ ভারি আগ্নেয়াস্ত্ৰ উদ্ধার। বিস্তারিত ফয়সাল চৌধুরী প্রতিবেদনে.....

11/11/2023

উদ্বোধনের পর পরই দৃষ্টিনন্দন খুরুশকুল সেতুতে উপচে পড়া ভীড়

সরাসরি... রিপোর্টার ফয়সাল চৌধুরী তথ্য প্রতিবেদন

‘‘১৪ এপিবিএন  কর্তৃক অভিযান পরিচালনা করে ০১ টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ০৪ রাউন্ড অকেজো গুলি, ০৯টি রাইফেল...
08/11/2023

‘‘১৪ এপিবিএন কর্তৃক অভিযান পরিচালনা করে ০১ টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ০৪ রাউন্ড অকেজো গুলি, ০৯টি রাইফেলের গুলির খোসা, নগদ ১,৪২,৩৪০ টাকা, ০১ টি কাপড়ের ছোট ব্যাগ এবং ০১ টি বাটন মোবাইলসহ ০১ জন রোহিঙ্গাকে গ্রেফতার ।
গোপন সংবাদের ভিত্তিতে জনাব, অনীশ কীর্ত্তনীয়া সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার ওয়ালাপালং পুলিশ ক্যাম্প এর নের্তত্বে অফিসার-ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-২০, সাবেক ব্লক-এম/৩১, বর্তমান ব্লক-বি/৫ এর ওয়ার্ল্ড ভিশন এর কমিউনিটি লার্নিং সেন্টার এর সামনে ইটের সোলিং রাস্তার উপর হতে আসামী রোহিঙ্গা জাহিদ হোসাইন (৩১), পিতা-মৃত বদিউজ্জামান, মাতা- লালু বেগম, এফসিএন-৩০১৬১৪, ব্লক-এম/২৬, ক্যাম্প-২০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে ০১ টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ০৪ রাউন্ড অকেজো গুলি, ০৯টি রাইফেলের গুলির খোসা, নগদ ১,৪২,৩৪০ টাকা, ০১ টি কাপড়ের ছোট ব্যাগ এবং ০১ টি বাটন মোবাইলসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে উখিয়া থানার মামলা নং-২০, তারিখ-০৭/১১/২০২৩ খ্রিঃ, ধারা-19A/19(f) The Arms Act, 1878 রুজু করা হয়েছে।রিপোর্টার ফয়সাল চৌধুরী প্রতিবেদন

হাটহাজারী চারিয়া বোর্ড স্কুল এলাকায়  চট্টগ্রাম শহরমুখী বাস আর ফটিকছড়িমুখী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একসাথে ৭ জনে...
07/11/2023

হাটহাজারী চারিয়া বোর্ড স্কুল এলাকায় চট্টগ্রাম শহরমুখী বাস আর ফটিকছড়িমুখী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একসাথে ৭ জনের মৃত্যু।
নিহত সবাই চন্দনাইশের বাসিন্দা।

১৪ এপিবিএন উখিয়া, কক্সবাজারে "কনস্টেবল হতে এএসআইদের অস্ত্র বিষয়ক কোর্স"এর শুভ উদ্বোধন।  ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর আ...
07/11/2023

১৪ এপিবিএন উখিয়া, কক্সবাজারে "কনস্টেবল হতে এএসআইদের অস্ত্র বিষয়ক কোর্স"এর শুভ উদ্বোধন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর আওতাধীন ওয়ালাপালং পুলিশ ক্যাম্পে ০৬(ছয়) দিন মেয়াদী "কনস্টেবল হতে এএসআইদের অস্ত্র বিষয়ক কোর্স" এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ সাইফুজ্জামান সহ-অধিনায়ক (পুলিশ সুপার) ১৪ এপিবিএন উখিয়া,কক্সবাজার মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন ১৪ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ অহিদুর রহমান, পিপিএম সহকারী পুলিশ সুপার জনাব এস এম মাহবুবুল আলম, এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার জনাব অনীশ কীর্ত্তনীয়া ও অন্যান্য কর্মকর্তাগণ। উক্ত প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। সহ-অধিনায়ক ১৪ এপিবিএন মহোদয় সকলকে আন্তরিকতার সাথে কোর্সটি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন।

‘‘১৪ এপিবিএন  কর্তৃক অভিযান পরিচালনা করে ০১টি ওয়ান শুটারগান ও ০১(এক) রাউন্ড রাইফেলের গুলি এবং ০১টি চাকুসহ ০১জন রোহিঙ্গা ...
07/11/2023

‘‘১৪ এপিবিএন কর্তৃক অভিযান পরিচালনা করে ০১টি ওয়ান শুটারগান ও ০১(এক) রাউন্ড রাইফেলের গুলি এবং ০১টি চাকুসহ ০১জন রোহিঙ্গা গ্রেফতার’’

জনাব মোঃ সাইফুজ্জামান, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) এর তত্ত্বাবধানে জনাব অংশু কুমার দেব, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প এর নেতৃত্বে ইরানী পুলিশ ক্যাম্পের QRT ও মোবাইল টিমের সহায়তায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-৪, মেইন-ব্লক-জি, সাব-ব্লক-জি/৭ এর জনৈক রোহিঙ্গা রহমান উল্লাহর দোকানের সামনে কবরস্থানের পূর্ব পাশে চলাচলের রাস্তার উপর হতে আসামী রোহিঙ্গা মোহাম্মদ আইয়ুব (২৮), পিতা-হাফেজ আহাম্মদ, মাতা-ছমুদা খাতুন, এফসিএন-১৫৪৭৯৮, সাব-ব্লক-জি/৯, ব্লক-জি, ক্যাম্প-৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে ০১টি ওয়ান শুটারগান, ও ০১(এক) রাউন্ড রাইফেলের গুলি এবং ০১টি চাকু সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৮ এপিবিএন এর পানবাজার পুলিশ ক্যাম্প কর্তৃক ৭,০০০ (সাত হাজার) পিস্ এ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১...
07/11/2023

৮ এপিবিএন এর পানবাজার পুলিশ ক্যাম্প কর্তৃক ৭,০০০ (সাত হাজার) পিস্ এ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ (এক) জন এফডিএমএন সদস্য গ্রেফতার।
৮ এপিবিএন, পানবাজার পুলিশ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জনাব উক্য সিং এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার জনাব রসুল আহমদ নিজামী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এফডিএমএন ক্যাম্প-০৯ এর বি/১ ব্লকস্থ ধৃত আসামীর বসতঘরে অভিযান পরিচালনা করে ৭,০০০ (সাত হাজার) পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক এফডিএমএন সদস্য মোহাম্মদ আয়াস (৪০), পিতা-মৃত নুরুল হক, মাতা-মাসুদা খাতুন, এফসিএন-এফসিএন-১২০৩৬৪, ব্লক-বি/৮, ক্যাম্প-৯ কে গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকসহ আটককৃত এফডিএমএন সদস্যের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

টেকনাফে ৮০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ একজন  মাদক কারবারী গ্রেফতারআবুল কালাম আজাদ টেকনাফ। র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এ...
07/11/2023

টেকনাফে ৮০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারী গ্রেফতার

আবুল কালাম আজাদ টেকনাফ।

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। মাদক কারবারীরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে এ্যাডভান্স টিম গঠন’সহ ছদ্মবেশ ও নানাবিধ অভিনব পন্থায় দেশের বিভিন্ন জায়গায় মাদক ছড়িয়ে দিচ্ছে। এতে করে যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। দেশব্যাপী মাদকের বিস্তাররোধসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার সব সময় অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন এবং আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নেন ০৯ নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ ক্যাম্পপাড়া এলাকায় জনৈক আবু তাহের এর ০৩ কক্ষ বিশিষ্ট বেড়ার ত্রিপল/পলিথিনের ছাউনীযুক্ত ঘরের ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৪ নভেম্বর ২০২৩ তারিখ অনুমান ১৯.০০ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও তার বসত ঘর তল্লাশী করে ধৃত মহিলার বসতঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে সর্বমোট ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় অপি আক্তার প্রকাশ হেপি আক্তার (২৮), পিতা- ফরিদ আহমদ, স্বামী-আবু তাহের প্রকাশ তাকের, মাতা- তৈয়বা খাতুন, সাং-শাহপরীর দ্বীপ ক্যাম্পপাড়া, ওয়ার্ড নং-০৯, সাবরাং- ইউনিয়ন, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার বলে যানা যায়। এছাড়াও ধৃত মহিলার সাথে থাকা অপর সহযোগী সম্পর্কে তার স্বামী বলে জানায় এবং সে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মহিলা ও তার পলাতক স্বামীসহ উভয়ই দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা এবং পাচারের সাথে জড়িত। তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে থাকে। তৎপরবর্তীতে বিভিন্ন জায়গায় বিশেষ কায়দায় মজুদ করে খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল বলে জানায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মহিলা ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সহজসরল চুর,চট্টগ্রাম সাতকানিয়াতে রাতে অন্ধকারে, ছাগল মুরগি, ফলফলাদি ইত্যাদি চুরে করে,আবার গর্বকরে বলতেছে সে নাকি ছোট চু...
02/11/2023

সহজসরল চুর,চট্টগ্রাম সাতকানিয়াতে রাতে অন্ধকারে, ছাগল মুরগি, ফলফলাদি ইত্যাদি চুরে করে,আবার গর্বকরে বলতেছে সে নাকি ছোট চুর, তেমন কিছুই হবে না।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vision tv news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vision tv news:

Share